আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন ?
আপনারা সবাই অবগত আছেন যে ফেব্রুয়ারির ৭ ও ৯ তারিখে যথাক্রমে ইংরেজি ১ম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর এই পরীক্ষা নিয়েই ছাত্র-ছাত্রীদের যত ভয়ের কারন। কেননা ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, বিদেশি ভাষা। তাই ভিতি থেকেই যায়। যার কারনে অনেকেই ইংরেজিতে খারাপ রেজাল্ট করে, এমননি অকৃতকার্যও হয়ে থাকে।
এই ইংরেজি ভিতি দূর করার জন্য আমি নিয়ে এলাম ইংরেজি ১ম ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সাজেশন্স। যা ভাল করে অধ্যয়ন করলে কমন পড়তে বাধ্য। সাজেশন্সটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা প্রতিটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি কিসের ? সাজেশন্সটি এখনই ডাউনলোড করুন।
সাজেশন্সটি ডাঊনলোড করতে এখানে ক্লিক করুন।
এছাড়া শুধু মাত্র একটি লেকচার শীট পড়েই ইংরেজি ১ম ও ২য় পত্র পরীক্ষায় উত্তীর্ণ হতে নিম্নের শীটটি ডাউনলোড করুন।
ডাউনলোড করুনঃ ম্যাজিক মেথড অফ লার্নিং ইংলিজ রিটেন।
ম্যাজিক মেথড অফ লার্নিং ইংলিজ শীটটি পড়লে আপনি যে কোন ধরনের CV with cover letter, Email, Letter, Application, Dialogue, Paragraph এবং Composition লিখতে পারবেন। আপনাকে আর শত শত CV with cover letter, Email, Letter, Application, Dialogue, Paragraph এবং Composition মুখস্ত রাতে হবে না।
আজ আর নয়। আবার ফিরে আসব লেখাপড়া বিষয়ক কোন নতুন টিউন নিয়ে।
কারো কোন সমস্যা বা অভিযোগ থাকলে আমার ফেসবুক আইডি Shahriar Kabir তে জানাতে পারেন।
সময় পেলে আমার ছোট্ট ব্লক ম্যাজিক কোচিং সেন্টার থেকে ঘুরে আসতে পারেন।
সবাইকে ধন্যবাদ।
আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।