এখনই নিয়ে নিন ২০১৬ সালের S.S.C পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের Test Paparer . আর আপনাকে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা টেস্টপেপার কিনতে হবে না। আমি শাহরিয়ার কবীর জীবন স্যার ম্যাজিক কোচিং এর পক্ষ থেকে সব Test Paper ফ্রি দিচ্ছি।(বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার জন্য)

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন ?

আপনারা সবাই অবগত আছেন যে ২০১৬ সালের ফেব্রুয়ারির ১ তারিখ থেকে এস এস সি পরীক্ষা শুরু হবে। তাই এখনই পরীক্ষার প্রস্তুতির শেষ সময়। আর প্রস্তুতির জন্য চাই ১০০% কমন উপযোগী টেস্টপেপার। তাই আমি নিয়ে এলাম সকল বিষয়ের জন্য SSC  Testpaper 2016 . আর আপনাকে টেস্টপেপার কিনে পড়তে হবে না।

 

যারা আমার টিউন কপি করেন তাদের জিন্য কিছু কথাঃ 

আমি কিছু দিন থেকে লক্ষ করছি আমার টিউন হুবহু বা আংশিক কপি করে নিজেদের নামে টিউন করছেন। এটা অন্য টিঊনাররা খারাপ চোখের দেখেন। কিন্তু যারা আমার টিউন কপি করেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারন তাদের ঊদ্দেশ্যও আমার সাথে মিলে যাচ্ছে। আমি চাই আমার দেওয়া টেস্টপেপার গুলো বাংলাদেশের সবাই ফ্রি পড়ুক। তাই তারা আমার টিউন গুলো কপি করে বিভিন্ন সাইটে প্রকাশের মাধ্যমে আমার এই প্রচেষ্টাকে সার্থক করছেন।

আর কথা বাড়াবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ম্যাজিক কোচিং তথা সারা দেশের ছাত্র ছাত্রীদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞান ছড়িয়ে দিতে পারি।

টেস্ট পেপার গুলো ডাউনলোড করতে বিষয়ের উপর ক্লিক করে ডাউনলোড করুন।

তারপর Testpaper টি Extract  করুন। Extract করলে আপনি অনেক গূলো ফাইল দেখতে পারবেন। তার মধ্য থেকে index ফাইলটিকে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলেই টেস্টপেপারটি পড়তে পারবেন।

এর জন্য আপনার কম্পিউটারে adobe flash player এবং মজিলা ফায়ারফক্স Install করা থাকতে হবে।

এই টেস্টপেপারটি Android মোবাইল দিয়েও পড়তে পারবেন। এর জন্য আপনার মোবাইলে প্রথমে Abobe flash player install করুন। তারপর UC Browser install করুন। এখন unzip করা ফাইল থেকে index ফাইলটির উপর ক্লিক করুন। Open with Uc Browser করুন।

আসুন টেস্ট পেপার গুলো ডাঊনলোড করি

সকল বিভাগের জন্যঃ

১। ইংরেজি ১ম পত্র টেস্টপেপার।

২। ইংরেজি ২য় পত্র টেস্টপেপার।

৩। গণিত টেস্টপেপার।

বিজ্ঞান বিভাগের জন্যঃ

১। রসায়ন টেস্টপেপার ২০১৬ ।

২। পদার্থ টেস্টপেপার ২০১৬।

৩।  জীববিজ্ঞান টেস্টপেপার ২০১৬।

৪। বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্টপেপার ২০১৬।

মানবিক বিভাগের জন্যঃ

১। অর্থনীতি টেস্টপেপার ২০১৬।

২। পৌরণীতি টেস্টপেপার ২০১৬।

৩। ইতিহাস টেস্টপেপার ২০১৬।

৪। সাধারণ বিজ্ঞান টেস্টপেপার ২০১৬। 

ব্যবসায় বিভাগের জন্যঃ

১। হিসাববিজ্ঞান টেস্টপেপার ২০১৬।

২। ফিন্যান্স ও ব্যাংকিং টেস্টপেপার ২০১৬।

৩। ব্যবসায় উদ্যোগ টেস্টপেপার ২০১৬।

৪। সাধারণ বিজ্ঞান টেস্টপেপার ২০১৬। 

কারো কোন সমস্যা বা অভিযোগ থাকলে আমার ফেসবুক আইডি শাহরিয়ার কবীর  এ যোগাযোগ করতে পারেন।

সময় পেলে আমার ছোট্ট ব্লক ম্যাজিক কোচিং সেন্টার  থেকে ঘুরে আসতে পারেন।

আমার সব গুলো টিউন টেকটিউনস এ পেতে এখানে ক্লিক করুন।

সবাই ভাল থাকবেন।

Level 1

আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবার অনুরোধে ব্যবসায় শাখার টেস্টপেপার গুলোও আপডেট দিলাম ।

ভাই উচ্চতর গনিত নাই কেন?

উচ্চতর গনিত?

Check this link ( http://www.mccedu.blogspot.com ) for getting higher math Testpaper

vaiya English medium er gula deya jabe

hsc testpepar kobe pabo