২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন এর A-Z

২০১৫-১৬ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/সমমান প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণীতে এসএমএস ও অন-লাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ৬ জুন দুপুর ১২ টার পর থেকে থেকে শুরু হয়েছে যা চলবে ১৮ জুন পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা বা ফলাফল প্রকাশ হবে ২৫ জুন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আবেদন প্রক্রিয়াঃ

SMS এর মাধ্যমে যেভাবে ভর্তির আবেদন করবেন-

SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-

CAD <space> ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN<space>ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর <space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর <space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন <space>ভর্তিচ্ছু শিফটের নাম <space>ভার্সন<space>কোটার নাম

এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে।
উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2015 D B FQ

  • এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
  • SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
  • DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
  • 123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
  • 2015-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
  • D- শিফটের নামের প্রথম অক্ষর
  • B-ভার্সন এর প্রথম অক্ষর
  • FQ- মুক্তিযোদ্ধা কোটা)।

আপনার কাঙ্খিত কলেজের EIIN নম্বর জানা না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন অথবা এই লিঙ্ক থেকে দেখে নিন।

ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ

* সাধারন বোর্ডঃ

Science এর জন্য SC

Humanitie এর জন্য HU

Business Studies এর জন্য BS

Home Economics এর জন্য HE

Islamic Studies এর জন্য ISএবং

Music এর জন্য MC লিখতে হবে।

* মাদরাসা বোর্ডঃ

Science এর জন্য SC

General এর জন্য GE

Muzabbid এর জন্য MU লিখতে হবে।

* কারিগরি শিক্ষা বোর্ডঃ

[ HSCVOC (Agro Machinary AM Automobile এর জন্য AU

Building Maintenance and Construction এর জন্য BC

Clothing and Garments Finishing এর জন্য CG

Computer Operation and Maintenance এর জন্য CO

Drafting Civil এর জন্য DC

Electronic Works and Maintenance এর জন্য EW

Electronic Control and Communication এর জন্য EC

Fish Culture and Breeding এর জন্য FC

Industrial Wood Working এর জন্য IW ]

[ HSCBM (Accounting এর জন্য HA

Banking এর জন্য HB

Computer Operation এর জন্য HC

Entreprenuership Development এর জন্য HE)

[ Dip-In-Commerce (Shorthand এর জন্য DS, Accounting এর জন্য DA)] লিখতে হবে।

শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M

Day এর জন্য D

Evening এর জন্য E এবং

ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।

ভার্সনের ক্ষেত্রেঃ

* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।

কোটার ক্ষেত্রেঃ

* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়,

শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।

কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে।

কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।

ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।

আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-

CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER

আবেদন ফিঃ একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানের একাধিক গ্রুপে বা একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে প্রতিবারই ফী বাবদ ১২০ টাকা কেটে নেওয়া হবে

অন-লাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার পদ্ধতি-
আবেদন পদ্ধতি: আবেদনকারীকে নির্ধারিত website- এ (http://www.xiclassadmission.gov.bd) গিয়ে নিচের ছবির মত Apply Online - এ Click করতে হবে।

এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর কোটা, পছন্দক্রম পূরণ করার পর প্রার্থীরা টেলিটক সিমের মাধ্যমে অনলাইনের আবেদন ফী প্রদান করতে পারবে।

টেলিটক সিম এর মাধ্যমে আবেদন ফি প্রদানের পদ্ধতিঃ

অনলাইনে আবেদন এর পর টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। এর জন্য টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এভাবে-

CAD<space>WEB<space>Application ID

এরপর 16222 নাম্বারে সেন্ড করতে হবে।

আবেদন ফিঃ অন-লাইনে সর্বোচ্চ ৫ টি কলেজে আবেদনের জন্য ১৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে আবার ৫টি করলেও ১৫০/- চার্জ করবে। অর্থাৎ এসএমএস এ আবেদন পদ্ধতির মত কলেজ প্রতি আলাদা চার্জ করা হবে না।

আবেদনের সময়সীমাঃ আবেদন করা যাবে ০৬/০৬/২০১৫ থেকে ১৮/০৬/২০১৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

পুনঃনিরীক্ষণের মাধ্যমে যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের জন্য আবেদনপত্র গ্রহনের তারিখ ২১/০৬/২০১৫।

ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ২৫/০৬/২০১৫ তারিখে এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডিতেও প্রকাশ করা হবে।

সংক্ষেপে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির নীতিমালা ২০১৫ঃ  এবার সব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়ে ০১ জুন সোমবার ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

[নীতিমালাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন]

পূর্বে প্রকাশিত এখানে

সৌজন্যেঃ লেখাপড়া বিডি

Level New

আমি আল মামুন মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডাক নাম মুন্না। আমি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ সাইট লেখাপড়া বিডির একজন প্রতিষ্ঠাতা এবং ব্লগার হিসেবে কাজ করছি। পড়াশোনা করছি যশোর সরকারী এম. এম. কলেজে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগে। আশা করি নিত্য নতুন সব তথ্য দিয়ে আপনাদের উপকারে আসতে পারব। আমার পরিচালিত ব্লগগুলো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for details

Online abedon er copy ta ki print korte hobe?vorti hote ki dorkar porbe?

“অন-লাইনে সর্বোচ্চ ৫ টি কলেজে আবেদনের জন্য ১৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে।”
তার মানে হচ্ছে পাঁচটি কলেজে আবেদনের জন্যে খরচ হবে ১৫০ টাকা। নাকি প্রতি কলেজ ১৫০ টাকা হারে ধরা হবে?

