২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন পদ্ধতি

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই?

আশাকরি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহ্‌র রহমতে ভালই আছি।

যারা ২০১৫ সালে এস.এস.সি / সমমান পরীক্ষা দিয়েছেন তারা ইতোমধ্যেই ফলাফল পেয়েগেছেন। এখন সকলে অপেক্ষায় আছেন উচ্চ শিক্ষার জন্য একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার। তাই আপনাদের সামনে নিয়ে এলাম ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন পদ্ধতি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/সমমান প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণীতে এসএমএস ও অন-লাইনে ভর্তির আবেদন করা যাবে ।

SMS এর মাধ্যমে যেভাবে ভর্তির আবেদন করবেন-

SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক্ প্রি-পেইড সংযোগ থেকে করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-

CAD <space> ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN<space>ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর <space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন <space>ভর্তিচ্ছু শিফটের নাম <space>ভার্সন<space>কোটার নাম লিখে মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে ।

উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2015 D B FQ 

(এখানে  696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN, SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC),DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর,123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর,2015-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন,D- শিফটের নামের প্রথম অক্ষর,B-ভার্সন এর প্রথম অক্ষর,FQ-মুক্তিযোদ্ধা কোটা) । 

ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ

* সাধারন বোর্ডঃ Science এর জন্য SC, Humanitie এর জন্য HU, Business Studies এর জন্য BS, Home Economics এর জন্য HE, Islamic Studies এর জন্য IS, এবং Music এর জন্য MC লিখতে হবে।

* মাদরাসা বোর্ডঃ Science এর জন্য SC, General এর জন্য GE, Muzabbid এর জন্য MU লিখতে হবে।

* কারিগরি শিক্ষা বোর্ডঃ [ HSCVOC (Agro Machinary AM Automobile এর জন্য AU, Building Maintenance and Construction এর জন্য BC, Clothing and Garments Finishing এর জন্য CG, Computer Operation and Maintenance এর জন্য CO, Drafting Civil এর জন্য DC, Electronic Works and Maintenance এর জন্য EW, Electronic Control and Communication এর জন্য EC, Fish Culture and Breeding এর জন্য FC, Industrial Wood Working এর জন্য IW ] [ HSCBM (Accounting এর জন্য HA, Banking এর জন্য HB, Computer Operation এর জন্য HC, Entreprenuership Development এর জন্য HE) [ Dip-In-Commerce (Shorthand এর জন্য DS, Accounting এর জন্য DA)] লিখতে হবে।

  শিফটের ক্ষেত্রেঃ 

*Morning এর জন্য M, Day এর জন্য  D, Evening এর জন্য E এবং ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।

ভার্সনের ক্ষেত্রেঃ 

* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে। 

কোটার ক্ষেত্রেঃ

* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে। কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে। কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।

ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে-  CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER. 

 

একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানের একাধিক গ্রুপে বা একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে প্রতিবারই ফী বাবদ ১২০ টাকা কেটে নেওয়া হবে। 

অন-লাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার পদ্ধতি-

অন-লাইনে সর্বোচ্চ ৫ টি কলেজে আবেদনের জন্য  ১৫০/- টাকা  আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদনকারীকে নির্ধারিত website- এ (www.xiclassadmission.gov.bd) যেয়ে Apply Online -এ  Click করতে হবে; এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর কোটা, পছন্দক্রম পূরণ করার পর প্রার্থীরা টেলিটক সিমের মাধ্যমে অনলাইনের আবেদন ফী প্রদান করতে পারবে। এর জন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এভাবে-

CAD<space>WEB<space>Application ID লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে।

 আবেদন করা যাবে ০৬/০৬/২০১৫ থেকে ১৮/০৬/২০১৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

পুনঃনিরীক্ষণের মাধ্যমে যাদের ফলাফল পরিবর্তন হবে তাদের জন্য আবেদনপত্র গ্রহনের তারিখ ২১/০৬/২০১৫।

ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম ২৫/০৬/২০১৫ তারিখে এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অনেক কষ্ট করে এতোবড় টিউন করলাম, আশা করি সকলেই উপকৃত হবেন। আরও কিছু জানতে চাইলে টিউমেন্ট করুন অথবা ফেসবুকে যোগাযোগ করুন।

লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে

>>>>ফেইসবুক এ আমি<<<<


  

Level 0

আমি সালমান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই, জানা দরকার ছিল আমার।

বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ । অনলাইনে আবেদনের ক্ষেত্রে টেলিটক বাদে অন্য কোন অপারেটর থেকে টাকা পরিশোধ করা যাবে কি ?

vai apnake lakho lakho dhonnobad.

