অ্যানোনিমাস (হ্যাক্টিভিস্ট) বা Anonymous রা আসলে কে বা কারা ?

হ্যাকার শব্দ টা শুনলেই আমাদের সামনে একটা মুখস পড়া মুখ ভেসে উঠে , না ? আসলে মুখ টা যার, সে কোনকালেই হ্যাকার ছিলো না, যাহোক যে ফেইস টা আমরা দেখি ফেইস টা এনোনিমাসের অফিশিয়াল বা সবথেকে বেশী ব্যাবহৃত দেখা যায় এমন চিহ্ন। আমি জানি অনেকেই এ নিয়ে হয়তো জানেন, লিখেছেন ও অনেকে। বাট আমি এই আর্টিকেল টাকে ইউনিক বলবো , ভেতর থেকে লেখা ভাবতে পারেন। আপনাদের কিছু ভুল ধারনা থেকেও সরানো দরকার।

কারা এনারা?

ওকে, খুলে বলতে গেলে অ্যানোনিমাস একটা হ্যাক্টিভিস্ট মানে, হ্যাকার দের গ্রুপ । এখানে একটু ছোট্ট কথা আছে, অ্যানোনিমাস আসলে একটা গ্রুপ বলে আমরা জানলেও আসলে অ্যানোনিমাস কোন গ্রুপ না, এটা একটা মতবাদ বা বিশ্বাস। একজন অ্যানোনিমাস হ্যাকার নিজেকে এই দলের একজন সদস্যা ভাবেন, এবং কোন রকম লাভের চিন্তা না করেই কাজ করে যান নিজের অবস্থান থেকে ।

আচ্ছা মতবাদ টা আসলে কি ?

মুল একটা মতবাদ বলতে গেলে বিপদে পড়তে হবে। খুলেই বলা যাক, অ্যানোনিমাস অন্যায় সহ্য করে না, অ্যানোনিমাস প্রতিবাদ করে, অ্যানোনিমাস ওপেন ওয়ার্লড এর সপক্ষে, অ্যানোনিমাস মানুষের প্রাইভেসী তে বিশ্বাস করে। অ্যানোনিমাস যুদ্ধ করে সত্যের পক্ষে।

ধরা যাক কোন একটা কম্পানী কোনভাবে দুর্বল কোন গ্রুপ বা খোদ একটা দেশের সাথে অন্যায় করতেছে, তারা অফকোর্স অ্যানোনিমাসের চোখে অপরাধী। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, তাহলে বুঝবেন,

গেলবার বিশ্বকাপ ফুটবল হলো ব্রাজিলে , তাই না ? তো ব্রাজিলের মানুষ নিজেদের হাজার হাজার সমস্যায় বাচে না, খুব বেশী অভাবে বাস করে, তাদের দিকে সরকারের লক্ষ্য নাই, এদিকে বিশ্বকাপের জন্য বিলিওন বিলিওন ডলার খরচ করে ফেললো। ব্যাপার টা অ্যানোনিমাসের কাছে অন্যায় মনে হলো, সো প্যারা খাওয়া শুরু করলো ব্রাজিলের প্রতিটা সরকারী সাইট, খোদ ফিফার সাইট, সুধু তাই না, যেই যেই কম্পানী সেবার স্পন্সর ছিলো সবাই ফেস করলো অ্যানোনিমাস কি জিনিষ।

anonymous in Bangladesh

আচ্ছা অ্যানোনিমাস আসলে করে কি ?

