আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন ?
আপনারা সবাই অবগত আছেন যে ১৮ই ফেরুয়ারিতে রসায়ন এবং পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই পরীক্ষা নিয়েই ছাত্র-ছাত্রীদের যত টেনশন। কেননা রসায়ন এবং পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল হবে। আমরা সাধারন ছাত্র-ছাত্রীরা কাটামোগত প্রশ্নই ভালভাবে বুঝি না, সৃজনশীল কেমন করে পারব ????
তাই আমি নিয়ে এলাম ১০০% কমন উপযোগী রসায়ন এবং পৌরনীতি ও নাগরিকতা সাজেশন্স। সাজেশন্সগুলো এমন ভাবে করা হয়েছে সকল বোর্ডের জন্যই কাজে লাগবে।
সাজেশনগুলো PDF আকারে করা হয়েছে, যার মাধ্যমে আপনি কম্পিউটার সহ যে কোন আন্ড্রয়েড মোবাইলের মাধ্যমেই পড়তে পারবেন। প্রয়োজনে প্রিন্ট করেও রাখতে পারবে।
১। রসায়ন সাজেশন্স টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
রসায়ন টেস্টপেপার টি পেতে এখানে ক্লিক করুন ।
২। পৌরণীতি ও নাগরিকতা সাজেশন্সটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পৌরণীতি ও নাগরিকতা টেস্টপেপারটি পেতে এখানে ক্লিক করুন।
এছাড়া প্রতিটা বিষয়ের আলাদা আলাদা সাজেশন্স ও টেস্টপেপার পেতে এখানে ক্লিক করুন।
সাজেশন্সটি করতে অনেক সময় ও শ্রম লেগেছে। সাজেশন্সটি যদি এস এস সি শিক্ষার্থীদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমারত এই টিউন করা স্বার্থক হবে।
এছাড়া প্রতিটা বিষয়ের আলাদা সাজেশন্স, টেস্টপেপার পেতে আমার ছোট ব্লক ম্যাজিক কোচিং সেন্টার থেকে ঘুরে আসতে পারেন।
আজ আর নয়। আবার ফিরে আসব লেখাপড়া বিষয়ক কোন নতুন টিউন নিয়ে।
কারো কোন সমস্যা বা অভিযোগ থাকলে আমার ফেসবুক আইডি Shahriar Kabir তে জানাতে পারেন।
সময় পেলে আমার ছোট্ট ব্লক ম্যাজিক কোচিং সেন্টার থেকে ঘুরে আসতে পারেন।
সবাইকে ধন্যবাদ।
আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।