GRE বনাম আমেরিকাতে Higher Study

GRE-এর পূর্ণরূপ হল Graduate Record Examination. আমেরিকায় উচ্চশিক্ষা (M.Sc./PHD) এর ক্ষেত্রে এটা একটা অ্যাডমিশন টেস্টের মত। সুতরাং, আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন যারা তাদের স্বপ্ন পুরন করতে হলে এই পরীক্ষাটা দিতেই হবে। এখানে স্বাভাবিক ভাবেই একটা প্রশ্ন চলে আসে, তাহলে কি জিআরই ছাড়া আমেরিকায় M.Sc./PHD. করতে যাওয়া সম্ভব না? হ্যা, সম্ভব। তবে অপরচুনিটি অনেক অনেক অনেক কম। আমেরিকায় হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যেখানে জিআরই ছাড়াই M.Sc./PHD. করা যায়। সুতরাং জিআরই ছাড়া সম্ভব কিনা সেই প্রশ্নটা মনের মধ্যে তালাবদ্ধ করে রাখুন। ধরে নিন আমেরিকায় উচ্চশিক্ষা করতে হলে আপনাকে এই পরীক্ষা দিতেই হবে। আরেকটা কমন প্রশ্ন হল, জিআরই স্কোর কি আমেরিকা ছাড়া অন্য কোন দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাজে লাগে? আমি যতদূর জানি কানাডা’র কিছু কিছু টপ র‍্যাঙ্ক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে জিআরই স্কোর লাগে। এছাড়া জার্মানি’র কিছু ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে জিআরই স্কোর থাকলে অগ্রাধিকার দেয়, তবে এটা মান্ডাটরী নয়। প্রধানত, আমেরিকায় উচ্চশিক্ষার জন্যই জিআরই স্কোরটা সবচেয়ে বেশি জরুরী এবং জিআরই স্কোর ছাড়া আমেরিকায় উচ্চশিক্ষা লাভ করতে যাওয়া অসম্ভব বললেও খুব বেশি ভুল হবেনা।

কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে?
>>জিআরই পরীক্ষায় তিনটি ক্ষেত্রে আপনার দক্ষতা যাচাই করা হবে।

১। Analytical Writing Ability

২। Verbal

৩। Quantitative

নুন্যতম ২৬০ + স্কোর থাকলে আমেরিকার বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির সুযোগ থাকে।প্রথম সারির বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হতে চাইলে ৩২০ + স্কোর রাখতে হবে।

যারা GRE এর জন্য প্রস্তুতি নিতে চান তাদের জন্য অন্যতম সেরা ১ টা বই দিচ্ছি

DOWNLOAD LINK

Note- ডাউনলোড করার সময় নিচের চিএ এর মত টিক টা তুলে দিন,

ডাউনলোড করতে না পারলে আপনাদের সুবিধার জন্নে একটা ভিডিও বানিয়ে দিলাম
PC USER রা যেভাবে ডাউনলোড করবেন  - ভিডিও লিং 
Android user রা যেভাবে ডাউনলোড করবেন  -  ভিডিও লিং

 

Courtesy :RakkhoshKhokkhosh from somewhereinblog

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস