আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো। অনেক দিন পর টি টি তে আবার হাজির হলাম। গত বছর ২১ ফেব্রুয়ারী আমি সংখ্যা পদ্ধতির রপান্তর নিয়ে
একটা ই-বুক প্রকাশ করেছিলাম। বইটা অনেক জনপ্রিয় হয়েছে, বিভিন্ন সমস্যার কারনে পরবর্তী বই তখন আর প্রকাশ করা সম্ভব হয়নাই। যাহোক অনেক দিন পর ২য় ই-বুক টি
প্রকাশ করলাম। এই বইটিতে দেখানো হয়েছে বাইনারি যোগবিয়োগ, অন্যান্য যোগবিয়োগ, এবং ২এর পরিপূরক যোগ বিয়োগ। বইটি যাতে সহজেই বোঝতে পারেন এজন্য পুর্বের বইটির মত প্রয়োজনীয় ব্যাখ্যা দেয়া হয়েছে। এই ই- বুকে বাইনারি যোগ বিয়োগ ধাপে ধাপে দেখানো হয়েছে যাতে সকলেই পারে। বর্তমান যোগ স্মার্ট ফোনের যোগ তাই সহজেই যাতে স্মার্ট ফোনে এই
ই-বুকটি পড়া যায় এজন্য অতিরিক্ত গ্রাফিক্স পরিহার করা হয়েছে। ফলে সকল ডিভাইসে দ্রুত লোড নিবে। এটি ২য় ই-বুক এর পর লজিক গেট নিয়ে লেখার পরিকল্পনা আছে। তবে অতি শিগ্রই সকল অধ্যায়ের উপর সৃজনশীল ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর সহ প্রশ্ন ব্যাংক বের হচ্ছে। ডাউনলোড করে কেও যদি মনেকরেন বইটি ভালোনা তাহলে ডিলিট করে দিবেন আমার কোন আপত্তি নাই। যারা আমার আগের বইটি পড়েছেন আমি তাদের বলছি এই বইতেও আপনারা মজা আগের মতই
পাবেন। বইটি লেখা হয়েছে মূলত উচ্চমাধ্যামিকদের জন্য তবে যে কেও পড়তে পারেন।
বইটি ডাউনলোড করুন এখান থেকে ডাউনলোড পেজ এ গিয়ে উপরের ডান পাশে কমলা রঙের Download now বাটনে ক্লিক করুন
আমার আগের বইটি দাউনলোড করুন এখান থেকে
আগের বইটি নিয়ে টিউন
সব শেষে আমি আছি ফেসবুকে।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ
আমি মোঃরকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।