আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো । আর ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা ।
রমজান মাস কেমন কাটছে? যাবতীয় প্রশান্তি ও রহমতের মাস মাহে রমজান । এ রমজানের হক আদায় করতে পারলে তার চেয়ে সফল ব্যক্তি আর নেই । আর তা না পারলে তার চেয়ে ব্যর্থ ব্যক্তি আর নেই । মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক । আল্লাহ যেন আমাদের রমজান মাসের এ অনাবিল সুযোগ থেকে বঞ্চিত না করেন ।
এবার মূল কথায় আসি, এ রমজানে কোরআন শরীফ খতম দেয়ার প্রতিযোগীতা অনেকের মাঝেই দেখা যায় । কিন্তু সে কোরআন শরীফ খতম দেয়ার প্রথম শর্ত কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারা । ইতিপূর্বে আমি ডিজিটাল পদ্ধতিতে কোরআন শরীফ খতম দেয়ার বিষয়ে বলেছিলাম । আমার টিউনটি ফলো করলে এ কঠিন কাজটি আপনার জন্য সহজ হয়ে যাবে ।
গুগল প্লে স্টোরে আল কোরআনের অনেক রকম এপস পাবেন ।
তাই এপসটি দেখে চেনার জন্য নিচের ছবিটি আপনাকে সহযোগীতা করবে ।
আরেকটি বিষয় হচ্ছে রমজান মাসে সেহরী ইফতার এবং তারাবীহের পাশাপাশি বিভিন্ন কাজের ব্যস্ততায় বাড়তি সময় ম্যানেজ করা কিছুটা কষ্টসাধ্য । তাই সময়ের টানাপোড়ন বিবেচনায় অর্থ সহ কুরআন শরীফ তেলাওয়াত না করে আপাতত শুধু আরবী অডিও পড়ে বা শুনে খতম দিতে পারলে সেটা অনেক ভালো । আর তাই শুধু আরবী ভাষায় তরজুমা ছাড়া এপস হলে নিশ্চয়ই ভালো হয় ।
এপসটির বৈশিষ্ট্য-
১। অত্যন্ত ইউজার ফ্রেন্ডলী
২। কুরআন শরীফের প্রতিটি পৃষ্ঠা উল্টানোর সুযোগ
৩। দেখতে বাস্তব কুরআন এর মতই
৪। সৌদি আরবের জনপ্রিয় কুরআন শরীফের প্রতিচ্ছবি
৫। সূচীপত্রসহ অবিকল সম্পূর্ণ কুরআন
৬। অত্যন্ত স্বচ্ছ ও জীবন্ত প্রিন্টিং
এপসটি এখনই ডাউনলোড করে নিন ।
সবাই ভালো থাকবেন । অনেক অনেক শুভ কামনা রইলো ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
সত্যিই অসাধারণ সুন্দর। ধন্যবাদ।