গণিতের কিছু মজার বিষয় বা বিভিন্ন গণিতবিদদের ওপর ভিত্তি করে গাণিতিক কৌতুক গুলো সৃষ্টি করে। এ সব রসিকতা সাধারণত গাণিতের মজা সৃষ্টির মাধ্যমে তৈরি করা হয়। আবার কোন গণিতবিদের গাণিতিক ধারণার ভুল কে কেন্দ্র করে ও সৃষ্টি হতে পারে। আপনি যদি গনিতকে ভয় পেয়ে থাকেন তাহলে এ গুলো পড়ে দেখতে পারেন। গনিতের ভয় কেটে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরণের কৌতুক গুলো বোঝার জন্যে গণিতের সাধারন কিছু জ্ঞান থাকলে ভালো হয়।
সংখা তত্ত্ব নিয়ে দুটি ধাঁধাঁ:
“পৃথিবীতে কেবল 10 ধরণের লোক আছে, যারা binaryবোঝে, এবং যারা বোঝে না!”
উত্তরে শুধু মাত্র দুটি অপশন আছে। তাহলে বাকী আট ক্যাটাগরির কোথায় যাবে??
আসলে binary numeral system এ 10 হচ্ছে decimal number system এ দুই। তাই যে উক্তিটি করেছে সে একটু চালাকি করেই উক্তিটি করেছে। আপনি এখন কোন ধরনের লোক বুঝে নিন।
আরেকটি সমস্যাঃ
গণিতবিদেরা কেন সবসময় Halloween day এবং Christmas day এ দুই তারিখের মধ্যে গন্ডগোল করে ফেলেন?
উত্তরটা অনেক মজারঃ
এখানে মজাটা হল Halloween day এর তারিখ হল ৩১ অক্টোবর এবং Christmas day এর তারিখ ২৫ ডিসেম্বর। “oct” হচ্ছে অক্টোবর ও অক্টালের (Octal Number System) এর প্রতীক এবং “dec” হল ডিসেম্বর ও সেই সাথে ডেসিমাল (Decimal Number System) এর প্রতীক।
গণিতবিদদের কাছে 31 Oct = 25 Dec একই। কারন Octal Number System এ 31 হচ্ছে Decimal Number System এ 25 এর সমান।
দুটি মজার কৌতুকঃ
একজন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী এবং গণিতবিদ একটি কাফেতে বসে রাস্তার অপর পাড়ের একটি বাড়িতে মানুষজনের আসা যাওয়া দেখছেন। প্রথমে তারা দেখলেন দু’জন লোক বাড়িটিতে প্রবেশ করছে। কিছু সময় অতিবাহিত হল। কিছুক্ষণ পর তারা দেখতে পেলেন তিনজন লোক বাড়িটি থেকে বের হয়ে এল।
পদার্থবিজ্ঞানী বললেনঃ গণনা ত্রুটিপূর্ণ ছিল বলে ধারণা করছি।
জীববিজ্ঞানী টিউমেন্ট করলেনঃ আমার মনে হয় তারা বংশবৃদ্ধি করেছে। আর
গণিতবিদ বললেনঃ আরও একজন লোক বাড়িটিতে প্রবেশ করলে তা খালি হয়ে যাবে।
আরেকটি মজার কৈতুক বলছি, আগে পড়া থাকলে ক্ষমা করবেনঃ
এক জাদুঘরের ভিজিটর প্রশংশা সহকারে একটি Tyrannosaurus ডাইনোসরের fossil দেখতেছে। সে ঐ খানের কর্মচারীকে জিজ্ঞেস করল, এটি কত বছর আগের?
কর্মচারি বললঃ এটি পষট্টি কোটি, তিন বছর দুই মাস আঠারো দিন আগের।
জাদুঘরের ভিজিটর জিজ্ঞেস করল। আপনি কিভাব তা সঠিক ভাবে বলতে পারলেন?
কর্মচারি বললঃ আমি যখন এখানে কাজ শুরু করি তখন এক বিজ্ঞানিকে একই প্রশ্ন করি, সে বলল ফসিল টি পষট্টি কোটি বছর আগের। এবং আমি বিজ্ঞানিকে প্রশ্নটি জিজ্ঞেস করছি তিন বছর দুই মাস আঠারো দিন আগে।
(সংগৃহীত)
আমি মনিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পোস্টটা ভালো লাগলো। ধন্যবাদ ব্র।