Full tune clearly bujte perechi tai Thanks

Thanx vai

5 ta college ee jodi chance naa pai tahole ki hobe vai ???????????????????????????????????????????????????????? abar abedon korar ki tym thakbe?????????????

বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ ।

অনলাইনে আবেদনে যদি 5 টি কলেজের মদ্ধে একটিও তে চান্স না পাই, তাহলে কি করব?
আমি কি কোন কলেজের সাথে ডিরেক্ট যোগাযোগ করে এডমিট হতে পারি?
আর বাংলাদেশের সব কলেজেই কি অনলাইনে আবেদন করা যাবে?

প্লিজ উত্তর দিন!!!

    @এক্সেপশনাল তন্ময়: উনি কোন উত্তরই দিতে পারবে না । কারণ কপি করা টিউন । এটা উনার নয় ।

    @এক্সেপশনাল তন্ময়: পোষ্টের শুরুতেই এই বিষয়ে বলা আছে, তারপরেও আবার বলছি “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/সমমান প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণীতে এসএমএস ও অন-লাইনে ভর্তির আবেদন করা যাবে ।”
    সরকারের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানগুলোতে আপনি চাইলে সরাসরি ভর্তি হতে পারবেন। ধন্যবাদ 🙂

    @এক্সেপশনাল তন্ময়: পোষ্টের শুরুতেই এই বিষয়ে বলা আছে, তারপরেও আবার বলছি “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/সমমান প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণীতে এসএমএস ও অন-লাইনে ভর্তির আবেদন করা যাবে ।”
    সরকারের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানগুলোতে আপনি চাইলে সরাসরি ভর্তি হতে পারবেন। ধন্যবাদ 🙂

ধন্যবাদ।

(www.xiclassadmission.gov.bd) যেয়ে Apply Online -এ Click করতে হবে;

আমাকে দেখান ঐ ওয়েবসাইটের কোথায় লিখা আছে “Apply Online” ?

    @মোশারফ তানভির: এটা ওয়েবসাইটের প্রব্লেম, আপনি educationboardresults এর ওয়েবসাইটে দিয়ে দেখতে পারেন সেখানকার নির্দেশনাতে কি বলা আছে।

    @মোশারফ তানভির: আর আপনি পোস্ট টা ভালোভাবে পড়েছেন নাকি চোখে টিনের চশমা পরেন? পোস্ট এ তো বোল্ড করে লেখা আছে “আবেদন করা যাবে ০৬/০৬/২০১৫ থেকে ১৮/০৬/২০১৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।”
    তাহলে এখন ঐ লিঙ্কে ক্লিক করলে কি কাজ হবে??

এর পর প্রাইমারি শিক্ষক নিয়েগ পরিক্ষার অনলাইনে আবেদন করার নিয়ম নিয়ে বিস্তারিতো টিউন চাই।

ধন্যবাদ ভাই ।।

আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

Apply Online option ti nai vaiya…..
plz check now
http://www.xiclassadmission.gov.bd

ভাই, ৫ টার মধ্যে কি ndc থাকবে?????নাকি ndc এর জন্য আলাদা ফরম তুলতে হবে????

@ সালমান খান

খুবই দরকারি একটা টিউন। আশা করি এ থেকে অনেকেই উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে।

টিউনটি করার জন্য অনেক ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাই! 🙂

যারা বাউবি হতে এসএসসি পাশ করেছে তারা কি আবেদন করতে পারবে? কিংবা তাদের জন্য কোন পন্থা রয়েছে, পরামর্শ দিলে উপকৃত হই।-ধন্যবাদ

আমি একটা জিনিস বুজতে পারছি না, সেটা হল ”পাঁচটি কলেজে ভর্তি আবেদন করতে হবে কেনো?”

যেকোন একটি কলেজে আবেদন করলে কি হবে না?

ভাই প্লিজ বলেন… 🙁