মমজী (মানে মজাই মজাই জীব বিজ্ঞাণ) এ সবাইকে স্বাগতম। মমজী পর্ব ০ দেখেই বুঝতে পারছেন এটি একটি ধারাবাহিক টিউনের শুরু। তো বিস্মিল্লাহ বলে শুরু করে দেয় আমাদের আজকের পর্ব।
শুরুতেই বলি কেন এই মমজী। জীব বিজ্ঞাণ একটি মজার বিষয় হওয়ার পরেও আমাদের দেশে ছোট থেকে এই বিষয়টি আমাদের ছাত্র-ছাত্রীদের একপ্রকার গিলানো হয় কোন প্রকার বুঝানো ছাড়াই। আর আমরাও বিশ্বাস করতে শুরু করি জীব বিজ্ঞাণ রসকস বিহীন এমন একটি বিষয় যা না বুঝেই শুধু গলাঃধকরণ করতে হয়। :(এই ভূল ধারণা ভেঙে মজাই মজাই বিভিন্ন টিপস সহ জীব বিজ্ঞাণ শিখার প্রয়াসেই আমাদের এই মমজী।
পর্ব ০ কেন?
কারণ এই পর্বে আমরা কিছুই বুঝাবনা। আমাদের মমজী এর একেকটা পর্ব হবে আসলে আপনারা যা নিয়ে জানতে চান তা নিয়ে। তাই তারাতারি টিউমেন্টে লিখে ফেলুন আপনি কোন বিষয়টি বুঝতে চান। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব মম সহকারে তা আপনাদের বুজাতে। পরবর্তীতে ভিডিও আকারে আপনাদের দেওয়া টপিক গুলুর উপর মম(মজাই মজাই) লেকচার দেওয়া হবে।
কারা টিউমেন্ট করবেন?
মূলত স্কুল,কলেজের শিক্ষার্থীতের জন্যই আমাদের এই মমজী হলেও জীব বিজ্ঞাণে আগ্রহী/অনাগ্রহী যে কেউ টিউমেন্ট করতে পারবেন।
কেন এই মমজী?
আমাদের দেশে বর্তমানে গনিত, পদার্থ ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করতে অনেক প্রচেষ্টা থাকলেও জীব বিজ্ঞাণের ক্ষেত্রে তেমনটি দেখা যায়না। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
তাহলে আর দেরি কেন? এখন ঈ টিউমেন্টে জানিয়ে দিন আপনি কোন টপিক নিয়ে পরবর্তী টিউন চান।
Happy Biologing
আমি syed_lokman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই DNA নিয়ে পরের পর্বে আলোচনা করলে ভাল হবে!
DNA এবং RNA গঠন,কাঠামো ইত্যাদি