চলেন ডার্ক ওয়েব এর কিছু অংশ থেকে ঘুরে আসি, আসলে কি কি সম্ভব সেখানে (ডাউনলোডেবল ভিডিও টিউন)

ডার্ক বা ডিপ ওয়েব সম্পর্কে যাদের নুন্যতম ধারনাও আছে তাদের কাছে যায়গা টা এখনো অনেক বেশী রহস্যময়। কি আসলে থাকে সেখানে, কি হয় সেখানে এমন নানা প্রশ্ন ঘোরে অনেকের মাথায়। সো আমি প্ল্যান করলাম ঘুরিয়ে আনি আপনাদের ইন্টারনেটের গোপন যায়গা টা থেকে, যেখানে অনেক কিছুই খুবি স্বাভাবিক যা পাবলিক ওয়ার্লড ওয়াইড ওয়েবে সম্ভব না।

এ সম্পর্কিত আমার আগের টিউন্সঃ

  1. ডার্ক বা ডিপ ওয়েব, রহস্যের হাতছানী ( পর্ব ১)
  2. ডার্ক ওয়েব , রহস্যের হাতছানী ( পর্ব ২ ) যেভাবে ঢুকবেন

আনুমানিক রাত ৪ টার দিকে আমি একটা স্ক্রিন রেকর্ডার এপ ওপেন করে শুরু করি রেকর্ডিং, আর এখন এইতো লিখছি।
টেকটিউন্স এ ভিডিও এমবেড করে দেয়ার চেষ্টা করলাম, হলো না, সো আপাতত ইউটিউব লিঙ্ক নিয়েই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যারা পরে দেখবেন , স্লো নেট বা মোবাইল ইউজার হবার কারনে লাইভ দেখতে পারবেন না, তাদের জন্য ডাউনলোড লিঙ্ক ও দিয়ে দিচ্ছি সাথে।
হ্যা অনেকেই জানেন, ঘোরেন, দিনের ম্যাক্সিমাম সময় ডার্কে কাটান। বাট অনেক ইউজার বা পাঠক ই মোবাইল ইন্টারনেট ইউজার হবার কারনে কোন চোখে দেখা ধারনা পান নাই এ বিষয়ে, সো ডাউনলোড করে দেখে নিতে পারেন। কেমন লাগবে জানি না, কজ আমার এ ধরনের ভিডিও বানাবার অভিজ্ঞতা তেমন নাই।

দা জার্নি টু ডার্ক ওয়েব

Youtube: https://www.youtube.com/watch?v=YNOFGtsMd7g&feature=youtu.be

 

মোবাইল ইউজার বা ডাউনলোডের জন্য লিঙ্ক

এখানে ডাউনলোড করুন , কোন ফরমেট আপনার ডিভাইসে সাপোর্ট করবে নেন। একটু ভালো প্রিন্ট নেন সাইজ বড় হলেও, খুটিনাটি এড়িয়ে যাবার সম্ভাবনা কমবে তাতে
ডার্ক ওয়েব নিয়ে আমার বছর দেড়েক আগে লেখা দুটা টিউনের লিঙ্ক করে দিচ্ছি সাথে। এ সম্পর্কে কোন ধারনা না থাকলে পড়ে রাখতে পারেন, অফকোর্স কাজে লাগবে। ধন্যবাদ।

আমি ফেইসবুক [] টুইটার []

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর হয়েছে, পার্সোনালি বলতে বললে বলবো, খানিকটা বিরক্ত লাগলো!

অওসাম হইছে ………. নরমালি ফার্স টু লাস্ট যেভাবে একজন ডার্কওয়েব ভিজিট করবে সভোবেই ভিজিট কইরা দেখাইছেন…..

এই আন্ধার দুনিয়াটা সম্বন্ধে জানা ছিল……প্রথম প্রথম কিছু স্মাগলিং সাইট কিংবা কিলার ভাড়া করার সাইটে ইতি উতি তাকাতাম…..কথাবার্তাগুলো পড়ে মজাও লাগত আবার ভয়ও……সবচেয়ে ভাল লাগে ওদের পেইজের সাধারণত্ব…..কোন রং ঢং নেই অথচ থমথমে একটা পরিবেশ 🙁

ভিডিওটা ভালই লাগল…..তবে ওই দুনিয়ায় হ্যাকিং ছাড়া শেখার আর কোন উপাদান বহাল আছে কিনা যদি বান্দাদের জানাতেন……বোঝেনই তো- অলস মানুষ!!…….খড়ের গাদায় সুঁই খুঁজতে মন চায় না 😆

Thanks for share