بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
কী কেমন আছেন সবাই? যদি আপনি টিটিকে ভালবাসেন তাহলে আমার মনে হয় আপনি ভাল নেই, কারন টিটির যে অবস্থা। এই অবস্থায় আপনি ভাল থাকেন কিভাবে? যাক আসল কথায় আসা যাক……
আজকের টিউনে যা ভাবতে হবে এক নজরে দেখে নেয়া যাক….
১। প্রথমেই ভেবে নিন স্ক্যাম আমাদের কতটুকু উপকার বা ক্ষতি করছে
২। এরপর ভাবুনতো নকল কি বা কতটুকু উপকার বা ক্ষতি করছে
৩। এখন ভাবুন ঢোল-পিটানোতে কী কোন লাভ বা ক্ষতি আছে?
আসলে আমি খুব ভাল টিউনার না তবুও লিখতে চেস্টা করি। পড়ুন একটু হলেও ভাল লাগবে। তো বিস্তারিত শুরু করা যাক।
১। প্রথমেই ভেবে নিন স্ক্যাম আমাদের কতটুকু উপকার বা ক্ষতি করছে
“চোখটা বন্ধ করে একটু ভাবুন টিটি হল একটি স্কুল/কলেজ, মেহেদী ভাই হেড প্রীন্সিপাল, মডরেটররা হল সি আই, টিউনাররা হল শিক্ষক/শিক্ষীকা, যারা টিউন পড়েন তারা ছাত্র/ছাত্রী”। আচ্ছা কখনো কী দেখেছেন কোন স্কুল/কলেজের শিক্ষক/শিক্ষীকাদের TC দেওয়া হয়? আমার মনে হয় আপনি তা দেখেননি। তাহলে টিটি কাদেরকে TC দেয় টিওনারদের নাকি স্ক্যামারদের? এক কথায় স্ক্যামারদের। স্ক্যাম করে কেও কখনো সম্মানিত হতে পারে না। স্ক্যাম করে লাভ হয় না বললেই চলে।
টিটি দিয়েই একটা উদাহরণ দেই,
আমার দেখা মতে টিটিতে বেশির ভাগ স্ক্যাম করে সাইটে ভিসিটর নেওয়ার জন্যে। আমার প্রশ্ন হল স্ক্যাম করে কী সত্যি ভিসিটর পাওয়া যায়? উওরঃ পাওয়া যায়। কিন্তু তা স্থায়ী হয় না। ধরুন স্ক্যামিং করে দিনে ১০০ জন ভিসিটর পেলেন। এর মধ্যে ১-৫টা স্থায়ী হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু আপনি যদি আপনি ভাল একটা টিউন লিখে নিচে সৌজন্যে লিখে বারকোড দিয়ে আপনার লিংক যুক্ত করে দিন তবে যদি আপনি ৬০ জনও পান তবে তার মধ্যে কমপক্ষে ৫০ জন স্থায়ি হবে। কারন তারা তখন গিয়েছিল জোরপুর্বক আর এখন গেছে আপনার উপর বিশ্বাস করে। এবং বিশ্বাস করার কারনে ভিসিটর রা আপনাকে এবং আপনার ওয়েবসাইটকে মনে রাখবে ও নিয়মিত ভিসিট করবে। এতে করে আপনি পেলেন ভিসিটর, মান সম্মান সব। আর ওই দিকে স্ক্যাম করে আপনি সময় নস্ট করলেন, হারালেন আপনার টিউনার সম্মান। এখন আপনি ভাবুনতো কোনটা ভাল।
২। এরপর ভাবুনতো নকল কি বা কতটুকু উপকার বা ক্ষতি করছে
আমরা অনেক ব্লগার/টিউনাররা প্রতিদিন প্রচুর নকল করি যদিও টিটির মত বড় প্লাটফর্মে নকলের কোন ঠাই নাই। ও আগে বলে নেই আমি কাকে নকল বলতেছি। আমি নকল বলতে বুঝাতে চাচ্ছি নো ক্রেডিট কপি-পোস্টকে (মানে কোন টিউনকে নিজের নামে চালিয়ে দেয়া)। আমরা প্রতিনিয়ত লক্ষ করি একই ধরনের লেখা বিভিন্ন ব্লগে। আচ্ছা আমরা কি কখনো ভাবি এই নকল করা আমাদের ঠিক হচ্ছে কী? আমি বলব না! এখন কথা হল তহলে আমাদের ছোট খাট নতুন নতুন ব্লগ গুলোর কী হবে? কোন সমস্যা নেই আপনি কপি পোস্ট করেন কিন্ত নকল করতে পারবেন না। আমার মতে কপি-পোস্ট করার কোন দরকার নেই। কারন সার্স সাইট (যেমন: Google, Bing, Yahoo, Pipilika ETC.) প্রখম করা পোস্ট টাকেই বেশি গুরুত্ব দিবে এবং প্রথম পেইজে দেখাবে। অ্যাডসেন্স ব্যবহার কারিরা খুব ভাল করেই জানেন যে গুগুল কপি পোস্ট একদম পছন্দ করে না। তবুও আমাদের দরকারি পোস্ট গুলি কপি-পোস্ট করতে হয়। এটাই সাভাবিক কিন্তু অসাভাবিক হয় তখনি যখন নকল করা হয়। তহলে আসুন আমরা প্রতিঙ্গা করি আর কোন দিন নকল করবনা। যদি কপি করি তাহলে আসল লেখকের নামটা দিলে সমস্যা কি?