সোজা উত্তর , হ্যাক করে। ডীডস করে একটা সাইট বন্ধ করে দেয়া আসলে প্রথম ধাপ। অ্যানোনিমাস হ্যাকার রা নিজেদের যায়গায় সেরাদের একেকজন বলেই জানি। তারা গোপন ক্লাসিফাইড তথ্য ফাস করে দেয়, ইভেন জুলিয়াস এ্যাসাঞ্জ নাম টা তো চেনেন, অ্যানোনিমাস এর পুর্ন সাপোর্ট ছিলো তার উপর। তিনি গ্রেপ্তার হবার প্রতিবাদ এ এনোনিমাস যা করছে তাও মনে হয় এ লাইনের সবাই জানেন।

অ্যানোনিমাস ওপেন সোর্স সবকিছুকেই প্রমোট করে, লিনাক্সের মত ওপেন সোর্স অপারেটিং সিস্টেম গুলোকে সবসময় ই নানা ভাবে সাপোর্ট দিয়ে আসছে এণোনিমাস। ইভেন নিউবি হ্যাকার দের অতি ফেভারেট টুল LOIC বা Low Orbit Ion Cannon অ্যানোনিমাসের এক প্রগ্রামার এর করা।

আর সবথেকে বড় যেটা করা, প্রতিটা অন্যায়ে রাস্তায় নেমে আসে এনোনিমাস,

A protester wears a Guy Fawkes mask as he marches down a street during the "Occupy Toronto" movement in Toronto, October 17, 2011. REUTERS/Mark Blinch (CANADA - Tags: BUSINESS POLITICS)

প্রতিবার ই কজন করে জেল খাটে, থেমে যায় না, গলার আওয়াজ কমিয়ে দেয় না।

আচ্ছা এনোনিমাস আসলে কারা ?

কেউ জানে না, সোজা উত্তর টাই দিলাম। পুরো দুনিয়াব্যাপী ছরিয়ে আছে এদের মেম্বার, তাদের সংখ্যা লাখের উপরে। যারা ধরা পড়েন তাদের কাছ থেকেও তেমন কোন তথ্য পাওয়া যায় না। কারন টা সিম্পল তারা নিজেরাও জানেন না আসলে এ গ্রুপ টার মুল টা কোথায়।

আর এ পর্যন্ত যতজন গ্রেপ্তার হয়েছেন, দেখা গেছে সবাই ই মেম্বার, কারো প্ররচোনায় না, অন্যায় মনে হবায় নিজ অবস্থান থেকে প্রতিবাদ করেছেন সবাই।

নেতা কে ?

আবার সিম্পল উত্তর, কেউ না। এজন্য আমাদের দেখতে হবে এদের অফিশিয়াল লোগোর দিকে।

Anonymous Official Logo

দেখেন মানুষ টার কোন মাথা নাই। বুঝে গেছেন মানে টা ? অ্যানোনিমাস এর কোন নেতা নাই, এখানে সবাই নেতা, সবাই যুদ্ধের ডাক দিতে পারেন। অন্যদের কাছে যৌক্তিক মনে হলে কাধে কাধ মেলান। এভাবেই গ্রুপ টা কাজ করে।

আরো লিখবো, অনেক দিন লেখি না, কেমন যেনো হচ্ছে লেখা। পরের পর্বে আরো চরম কিছু তথ্য থাকবে আশা করতেছি, সে পর্যন্ত ধন্যবাদ।

মুল লেখার সোর্সঃ অ্যানোনিমাস, সৌজন্যে ফাজলামী ডট কম

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন পরে দেখলাম আপনারে techtunes এ !!

ধন্যবাদ…

লেখাটা পড়ে অসাধারণ লাগল, চালিয়ে যান।

সরল সাবলীল মন্তব্যের লেখাটা শুরু না করতেই শেষ করে দেয়াতে কষে মাইনাস…..কেন যে ঝাঁপিটা অর্ধেক খোলেন 😆

সত্যি বলতে, কয়েক বছর ধরে হ্যাকারদের এরকম সংগঠনের অভাব বোধ করছিলাম মনে মনে…..এ পর্যন্ত ওদের একটা কাজও আমার কাছে অযৌক্তিক মনে হয়নি…..এদের ভয়-শ্রদ্ধা দু’টোই করি…..ওদেরকে দেখলেই মনে পড়ে Die Hard 4- Live Free or Die Hard (2007) মুভিটার কথা- সব কোডাররা কোড সাবমিট করে….কিন্তু কার কাছে যে ‘মুরগী বর্গা দিচ্ছে’ জানে না 😉 দুর্দান্ত লাগে কাজকর্মগুলো…..অ্যানোনিমাস আসলে একটা Anarchy :mrgreen:

