ইলেকট্রনিক্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য এডুটিউন্স ইক্যাড পর্ব ০২

এডুটিউন্স ইক্যাড পর্ব ০১

এডুটিউন্স ইক্যাড পর্ব ০২ এ সবাই কে স্বাগত জানাই।

আজকের ল্যাব-০২ ক্লাস এর মধ্যমে আমরা আমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায় এর উপর আলোচনা করব। আমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায়ের বিষয় বস্তু হলঃ

Draw schematic Circuit.
2.1 Select an electronic Circuit diagram.
2.2 Place Devices according to circuit diagram (such as resistors, transistors, IC, power supply,
grounds etc) in the workspace Selected ECAD package.
2.3 Wire devices together.
2.4 Edit devices with values and parameters.

 

সাথে থাকার জন্য সবাইকে আবার ও ধন্যবাদ।

Level 0

আমি এম আরিফুল ইসলাম। Instructor, Sylhet Polytechnic Ins. বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ২০১০ সালে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাস করার পর বিভিন্ন প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার/ম্যানেজার হিসাবে কাজ করেছি। ২০১৩ এর জানুয়ারি থেকে সিলেট পলিটেকনিক এর ইলেকট্রনিক্স বিভাগে ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছি। শিখা আমার নেশা আর শিখানো আমার পেশা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতক্ষন ক্লাস করলাম খুব ভাল লাগলো অনেক কিছু শিখলাম, তো স্যার ক্লাস গুলো আর একটু দির্ঘ করা দরকার আমার তো অপেক্ষা সহ্য হচ্ছে না।

আস্সালামু আলাইকুম,
সার ক্লাস করলাম অনেক ভাল লাগল। আপনার মত সার আমাদের ডিপার্টমেন্টে দরকার ছিল। একজন এসেছিল জয় সার কিন্তু সেও চলে গেল। আমাদের ডিপার্টমেন্টে সিখানোর মন মানসিকতা সহ সার আমি পাচ্ছি না……… সার শুধু টিটিতে ক্লাস নিলে হবে? আমরি SPI এর কিছু ছাত্র মিলে বিডিটিউনস http://www.bdTunes.com (বিডিটি) নামের একটা সাইট বানিয়েছি। আসাকরি আপনি ওখানে ক্লাস নিবেন।
ধন্যবাদ

ভালো প্রচেষ্টা স্যার। প্লিজ চালিয়ে যান,,,,