জেনে নিন সব সিমের প্রয়োজনীয় USSD নাম্বারসমূহ(রেখেদিন একসময় নিশ্চিত কাজে লাগবে)

আমরা মোবাইল ব্যবহার করতে গিয়ে অনেক সময় বিপাকে পরে যাই। নতুন সিম কেনার পর এই সমস্যা সব চেয়ে বেশি দেখা যায়। সিমের বেশিরভাগ USSD কোডই আমাদের অজানা থাকে। তখন পড়তে হয় বিশাল ভেজালে। তাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি আপনাদের দিচ্ছি সিমগুলোর সবচেয়ে প্রয়োজনীয় USSD কোডের কালেকশন। কোডগুলো রেখে দিতে পারেন, কোন একসময় আপনার কাজে লেগে পারে।

মোবাইল ব্যালেন্স চেক করতেঃ

  • GP : *566#
  • Banglalink: *124#
  • Robi: *222#
  • Airtel: *778#
  • Teletalk : *152#
  • Citycell: *887

নিজের নাম্বার দেখতেঃ

  • GP : *2#
  • Banglalink: *511#
  • Robi: *140*2*4#
  • Airtel *121*6*3#
  • Teletalk : TAR লিখে 222 তে সেন্ড করুন
  • Citycell : mdn লিখে 7678 তে সেন্ড করুন

ইন্টারনেট ব্যালান্স চেক করতেঃ

  • GP : *567#
  • Banglalink: *5000*500#
  • Robi: *8444*88#
  • Airtel: *778*39#
  • Teletalk : U লিখে 111 তে সেন্ড করুন

রিচার্জ করতেঃ

  • GP : *555*  গোপন নাম্বার #
  • Banglalink: *123*  গোপন নাম্বার#
  • Robi: *111*  গোপন নাম্বার#
  • Airtel: *787*  গোপন নাম্বার#
  • Teletalk : *151*  গোপন নাম্বার#
  • Citycell: *888

এফএনএফ সেট করতেঃ

  • GP :*2888#
  • Banglalink: *121*4#
  • Robi: *140#
  • Airtel: *121*4#
  • Teletalk : Add লিখে স্পেস দিয়ে নাম্বার লিখে 363 তে সেন্ড করুন
  • Citycell: নাম্বার লিখে 1111 তে সেন্ড করুন

কাস্টমার কেয়ারে ফোন করতেঃ

  • GP :121 ডায়াল করুন
  • Banglalink: 121 ডায়াল করুন
  • Robi: 123 ডায়াল করুন
  • Airtel: 786 ডায়াল করুন
  • Teletalk : 121 ডায়াল করুন
  • Citycell: 121 ডায়াল করুন

উল্টা-পাল্টা এসএমএস সার্ভিস বন্ধ করতেঃ

  • Robi: 1111 লিখে যেই নাম্বার থেকে এসএমএস আসে সেই নাম্বারে সেন্ড করুন।
  • Banglalink: *121*5*1#

  অল ইন ওয়ান মেনুঃ

  • GP : *111#
  • Banglalink: *121#
  • Robi: *140#
  • Airtel: *121#

সৌজন্যেঃ টিপস ওয়ার্ল্ড | ফেসবুকে একটা লাইক দিয়েন।

 

 

 

 

Level 0

আমি আব্দুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস