بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ (বিসমিল্লাহির রাহমানির রাহিম)
আসসালামু আলাইকুম। আমার ৯২ তম টিউনে সবাইকে স্বাগতম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে National Collegiate Programming Contest RUET NCPC 2015। Department of Computer Science & Engineering (CSE) এর উদ্যোগে 11-12 September, 2015 অনুষ্ঠিত হবে এই ইভেন্ট টি। এই প্রতিযোগিতার সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও Ministry of Information and Communication Technology। অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকবে campus2career24.com । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবে Mr. Zunaid Ahmed Palak, MP (ICT)
Honorable State Minister . আরো উপস্থিত থাকবেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর Professor Dr. Mohd. Rafiqul Alam Beg ।
এই ইভেন্টের বিস্তারিত দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
এই ইভেন্টে যেসব বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন দলসমুহ অংশগ্রহণ করছেঃ
১। রুয়েট
২। বুয়েট
৩। চুয়েট
৪।কুয়েট
৫। খুলনা বিশ্ববিদ্যালয়
৬। ইস্টার্ন বিশ্ববিদ্যালয়
৭। ব্রাক বিশ্ববিদ্যালয়
৮। ইসলামিক ইউনিভার্সিটি
৯। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি
১০। স্টেট ইউনিভার্সিটি
১১। রাজশাহী বিশ্ববিদ্যালয়
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়
১৩। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
DIIT, NSTU, MIST, NSU, AUST, UIU, SUST, AIUB, সহ আরো বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন দল
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি মোঃ আশিকুর রহমান
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি
প্রোকৌশল বানানটা একটু ভুল হয়েছে। প্রকৌশল হবে। ভুল বুঝিয়েন না আবার আমাকে।