(ধন্যবাদ টেকটিউন) তুমি বেচে থাক চির দিন

আসালামুয়ালাকুম,

আজ আমি কোন বিজ্ঞান ভিত্তিক টিউন নিয়ে হাজির হইনি । হয়েছি আমার টেকটিউনের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে ।

২০১৩ সালের প্রথম দিকে আমি প্রথম আমার ল্যাপটপ কিনি । তখন আমি বুঝতাম শুধু গুগুল । সেখানে আমি একদিন লেখি AVG Serial Key . তখন গুগুল আমাকে টেকটিউনের কথা বলে সেই থেকে আজ অবধি আমি প্রতিদিন ফেবু তে না ঘুরে আসলে কিন্তু টেকটিউন এ প্রতিদিন ঘুরে আশি । একসময় দেখতে দেখতে কিছুটা শিখে পোস্ট করতে চাইতাম কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ থাকায় পারি নি ।

আজ আমি একটা পোস্ট লিখলাম কি কারনে তা বন্ধ করে দেয়া হল যানি না । তবে আমি আবার চেষ্টা করলাম ।তবে এইবার আমি সফল । আমার সফলত

৪ ঘন্টায় ৪ হাজার এর অধিক বার পৃষ্ঠা দর্শন।নাম না জানা অনেক ভাইয়ের কল ।কার্ ও সাহায্য করতে পেরেছি কারও পারিনি । যাদের পারিনি তাদের কাছে ক্ষমা চাচ্ছি । যাদের পরেছি তাদের কাছে দোয়া চাচ্ছি । তবে অনেক ভাই মিস্টি খাওয়াতে  চাইছেন এর চেয়ে খুশির আর কি হতে পারে ।

আমি একজন নতুন টিউনার আমি আপনাদের সাহায্য চাই ।

আমার পোস্ট গুলোর ভাল দিক খারাপ দিক জানাবেন ।

 

পরিশেষে বলতে চাই  টেকটিউনের কিছু ভাইদের সালাম ,টিউনার প্রবাসী ,হোসাইন আহাম্মদ, গেমওয়ালা ,হাসান জোবায়ের , ব্লগার মারুফ , সেন্টু ভাই  , সানিম মাহবীর ফাহাদ , জাহিদ ইসলাম , জিরো গ্রাভিটি আর্ অনেক ভাই ।

আমি আপনাদের মত মনে হয় কখনো লিখতে পারবো না তবে দোয়া রাখবেন যেনো ভাল লেখা লিখতে পারি। আল্লাহ হাফেজ । সবাই ভাল থাকবেন ।

আমাকে পাবেন fb/sumit.ahmed3

আমার ব্লগঃhttp://ohmsumit94.blogspot.com/

আমার পেইজঃ fb/ohmsumit94

ফলো করতে পারেনঃhttps://twitter.com/sumit_ahmed

Level 0

আমি সুমিত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও আপনার মতো টিকটিউনসকে গুগোল থেকে পেয়েছি

টেকটিউনসকে অনেক কৃতজ্ঞ জানাই। অনেক বিপদে পাশে এসে দাড়িয়েছে এই টেকটিউনস। তাই তোমার কাছে আমরা চির ঋণী।

অনেক কিছু দিয়েছে টেকটিউনস

thanks techtunes