Cheryls birthday puzzle বাংলায়, সিঙ্গাপুরের ক্লাস ফাইভের ম্যাথ প্রব্লেম, দেখেন Solve করতে পারেন কি না, বাংলায় সমাধান তো আছেই

শুভেচ্ছা।

এই প্রব্লেম টা, সেদিন যেন কোন অনলাইন পত্রিকায় দেখলাম। এটা নাকি খুব ই কঠিন। (প্রথমে তো তাই ই মনে হয়)। ইউটিউব এবং গুগলে সার্চ দিলে বুঝতে পারলাম যে, হ্যাঁ এটা নিয়ে প্রচুর হই চই হচ্ছে। সিঙ্গাপুরের বাচ্চারা নাকি আমেরিকান বাচ্চাদের থেকেও মেধাবী! কেমন মেধাবী তাদের ক্লাস ফাইভের প্রশ্ন দেখেই বুঝলাম। যাহোক এটা নিয়ে অনলাইন এ অনেক লেখা আছে সার্চ দিলেই পাবেন। ডকুমেন্ট এবং ইংলিশ ভিডিও সলুশন ও আছে। সো আমি এটার বাংলায় একটা ভিডিও সলুশন করছি সেটা শেয়ার করাই প্রধান উদ্দেশ্য।

চলুন প্রথমে দেখি প্রশ্ন টা কি?

"Albert and Bernard just became friends with Cheryl, and they want to know when her birthday is. Cheryl gives them a list of 10 possible dates.

May 15 May 16 May 19
June 17 June 18
July 14. July 16
August 14. August 15. August 17

Cheryl then tells Albert and Bernard separately the month and the day of her birthday respectively.

Albert: I don't know when Cheryl's birthday is, but I know that Bernard does not know too.
Bernard: At first I don't know when Cheryl's birthday is, but I know now.
Albert: Then I also know when Cheryl's birthday is.

When is Cheryl's birthday?"

নিচে বাংলায় প্রশ্নটা লিখে দিচ্ছি।

"আলবার্ট ও বারনারড কেবল ই চেরিল এর বন্ধু হয়েছে, এবং তারা চেরিল এর জন্মদিন জানতে চায়। চেরিল তাদের সম্ভাব্য দশটা তারিখ দিয়েছে।

মে-১৫             মে-১৬              মে-১৯

জুন-১৭            জুন-১৮

জুলাই-১৪        জুলাই-১৬

আগস্ট-১৪       আগস্ট-১৫        আগস্ট-১৭

চেরিল এরপর আলবার্টকে শুধু তার জন্ম মাস ও বারনারড কে শুধু তার জন্ম তারিখ বলছে।

আলবার্টঃ আমি জানিনা চেরিল এর জন্মদিন কবে, তবে আমি জানি যে বারনারড ও জানে না।

বারনারডঃ প্রথমে আমি জানতাম না জন্মদিন কবে, কিন্তু আমি এখন জানি।

আলবার্টঃ তাহলে আমিও জানি কখন চেরিল এর জন্মদিন।

আপনি বলুন চেরিল এর জন্মদিন কবে?"

এটাই মেইন প্রশ্ন। যদি আগে দেখে না থাকেন তাহলে, আধা ঘণ্টা চেষ্টা করেন। নিচে সল্যুশন এর ভিডিও দেয়া আছে, আমার করা।

টিপসঃ জন্মদিন বলতে সম্পূর্ণ জন্মদিন কে বুঝাইছে, শুধু তারিখ না।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আমার ছোট ভাইকে যখন ভিডিও টা দেখালাম সে একবারেই অংকটা বুঝল, কিন্তু সে প্রশ্ন করলো প্রথমে আমরা   মে-১৫    বা       মে-১৬      বা     জুন-১৭ নিয়ে কেন ভাবলাম না। কারন, আমরা আমাদের ইছামত ভাবছি না, আমরা যে ক্লু গুলা দেয়া আছে সেখান থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি।

আপনার ভালো লাগলে আমার কষ্ট সার্থক। বুঝতে না পারলে, বেশ কয়েক বার, ভিডিও টা দেখুন। খাতা নিয়ে বসুন এবং নিজে সমাধান করার চেষ্টা করুন, নিশ্চয়ই বুঝবেন। হাল ছেঁড়েন না। ক্লাস ফাইভের অংক না বুঝলে, কেমন শোনা যায়।

Level 0

আমি syed shaon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই খুব ভাল.. আমার প্রথমে মে মাস নিয়ে সমস্যা ছিল… এখন বুঝতে পারছি…
BTW কারেন্ট গেছে মোম রাখা উচিত ছিল…. :p

    Level 0

    @wtechcity: ধন্যবাদ। বুঝতে পারছেন জেনে ভালো লাগলো।

    সবাই বুঝতে পারছে কি না, টা আমি বুঝতে পারছি না।

    কারেন্ট চলে গেলে কনফিউসড হয়ে গেছিলাম, ভিডিও টিউন এটাই প্রথম, মোবাইল এ ভিডিও ও করা হয়না তেমন।
    ভিডিও পজ করে লাইটের বেবস্থা করব কি না বুঝছিলাম না।
    তারপর দেখলাম হালকা দেখা যায়, তাই চালিয়ে গেলাম। বোঝা যায়তো, যায় না? এক্তু কষ্ট হতে পারে, এজন্য সরি।

ভিডিও দেখিনি।তাই কনফিউজড,, আন্সার টা কি ১৫ মে?