২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ২৫/০৬/২০১৫ তারিখে এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
একাদশ শ্রেণিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর মধ্যে শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করেছে ৩ লাখ ৬৯ হাজার জন।
গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে এ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছিল। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ সময় ছিল গত রোববার রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। এরপর ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানান, কলেজগুলোর করণীয় সম্পর্কে ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ যেন সেটি দেখে।
Applicants Notice:
College Notice:
আমি হাসনাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ 🙂