৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজির প্রস্তুতিকৌশল

দুই ধরণের কাজে কখনও ক্লান্তি আসে না : এক। যে কাজটি করতে আপনি ভালবাসেন। দুই। যে কাজটি না করলে আপনার অস্তিত্বই অর্থহীন হয়ে পড়বে।

চাকরির জন্য পড়াশোনা করাটাকে যদি আমরা দ্বিতীয় ধরণের কাজের মধ্যে ফেলে দিই, তবে বলা যায়, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য এখনও হাতে যে সময়টা আছে, সে সময়ে যদি আপনি দৈনিক গড়ে ১৫ ঘণ্টা ঠিকমতো ফাঁকি না দিয়ে পড়েন, তবে আপনি প্রিলি পাস করবেনই। যদি আপনার প্রস্তুতি শূন্যের কোঠায় থাকে, এটা সম্পর্কে সুশান্ত পালের একটি লেখা পাবেন প্রথম আলো’তে।

এ সময়টাতে নিজের উপর সর্বোচ্চ যতটুকু প্রেশার দেয়া যায়, ততটুকু প্রেশার দিয়ে পড়াশোনা করুন। শত শত ইংরেজির প্রশ্ন সলভ করুন যেগুলি বিভিন্ন চাকরি কিংবা ভার্সিটির নানান ভর্তি পরীক্ষায় এসেছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইন্টারনেটের বিভিন্ন গ্রামার ফোরাম, ডিকশনারি, গ্রামার এবং ইউসেজের বই, বিভিন্ন আন্তর্জাতিক মানের গ্রামার বই দেখে শিওর হয়ে সলভ করুন। গাইডের উত্তরকে সবসময়ই বিশ্বাস করবেন না। কারণ, গাইডলেখকদের জানার দৌড় খুব বেশি নয়। একটা প্রশ্নকে চারটা প্রশ্নের সূতিকাগার বানান। যেটা উত্তর, সেটা ছাড়াও বাকি তিনটা অপশন নিয়েও পড়াশোনা করে ফেলুন।

নিচের কোন বাক্যটি ভুল?

All the faith he had had had had no effect on the outcome of his life.

One morning I shot an elephant in my pajamas. How he got into my pajamas I’ll never know.

The complex houses married and single soldiers and their families.

The man the professor the student has studies Rome.

The rat the cat the dog chased killed ate the malt.

দেখলে মনে হয় না, সবক’টাই ভুল? মজার ব্যাপার হল, কোনটিই ভুল নয়। এটা বুঝতে গ্রামারের সাথে কমনসেন্সও লাগে। আর কমনসেন্স ভাল করার জন্য অনেক অনেক বেশি প্র্যাকটিসের কোন বিকল্প নেই।

বিসিএস প্রিলির ইংরেজির জন্য কিছু পরামর্শঃ

১) ফেসবুকে একটু বড় বড় স্ট্যাটাস, টিউমেন্ট লিখুন আর চ্যাটিং করুন সহজ ইংরেজিতে। প্রতিদিন দুএকটি ইংরেজি পত্রিকার সম্পাদকীয়কে অনুবাদ করুন। কাজটি করাটা কষ্টকর, কিন্তু এটি ট্রান্সলেশন আর ভোকাবুলারিতে খুবই কাজে দেবে। সাথে বিভিন্ন ইস্যুর উপর আর্টিকেল আর সম্পাদকের নিকট পত্র অর্থ বুঝে এবং কাগজে লিখে লিখে সময় নিয়ে পড়ুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ/ ইএমবিএ ভর্তি পরীক্ষার আগের বছরের প্রশ্নগুলি থেকে সিনোনিম-অ্যান্টোনিম পার্টটা সলভ করলে কাজে আসবে।

২) কয়েকটি গাইড বই এবং জব সল্যুশন থেকে ল্যাঙ্গুয়েজ পার্টের গ্রামার এবং ইউসেজের প্রচুর প্র্যাকটিস করুন লিখে লিখে।

৩) লিটারেচার পার্টে দুএকটি প্রশ্ন আসে, যেগুলির উত্তর যাঁরা ইংরেজিতে অনার্স-মাস্টার্স, তাঁরাও পারবেন না। নেগেটিভ মার্কিং হয় এমন কম্পিটিটিভ পরীক্ষার নিয়মই হল, সবক’টার উত্তর করা যাবে না। আগের বিসিএস পরীক্ষাগুলোর প্রশ্ন+ জব সল্যুশন+ গাইড বই আর সাথে ইন্টারনেটে ইংলিশ লিটারেচার বেসিকস্ নিয়ে ঘাঁটাঘাঁটি করলে কাজে আসবে। বিভিন্ন কমন লিটারেরি টার্মস্ সম্পর্কে পড়াশোনা করে নিন।