টিউনের জন্য ধইন্যার সুবাস 🙂

****টাইপো: মুখস->মুখোশ, মুল->মূল, সুধু(এটা প্রাচীন)->শুধু, জুলিয়াস->জুলিয়ান, পুর্ন->পূর্ণ, প্ররচোনায়->প্ররোচনায়…..এগুলো কিন্তু যথেষ্ট ভুগিয়েছে 👿 পরবর্তীতে আরেকটু সতর্ক থাকবেন আশা করি।

    @নিওফাইট নিটোল: এই মেরে ফেলছে, এমন টিউনমেন্ট ৪ বছরের ব্লগিং ক্যারিয়ারে পাই নাই। কমাস পরে কিবোর্ড হাতে নেয়া , ভুলত্রুটির জন্য ক্ষমা চাইতে তিতা লাগে,আমরাই তো। ধন্যবাদ আপনাকেও, আগ্রহ দিলেন

    @নিওফাইট নিটোল: মন্তব্য সামুর গন্ধ পাইলাম বোধকরি, নিক কি ?

    @নিওফাইট নিটোল: আর বানানের ব্যাপার গুলো, we talk with codes, sorryyyyy

      @শিমুল শাহরিয়ার: মাইরালছেন তো আপনি উল্টো আমাকে….প্রথম লাইনেই যে আমি ফাঁইসা গেছি সেটা বুঝেছি….রতনেই রতন চেনে……সামুর গন্ধ গায়ে থাকলেও বেশ কয়েক জায়গায়ই ঢুঁ মারি- মাঝে মাঝে কমেন্টাই কিন্তু পোষ্টাইনা (সেজন্য তো আপনারাই আছেন 😉 )…..সে হিসেবে কিছুটা অসামাজিক আপনি না জনাব বরং আমিই :mrgreen:

      জনপ্রিয় টেক ফোরামগুলোতেও (stackoverfow, codeproject) দেখবেন native বা non-native রা সাধারণ লেখাতেও কোন ভুল প্রায়শই করে না….কোড যতই লিখুক, প্রবলেম তুলে ধরতে ভুল লেখা লিখলে পড়তে গিয়ে হাসির বদলে মেজাজটা কিছুটা খারাপ হয়-ই……তো native-দের কেমন লাগে বলেন? আমার এক ফ্রেন্ড codeproject-এ ভাল একটা আর্টিকেল ভুল কয়েকটা বানানে লিখেছিল……non-native একজনই পরে কমেন্টে তাকে মিষ্টি ঝাড়ি মেরেছিল 🙂 ……বলা অতি আবশ্যক, এতজনের ভীড়ে ঝাড়িদাতা কিন্তু একজনই ছিল 😆

      আচ্ছা, ভাষার উপমা কিংবা কঠিন বানানগুলো থেকে কোডারদেরকে “নি:শর্ত মুক্তি” দেয়া যায়- তীব্র বেগে ঘাড় ঝাঁকিয়ে সেটা মেনে নিলুম :mrgreen: কিন্তু সাধারণ মামুলি বানানের ব্যাপারে অপরাধটা কোনভাবেই “জামিনযোগ্য নয়”……না হয় আমরাই দেখলাম- কিন্তু কোন fellow টিউনার যখন লেখাটা পড়বে- একজন জনপ্রিয় টিউনারের কাছ থেকে তখন কি মেসেজ যাবে তার কাছে? ❓ কিংবা “বাইরের কেউ পড়লে”?

      তাই বান্দার আরজি হল we talk with codes, we play with codes…..but we lie in lap of mother tongue 😀