কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভাল। বাংলা আমাদের মাতৃভাষা হলেও এর অনেক নায়ম কানুন আমরা জানি না। বাংলা বানানের জন্য রয়েছে নির্দ্দিষ্ট নিয়ম কিন্তু আমরা কি সে সব নিয়মগুলো জানি? অনেকেই জানি না। বাংলায় একই বর্ণ একাধিক আছে, এমন বর্ণ আছে বেশ কয়েকটি। শব্দে এসব বর্ণ অর্থের পরিবর্তন ঘটায়। যে বড় মানে আকারে বিরাট আবার বর মানে জামাই। এ রকম অগনিত বাংলা শব্দ অাছে যার ব্যবহারে যথেষ্ট সতর্ক হতে হয় না হলে অর্থের পরিবর্তন ঘটে যাবে।
তাই যাতে বানানের এধরনের সমস্যা না হয় সে জন্য সহজ বাংলা বানানের একটি বই শেয়ার করব যাতে বাংলা বানানের নিয়মগুলো সহজ সরল ভাষায় দেয়া আছে।
এই বইটি বৈশিষ্ট্য হলঃ
১। বাংলা বানানের নিয়মগুলো সহজ ভাষায় দেয়া।
২। যে কোন শ্রেণি উপযোগি।
৩। যে কোন চাকরির পরীক্ষায় কাজে লাগবে।
৪। ইউনিকোডে লেখা যা পরিস্কার অক্ষরে বুঝা যায়।
৫। বাংলা ব্যাকণের গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা অাছে।
৬। বাংলা বানানের সকল নিয়ম অন্তর্গত করা হয়েছে।
৭। বানানের ক্ষেত্রে আমরা যে সকল ভূল করি তা আলোচনা করা হয়েছে।
৮। বাংলা বানানে যাতে ভূল না হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
৯। কমন ভূল বানানগুলো দিয়ে পাশাপাশি শুদ্ধ বানানগুলোও দেয়া আছে।
১০। বানানের ভূল সংশোধনে কার্যকর টিপস দেয়া আছে।
তবে কার্যকর ফল পেতে বইটি যেমন মনোযোগ দিয়ে পড়তে হবে, তেমনি বাস্তবে তা ব্যবহার করতে হবে। যে কোন কঠিন কাজই মনোযোগ দিয়ে করলে আয়ত্ব করা সহজ।
তাই দেরি না করে নিচের লিংক থেকে বাংলা বানানের সঠিক, সহজ ও কার্যকর নিয়মের ইবুকটি ফ্রিতে ডাউনলোড করে নিনঃ
যারা বই পড়তে ভালবাসেন তারাএকবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে এখানে Bangla Ebooks Download ক্লিক করুন। এখানে সব ধরনের বই পাবেন বিনামূল্যে পিডিএফ আকারে। সহজ ও দ্রুত ডাউনলোড লিংকসহ।
বই ডাউনলোড করতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়েল টি দেখতে পারেন। এখানে ডাউনলোড করার সঠিক পদ্ধতি দেয়া আছে।
ইবুক সম্পর্কে নতুন আপডেট পেতে বাংলা ইবুক ফ্যান পেজে যোগ দিতে পারেন। নতুন বই পাওয়া মাত্র এখানে আপডেট দেয়া হয়।
গুগল প্লাসে ও আমাকে ফলো করকে পারেন এখান থেকে।
আর ইবুক গ্রুপে যোগ দিতে পারেন এখান থেকে।
বই পড়লে মানুষ দেউলিয়া হয় হয় না। তবে জ্ঞানের পরিধি বাড়ে। তাই বেশি করে বই পড়ুন, জানুন আর জানান সবাইকে।
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।