আসালামুয়ালাকুম,
আজ আমি কোন বিজ্ঞান ভিত্তিক টিউন নিয়ে হাজির হইনি । হয়েছি আমার টেকটিউনের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে ।
২০১৩ সালের প্রথম দিকে আমি প্রথম আমার ল্যাপটপ কিনি । তখন আমি বুঝতাম শুধু গুগুল । সেখানে আমি একদিন লেখি AVG Serial Key . তখন গুগুল আমাকে টেকটিউনের কথা বলে সেই থেকে আজ অবধি আমি প্রতিদিন ফেবু তে না ঘুরে আসলে কিন্তু টেকটিউন এ প্রতিদিন ঘুরে আশি । একসময় দেখতে দেখতে কিছুটা শিখে পোস্ট করতে চাইতাম কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ থাকায় পারি নি ।
আজ আমি একটা পোস্ট লিখলাম কি কারনে তা বন্ধ করে দেয়া হল যানি না । তবে আমি আবার চেষ্টা করলাম ।তবে এইবার আমি সফল । আমার সফলত
৪ ঘন্টায় ৪ হাজার এর অধিক বার পৃষ্ঠা দর্শন।নাম না জানা অনেক ভাইয়ের কল ।কার্ ও সাহায্য করতে পেরেছি কারও পারিনি । যাদের পারিনি তাদের কাছে ক্ষমা চাচ্ছি । যাদের পরেছি তাদের কাছে দোয়া চাচ্ছি । তবে অনেক ভাই মিস্টি খাওয়াতে চাইছেন এর চেয়ে খুশির আর কি হতে পারে ।
আমি একজন নতুন টিউনার আমি আপনাদের সাহায্য চাই ।
আমার পোস্ট গুলোর ভাল দিক খারাপ দিক জানাবেন ।
পরিশেষে বলতে চাই টেকটিউনের কিছু ভাইদের সালাম ,টিউনার প্রবাসী ,হোসাইন আহাম্মদ, গেমওয়ালা ,হাসান জোবায়ের , ব্লগার মারুফ , সেন্টু ভাই , সানিম মাহবীর ফাহাদ , জাহিদ ইসলাম , জিরো গ্রাভিটি আর্ অনেক ভাই ।
আমি আপনাদের মত মনে হয় কখনো লিখতে পারবো না তবে দোয়া রাখবেন যেনো ভাল লেখা লিখতে পারি। আল্লাহ হাফেজ । সবাই ভাল থাকবেন ।
আমাকে পাবেন fb/sumit.ahmed3
আমার ব্লগঃhttp://ohmsumit94.blogspot.com/
আমার পেইজঃ fb/ohmsumit94
আমি সুমিত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও আপনার মতো টিকটিউনসকে গুগোল থেকে পেয়েছি