প্রথমেই আসি ডোমেইনের কথায়। আজকাল tk ml ga gq এসব ডোমেইন ফ্রিতে পেয়ে সবাই অনেক খুশি। কিন্তু এসব ডোমেইনের মেয়াদ হল ১ বছর। আমি যতদূর জানি, পরের বছর থেকে ১০ ডলারের মত লাগে রিনিউ করতে। এখন দেখি কেন এসব ডোমেইন আমাদের ব্যবহার করা উচিত নয়।
১। ধরলাম আপনি এক বছর পরিশ্রম করে একটা ব্লগ দাঁড় করালেন, কিন্তু পরের বছর থেকে যদি এই পরিশ্রম পানিতে ফেলে দিতে না চান, তাহলে আপনাকে এটা ১০ ডলার দিয়ে রিনিউ করতে হবে। ১০ ডলার হলে তো টপ লেভেল ডোমেইনই পাওয়া যায়, তাহলে ফ্রি কেন? ফ্রি এর পেছনে টাকা ঢালতে না পারলে আপনার এই একবছরের কাজ কিন্তু শেষ!
২। freenom একটা চিটার কোম্পানি (এর বহু প্রমান আপনি গুগল ঘাঁটলে পাবেন)। আপনার ব্লগে যদি ভাল ভিজিটর আসা শুরু করে, তাহলেই আপনার ডোমেইনটা তারা নিয়ে নিবে এবং সেখানে বিভিন্ন এড দিয়ে ভরে রাখবে। এড-এর টাকা কিন্তু আপনি পাবেন না! আপনাকে শোনানো হবে আপনি তাদের নীতিমালা ভেঙ্গেছেন, তাই তারা আপনার ডোমেইন বাতিল করে দিয়েছে। কবে ভাঙলেন, কিভাবে ভাঙলেন, কোন নীতিমালা ভাঙলেন- এসব কিন্তু কিছুই আপনি জানবেন না। পরিশ্রম করে ভিজিটর আনলেন, এখন যদি সেই ডোমেইনটাই নিয়ে নেই, এর চেয়ে বড় দুঃখ আরো হতে পারে?
৩। ব্লগ জনপ্রিয় করার জন্য আপনাকে সার্চ ইঞ্জিনের ভিজিটর লাগবেই। কিন্তু বেশিরভাগ সার্চ ইঞ্জিন ফ্রী ডোমেইনকে অবজ্ঞার চোখে দেখে। এজন্য আপনি যদি কোয়ালিটি কন্টেন্টও লিখেন, তাহলেও তা ইগনোর হওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে আবারো আপনার পরিশ্রম বৃথা যাওয়ার সম্ভাবনা আছে। (প্রশ্নঃ আপনার গত ১০০ সার্চে কয়টা ফ্রি ডোমেইন ব্লগ পেয়েছেন?)
৪। এছাড়াও আরো কারণ আছে। [১]
এখন তাহলে কি ফ্রী ডোমেইন ব্যবহার করা যাবেনা? যাবে। কিন্তু সিরিয়াস কোনো কাজে নয়, স্রেফ পরীক্ষামূলক কোনো কাজে। একটা স্ক্রীপ্ট বানালেন, কয়েকদিনের জন্য টেস্ট করা দরকার, তখন ফ্রী ডোমেইন নিলেন। এটাই।
এখন আসি হোস্টিং-এ। হোস্টিং-এও উপরের একই কথা প্রযোজ্য। অনেক কোম্পানীই আজীবনের জন্য ফ্রি হোস্টিং দেয়। কিন্তু সমস্যা হল, ফ্রি হোস্টিং-এ ইউজারের সংখ্যা বেশি থাকার কারণে এগুলো সবসময়ই স্লো হয়। এছাড়াও কোম্পানীগুলো ফ্রি প্যাকেজে কম স্পীড বরাদ্দ রাখে। আর পেজ লোডিং টাইম SEO এবং ভিজিটর ধরে রাখার জন্য বড় একটা ফ্যাক্টর। বেশি লোডিং টাইমের কোনো ওয়েবপেজ যেমন সার্চ ইঞ্জিনগুলোও ভাল চোখে দেখেনা, তেমনি ভিজিটররাও দেখেনা। (প্রশ্নঃ সার্চ রেজাল্টের পেজ থেকে একটা সাইটে গেলেন, ফুল লোড হতে প্রায় মিনিটের মত লাগল, পরবর্তীতে আরো যাবেন সেখানে?। এসব বাদেও আরো অনেক কারণ আছে যার জন্য ফ্রি হোস্টিং নেওয়া উচিত নয়। [২]
একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। একবার ফ্রি হোস্টিং থেকে ব্লগ বানালাম। কিছুদিন ব্লগে টিউন দিলাম, যদিও ভিজিটর বলতে গেলে আমি একাই :v তারপরও এডসেন্সে আবেদন করলাম। যেদিন আবেদন করলাম, তার পরদিন দেখি সাইট সাসপেন্ড। কারণ হল, আমি নাকি তাদের রিসোর্স বেশি খরচ করে ফেলেছি, আর এতে নাকি তাদের সম্পূর্ণ সার্ভার (entire server :v) স্লো হয়ে যায়। টাকা দিয়ে প্রিমিয়াম প্যাকেজ নিলে আবার খুলে দিবে! (তাদের সার্ভার টাকা চেনে, টাকা দেখলে আর স্লো হয়না!)। টিকিট সাবমিট করলাম যে আমাকে একবারও ওয়ার্নিং দেয়া হয়নি, সাস্পেন্ড খুলে দিন। কয়েকদিন পর (!) রিপ্লাই পেলাম, অতিরিক্ত রিসোর্স কনজিউম করলে আবার সাস্পেন্ড করা হবে, তখন আর খুলে দেওয়া হবেনা, এবার খুলে দেওয়া হল। যাই হোক, সপ্তাহ খানেক পরে ইমেইল আসল, "Final warning, you site omuk[dot]com will be suspended." যথারীতি পরের দিন সাস্পেন্ডেড! ভাগ্য অত্যধিক মাত্রায় সহায় ছিল বলে এত কাহিনীর পরও এডসেন্সটা পেয়েছিলাম।
ফ্রী হোস্টিং-এর ক্ষেত্রেও একই কথা, শুধুমাত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য ফ্রী হোস্টিং ব্যবহার করা যেতে পারে। এছাড়া নয়।
এবার আসি কপি-পেস্ট ব্লগিং-এর ব্যাপারে।
কিছু কিছু ব্লগে দেখলাম রান্নার রেসিপি থেকে শুরু করে উইন্ডোজ সেটআপ দেওয়া কলাকৌশল পর্যন্ত আছে। না, এটা ভাল আছে যদি ব্যক্তিগত ব্লগ হয়। কিন্তু ব্লগিং থেকে আয় করার ইচ্ছা থাকলে এটা বাদ দিন। যেকোনো একটা টপিক নিয়ে লিখুন। ব্লগে হাজার হাজার টিউন থাকতেই হবে এমন না, সপ্তাহে বা প্রতি ৩ দিনে একটা টিউন লিখুন। যে বিষয়ে লিখবেন ঐ বিষয়ে আগে জানুন, তারপর লিখুন।
আপনার ৫-১০ টা টিউন পড়তেই অনেক মানুষ আপনার ব্লগে যাবে যদি লেখাগুলো সমৃদ্ধ হয়। আর ইউনিক কন্টেন্ট সার্চ ইঞ্জিনগুলোর কাছে কেমন দামি তা না-ই বললাম। কপি-পেস্ট করে এসব সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়ার আশা করা একরম বোকামি। লেখার মত কোনো জ্ঞান না থাকলে আগে জানুন। এখনই লিখতে হবে এমন না। কপি-পেস্ট করে আমরা যেমন নিজের সময় অপচয় করি, তেমনি মূল লেখকের মৌলিক কাজকেও অসম্মান দেখাই।
টিউনটা লিখলাম যদি একজনও উপকৃত হয়, তাহলেই স্বার্থক। আমি নিজেও এসব করে অনেক সময় নষ্ট করেছি, স্রেফ জানতাম না বলে। তাই ব্যাপারটা শেয়ার করলাম। কারণ সময়ের মূল্য অনেক বেশি। অনেক খারাপ লাগে এই ভেবে, এসব না করলে হয়ত আরো ভাল পজিশনে থাকতে পারতাম 🙂 চাই না এমন কারো হোক।
ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। লেখায় কোনো ভুল থাকলে ধরিয়ে দিবেন আশা করি। ধন্যবাদ সকলকে।
[১] https://www.google.com/search?q=why+should+i+not+use+free+tk+domain
[২] https://www.google.com/search?q=why+should+i+not+use+free+hosting
- এসএমকে আহমেদ (https://facebook.com/smk.ishtiak)
ওয়ার্ডপ্রেস হেল্প — WordPress Help (https://web.facebook.com/groups/107990609589958)
03:20PM 27 Feb, 2016
আমি এসএমকে ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঠিক বলেছেন, ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেনের ধান্ধা থেকে জাতিকে বাঁচাতে হবে। http://www.tutorialbd.net/