৪) গ্রামারের প্রশ্নগুলি পড়ার সময় যেসব প্রশ্নের উত্তরে কনফিউশন থাকবে, সেসব প্রশ্নের উত্তরের কনফিউশন দূর করার দায়িত্বটা ডিকশনারিকে দিয়ে দিন। যেমন, Die শব্দটির পর বিভিন্ন Preposition বসে। আপনি ডিকশনারির Die এন্ট্রিটাতে গিয়ে যে উদাহরণগুলি দেয়া আছে, সেগুলি দেখে কোন ক্ষেত্রে কোনটি বসে, এটি লিখে লিখে শিখলে ভুলে যাওয়ার কথা না।

৫) Analogyতে যে Word Pair দেয়া থাকে, সে দুটি দিয়ে একটা সহজ বাংলা বাক্য গঠন করুন। অপশনগুলির মধ্যে যে জোড়া সে বাক্যটির সাথে পুরোপুরি মিলে যায়, সেটিই উত্তর।

৬) ইংরেজির ক্ষেত্রে আগে গ্রামার শিখে প্র্যাকটিস করতে যাবেন না, প্র্যাকটিস করতে করতেই গ্রামার শিখুন।

৭) গ্রামার আর ল্যাংগুয়েজ সেন্স ডেভেলাপ করতে সহজ কিছু ইংরেজি বইও পড়তে পারেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে হ্যারি পটার সিরিজের বইগুলির ১৫ পৃষ্ঠা করে পড়ে দেখেবন নাকি কী হয়!

8) ৫টি করে নতুন শব্দ শিখে প্রতিটি দিয়ে ৩টা করে বাক্য লিখুন। প্রতিদিন কী কী করলেন, দিনের শেষে সহজ ইংরেজিতে অন্তত ৩ পৃষ্ঠা লিখে ফেলুন।

ইংরেজিতে ভাল করতে হলে একজন নারি’র প্রেমে আপনাকে পড়তেই হবে; সে নারি ডিকশনারি। ইংলিশ ফর দ্য কম্পিটিটিভ এক্জামস্, অ্যা প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাংগুয়েজ, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নারস ডিকশনারি, লংম্যান ডিকশনারি অব কনটেম্পোরারি ইংলিশ, সোয়ানের প্রাক্টিক্যাল ইংলিশ ইউসেজ, ব্যারনস্ গ্রামার, অ্যালানের লিভিং ইংলিশ স্ট্রাকচার, মারফির ইংলিশ গ্রামার ইন ইউজ, ইস্টউডের অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার, ফিটিকাইডসের কমন মিস্টেকস ইন ইংলিশ সহ আরো কিছু প্রামাণ্য বই হাতের কাছে রাখবেন। এসব বইয়ের পেছনের ইনডেক্স দেখে কষ্ট করে উল্টে উল্টে উত্তর খোঁজার অভ্যেস করুন, অনেক কাজে আসবে। ইংরেজি শিখতে হয় লিখে লিখে। বিসিএস পরীক্ষায় ভাল করতে ইংরেজিতে খুব ভাল হওয়ার দরকার নেই, তবে ভয় না পেয়ে বেশি পরিশ্রম করে ইংরেজি শেখার মানসিকতা থাকতে হবে। ভোকাবুলারির জন্য ম্যাক ক্যারথি এবং ও’ডেলের ইংলিশ ভোকাবুলারি ইন ইউজ (সবগুলো খণ্ড), নর্ম্যান লুইসের ওয়ার্ড পাওয়ার মেইড ইজি সহ দুএকটি দেশীয় বইও দেখতে পারেন।

সংগ্রহকৃতঃ হতে - সুশান্ত পালে(বিসিএস কাস্টমস)র নোট-বুক

 

ধন্যবাদ,

- আমাকে পাবেনঃ ফেসবুক, গুগল প্লাস,এবং টুইটার

- ভাল লাগলে ঘুরে আসবেন আমার ব্লগঃ এখানে

 

৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সম্পর্কিত পূর্ববর্তী টিউনগুলিঃ

- ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিকৌশল : বাংলাদেশ বিষয়াবলী + আন্তর্জাতিক বিষয়াবলী

- ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিকৌশল : বাংলা, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা আর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

Level 2

আমি অমিত সরকার অলক। Officer (HR & Admin), CGICL, AGI, Motijheel, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Executive Officer, Human Resource & Administration at Financial Division, Anwar Group of Industries. Intern (Former), Group HR at Anwar Group of Industries. Pursued PGDHRM at Bangladesh Institute of Management. Studied MBA in HRM & BBA in Management from BSMRSTU. Previous Degrees obtained from the different educational institutes of Bangladesh. Published...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লেখাটি অনেক ভাল লাগলো। লেখাটি অনেক উপকারে আসবে। আমি একটি সাইটের লিংক দিচ্ছি, সেখান থেকে সংবাদপত্রের সম্পাদকীয় এর ভোকাবুলি পাওয়া যাবে, ধন্যবাদ https://notunprovat.com/bcs-preparation-english-vocabulary-efg