আবেদন ফিঃ একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানের একাধিক গ্রুপে বা একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে প্রতিবারই ফী বাবদ ১২০ টাকা কেটে নেওয়া হবে।
এখানে আমি আলাদা করে কতগুলো কলেজে আবেদন করতে পারবো, প্রতিটি কলেজে আলাদা করে আবেদন করতে হবে নাকি? একেবারে করা যাবে না? আর প্রতিটি কলেজের আবেদন ফি বাবদ ১২০ টাকা কেটে নেয়া হবে নাকি?
তাহলে, ওয়েব সাইটের মাধ্যমে করাই তো লাভজনক।
একটু জানাবেন বিস্তারিত।

vai online e abedoner kettre 5 ti college e abedon korleo 150tk abar 1ta college e abedon korleo 150tk

SSC/Equivalent Examination Information দেওয়ার পরে next করলে

(Sorry,
The Information provided by the applicant is either wrong or we don’t have
his/her information.
For assistance, please contact with the below given numbers.)

এই মাসেজ টা দেখাচ্ছে
এই টা কিভাবে সল্যুশন করা যায় বলবেন কি ?

১/ যদি একটাতেও চান্স না পাই তাহলে কি করব?

২/ সাধারন কলেজর খেত্রে কি সরাসরি কলেজে গিয়ে কি এডমিট হয়া যাবে?

৩/ দেশের সকল কলেজেই কি এভাবে আবেদন করতে হববে?

    @এক্সেপশনাল তন্ময়: যদি কোনো শিক্ষার্থী আবেদনে উল্লেখ করা ৫টি কলেজের কোনোটিতেই ভর্তির যোগ্য হলো না, সে ক্ষেত্রে আসন শূন্য থাকা কলেজে ভর্তি হতে পারবে।

আবার try করেন,আমাকেও এ রকম দেখাচ্ছিলো।

Application id not found….aitar solution ki.?? keu janen.???

ভাই আমাকে কি অনলাইনে ৫টি কলেজই সিলেক্ট করে দিতে হবে? আর আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি, তাই আমি কি শুধু ২১ তারিখে আবেদন করবো?

সব কিছুই ঠিকঠাক ।

অনলাইনে আবেদন করলাম এবং সফলও হলাম । টেলিটক সিম দিয়ে টাকা পরিশোধ করলাম । যথারিতি পরিশোধ হয়ে গেল ।

কিন্তু কথা হচ্ছে, ব্যালেন্স থেকে এখনো টাকা কেটে নিচ্ছে না ।

ami regestration korchi . taka o pay korchi . ekhon j password disi sei passowrd ta amar mone nai . likhe o rakhi nai . ekhon kono vabe ki oi password ta recover kora jai na . plz help . help any one . ami amar copy ta print o korte pari na . some1 help ……………

অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ…

আমি কি অনলাইন ও টেলিটক মোবাইল sms দুই মাধ্যমেই আবেদন করতে পারব..??

মানে প্রথমে অনলাইনে ৫ টা কলেজ দিলাম।
আর sms এর মাধ্যমে আরও কয়েকটা কলেজে দিলাম…

একটি টেলেটক সিম থেকে দুইজনের পেমেন্ট কি পর পর যথাক্রমেপরিশোধ করা যাবে? জানাবেন দয়া করে।

    @জয় সরকার: আমার জানা মতে কোন সমস্যা নেই

      @আল মামুন মুন্না: গত ০৬/০৬/২০১৫ তারিখে http://www.xiclassadmission.gov.bd/ এই ওয়েব সাইট থেকে এইচ.এস.সি ভর্তির জন্য আবেদন করি এবং যথারিতি টাকা পরিশোধ করি কিন্তু একদিন পর মনে হল পছন্দক্রম থেকে দুটো কলেজ পরিবর্তন করা দরকার ।
      এবং ওই দুইটি কলেজ পরিবর্তন করে নতুন দুটি কলেজের EIIN প্রবেশ করাই এবং আপডেট করি । আপডেট করার পর দেখা গুলো Choice List এ দেয়া কলেজগুলো লাল রংয়ের হয়ে আছে (মানে টাকা পরিশোধ করা নেই)। ভেবেছিলাম আপডেটের জন্য হয়তো আবার টাকা পরিশোধ করতে হবে এজন্য লাল হয়ে আছে । তাই মোবাইল থেকে আবার টাকা পাঠানোর জন্য এস.এম.এস. করি কিন্তু এস.এম.এস. এ দেখানো হয়
      “MD.MOSHARAF TANVIR, payment completed for application ID 1017***. Money receipt : *******”

      কিন্তু ওয়েবসাইট থেকে চেক করলে দেখা যায় কলেজগুলো লাল হয়ে আছে । মানে টাকা পরিশোধ করা হয়নি । ব্যালেন্স থেকেও টাকা কেটে নিচ্ছে না ।

    Level 0

    @জয় সরকার: আপনি ১ জনের পেমেন্ট নয় বাংলাদেশের সকল শিক্ষার্থী পেমেন্ট দিতে পারবেন এক টেলিটক সিম দিয়ে… কোন সমস্যা নাই..

Board, District , Collage, shift , Version egula fill up korar por Group e click korle science/commers ei option ashe na.. Just HSCBM option ashe keno???