২০১৬ সালের এস এস সি ও সমমানের (দাখিল) পরীক্ষার ফল আগামি ১১ মে, ২০১৬ তে প্রকাশিত হবে। গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফলাফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে। তাছাড়া আপনারা চাইলে অনলাইনে আপনাদের এস এস সি পরীক্ষা ২০১৬ এর ফলাফল চেক করতে পারেন। অনলাইনে ফলাফল চেক করতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। তাছাড়াও আপনারা চাইলে এখান থেকে আপনাদের Education Results পেতে পারেন। এখান থেকে আপনার এস এস সি পরীক্ষা ২০১৬ এর ফলাফল পেতে করতে পারেনঃ কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ [সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd উদাহরণসরূপঃ ঢাকা বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি ১২৪৩৫৭ হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে [email protected] এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ ১২৪৩৫৭। ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ ১) প্রথমে এখানে ক্লিক করুন ২) Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন ৩) ই-মেইল Open হবে ৪) Inbox এ ক্লিক করুন ৫) Inbox Open হবে ৬) Subject এর উপর ক্লিক করুন ৭) Mail Open হবে ৮) Download এ ক্লিক করলে PDF আকারে উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা Download হবে। আর Roll wise SSC Result 2016 পেতে হলে এখানে ক্লিক করুন। মোবাইলের মাধ্যমে SSC Result 2016 ফল পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ ঢাকা সহ সকল বোর্ডের ফলাফলের জন্যঃ SSC (স্পেস) first 3 latter of your board name (স্পেস)Roll No (স্পেস) Passing year পাঠিয়ে দিন 16222 নাম্বারে মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ DAKHIL (স্পেস) MAD (স্পেস) Roll No (স্পেস) Passing year পাঠিয়ে দিন 16222 নাম্বারে টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ SSC (স্পেস) TECH (স্পেস) Roll No(স্পেস)Passing year পাঠিয়ে দিন 16222 নাম্বারে মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ Reg (স্পেস) SSC (স্পেস) first 3 latter of your Board Name (স্পেস)your Roll Number 2012 পাঠিয়ে দিন 16222 নাম্বারে আশা করি আমার এই টিউনটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে। সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি।। ফেসবুক থেকে রেজাল্ট পেতেঃ EDUCATIONBOARDRESULTS
আমি মুহাম্মাদ ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় ভাইয়ারা, আমি \\\"falshgames\\\"। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আপনারা সময় পেলে অবশ্যই আমার http://infozone24.com সাইটে একটু ঢু মেরে আসবেন।
এস এস সি ও সমমান এবং সকল পরীক্ষার ফল এখানে প্রকাশিত হবে>>>http://bangla.techteam24.com/p/bd-result.html
or, http://www.techteam24.com/2016/04/ssc-exam-results-bangladesh-get-result.html