আসসালামু আলাইকুম।আশা করছি সবাই ভালো আছেন।
আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক জনপ্রিয় ১ টা সিরিজের কালেকশন নিয়ে।সুনীলগঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের নাম শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল।রোমাঞ্চকর সব অভিযান নিয়ে লেখা কাকাবাবুর গল্পগুলি শুধু কিশোর কিশোরীই না বয়স্ক মানুষদেরও নিয়ে যায় এক অন্য জগতে।গল্পগুলোর ভিতর বেশি আলোচিত হয়েছে -
*ভয়ঙ্কর সুন্দর *সবুজ দ্বীপের রাজা *খালি জাহাজের রহস্য *মিসর রহস্য *মহাকালের লিখন *কাকাবাবু হেরে গেলেন ?
*কাকাবাবু ও চন্দন দস্যু *এবার কাকাবাবুর প্রতিশোধ *আগ্নেয়গিরির পেটের মধ্যে *গোলকধাঁধায় কাকাবাবু
*কাকাবাবু ও ব্ল্যাক প্যান্থার *কাকাবাবু আর বাঘের গল্প এরকম আরও অনেক
জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই সিরিজ নিয়ে সিনেমাও হয়েছে।কিছুদিন আগেই আমারা দেখেছি এই কাকাবাবুকে নিয়ে করা মিসর রহস্য সিনেমাটি।সিনেমাটিতে কাকাবাবু চরিত্রে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ।
অনেক গুলো গল্প নিয়ে এক একটি করে সমগ্র লেখা।এমন অনেক গুলি সমগ্র একসাথে করে আপনাদের জন্য দিচ্ছি।
*ডাওনলোড করার সময় Download লেখার নিচে থাকা টিক চিহ্ন তুলে দিন।
২০০ শব্দ দিয়ে কি সব টিউন করা যায় 😛 😆 আমি তো পারিনা।এত বড় টিউন করতে গেলে কাকাবাবুকে নিয়ে আরেকটা গল্পই হয়ে যাবে 😛 😛 😛 ।কি আর করার খোশগল্প টাইপ কিছু লিখে বাকিটা শেষ করতে হচ্ছে।জানি পড়তে গিয়ে অনেকেই বিরক্ত হয়ে যাবে। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।এগুলোকে বিরক্তির চোখে না দেখে একটু ক্ষমাসুলভ দৃষ্টি দিয়েন।
আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরো অনেক বই ডাইনলোড করার জন্য
http://bengalebook.blogspot.in/# এই সাইট দেখেন