HSC Admission Result 2015 ২৫ জুন: রেজাল্ট পাওয়ার উপায় দেখুন

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ২৫/০৬/২০১৫ তারিখে এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

একাদশ শ্রেণিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর মধ্যে শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করেছে ৩ লাখ ৬৯ হাজার জন।

গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে এ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছিল। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ সময় ছিল গত রোববার রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। এরপর ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানান, কলেজগুলোর করণীয় সম্পর্কে ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ যেন সেটি দেখে।

Applicants Notice:

  • আবেদন পরবর্তী নির্দেশনা। (Download)

College Notice:

  • ২০১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুক সকল ছাত্র/ ছাত্রীকে “Smart Admission System” এর মাধ্যমেই সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কলেজ/ মাদ্রাসা সমূহকে তাদের প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীকে নিজস্ব ব্যাবস্থাপনায় ভর্তি ফি আদায় সাপেক্ষে অনলাইনে নিশ্চায়ন (Confirmation) করতে হবে। ছাত্র/ ছাত্রী নিশ্চয়নের কাজটি শুধুমাত্র OTP (One Time Password) এর মাধ্যমে করা যাবে। এজন্য প্রত্যেক কলেজ/ মাদ্রাসার অধ্যক্ষ অথবা ভর্তি কমিটি একজন সদস্যের মোবাইল নম্বর একান্ত প্রয়োজন। কলেজ মাদ্রাসা কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। যেকোনো কলেজ/ মাদ্রাসার মোবাইল নম্বর প্রদানের/ সংশোধনের জন্য xiclassadmission.gov.bd এর 'College Section' এ Click করে স্ব স্ব কলেজ/ মাদ্রাসার EIIN নম্বর ও পাসওয়ার্ড (বোর্ড প্রদত্ত) ব্যবহার করে login করতে হবে। অতপর মোবাইল নম্বরটি ২ বার এন্ট্রি পূর্বক Submit করতে হবে।
  • ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া। (Download)

HSC Admission Result 2015 জানার নিয়মঃ
অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে  (xiclassadmission.gov.bd) যে Applicant ID ও User ID ব্যবহার Login করে রেজাল্ট জানতে পারবেন।

Level 2

আমি হাসনাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ 🙂

koi result to pailam na

Amito dekhte partesina. Login click kora jassena