৩। এখন ভাবুন ঢোল-পিটানোতে কী কোন লাভ বা ক্ষতি আছে?
তো এবার আসুন ঢোল-পিটানোতে! আগে বুঝে নেই ঢোল-পিটানো বলতে এখানে কী বুঝানো হয়েছে। একটু খেয়াল করে দেখেন টেকটিউনসে অনেকে নিজে রেডী স্কিপ্ট দিয়ে সাইট বানিয়ে বলে “বাংলাদেশেই তৈরি হল” “তৈরি হয়ে গেল” ইত্যাদি। আচ্ছা এই সব করে তারা কি মজা পান তারাই জানে। এটাই হল ঢোল-পিটানো। এইতো কিছু দিন আগে টিউনারবাজ নামক একটা সোসিয়াল সাইট বানিয়ে ছিল রেডি স্কিপ্ট দিয়ে। বাজালো অনেক ঢোল কিন্তু পরিনাম কি হল? শেষ পর্যন্ত “যোকার” হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এইতো কয়েকদিন আগে দেখলাম পেপারে বিজ্ঞাপন দিছে বাংলাদেশি তরুনরা তৈরি করে ফেলল ফেসবুকের মত একটি সাইট ফ্রেন্ডসার্কেল। আসলে সাইটটি তৈরি হয়েছে phpfox নামক রেডি স্ক্রিপ্ট দ্বারা। তাহলে আমাদেরকে বুকা বানিয়ে ধুকা দেয়ার কোন মানে আছে? উত্তর: কোন মানে নাই, শুধুই ফাজলামি। এইসব করার কারনে আমাদের আসল মেধাবিদের খুজে পেতে সমস্যা হয়। আমরা আসলকে আলাদা করতে পারি না। আমরা আসল মেধাবি পাইনা করন আমরা তাদের সোজগ দেইনা।
পরিশেষে: আমরা কী পারি না এই সব খারাফ কাজ বাদ দিতে। পরি বাদ দিতে, এর জন্য দরকার শুধু প্রবল ইচ্ছা শক্তি। আসুন প্রতিঙ্গা করি আমরা আজ থেকে এই সব নগন্য কাজ (স্ক্যাম/নকল/ঢোল-পিটানো)আর কখনো করব না। এবং টিটির পরিবেশ নষ্ট করব না।
যদি টিউনটি ভাল লাগে মনোনয়ন দিতে ভূলবেন না।
এত কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। টিউনটি কেমন হল জানাতে ভুলবেন না। টিউমেন্টের অপেক্ষায় রইলাম।
সৌজন্যে: বিডিটিউনস(bdTunes.com) পূর্বে প্রকাশিত
আজকের মত বিদায় দেখা হবে আগামি টিউনে।
[এডমিন ভাই যদি টিউন টি নিতিমালার বাহিরে হয়ে থাকে তবে টিঊনটি ডিলেট করে দিয়েন। দয়া করে আইডিটি স্থগিত কইরেন না। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত/কথা,কেও কস্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। আমি জেনে শুনে কাউও কস্ট দিতে চাই না]
আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
পড়ে ভাল লাগল।