এস.এস.সি পরীক্ষা শেষ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবেন ? তার আগে জেনে নিন কেন ভর্তি হবেন এবং কেন হবেন না ।

অনেক ভাইয়ারাই এবার এস.এস.সি পরীক্ষা শেষ করেছেন এবার সামনে আসছে ভর্তি যুদ্ধ, অনেকের আবার ইচ্ছা আছে ডিপ্লোমাতে ভর্তি হবেন , তো চলুন এবার দেখে নেই ডিপ্লোমাতে কাদের আসা উচিত এবং কাদের আসা উচিত না ।

কারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে আসবেনঃ

প্রথমেই বলতে হয় যাদের আর্থিক সমস্যা আছে পড়াশুনা চালানো কঠিন হবে বলে মনে করেন অথবা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার ভয় আছে আর পাবলিকে চান্স না পেলে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব না কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার প্রচুর ইচ্ছা আছে তারা চলে আসতে পারেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য । কারণ এখানে আসার পর আপনি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে আপনাকে ওয়াল্ড ব্যাংকের পক্ষথেকে প্রতি ছয় মাস পর পর দেওয়া হবে ৪৮০০টাকা শিক্ষা বৃত্তি এছাড়াও মোটামুটি রেজাল্ট হলেই পাবেন ৯০০ টাকা বৃত্তি যা দিয়া আপনি চালিয়ে যেতে পারেন আপনার পড়াশোনার খরচ । ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে যেকোন একটা চাকরি পাবেন আর চাকরির পাশাপাশি খুব সহজেই নরমাল কোন একটা ইউনিভার্সিটি থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং করে নিতে পারবেন । কাজ শেখার ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই শিখতে পারবেন কারণ পলিটেকনিকে এমন কিছু ইন্সট্রুমেন্ট আছে যেগুলো অনেক নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিতেও নেই।

আর একটা কথা মেধা তেমন না থাকলে না আসাই ভালো কারণ এখনকার ডিপ্লোমার সিস্টেম এবং পড়াশোনা আগের থেকে অনেক আপডেট হয়েছে । সো যা করবেন একটু ভেবে চিন্তে করবেন আবেগের বসে কিছু করে ফেললে আপনার জীবন থেকে হারিয়ে যেতে পারে কয়েকটি বছর ।

কাদের আসার কোন প্রয়োজন নাইঃ

বাবার টাকা আছে বাইচান্স পাবলিক কোন ইউনিভার্সিটি তে চান্স না পেলেও প্রাইভেট ইউনিভারসিটিতে বি.এস.সি করে নিতে পারবেন তাদের ডিপ্লোমাতে আসার কোন প্রয়োজন আছে বলে আমি মনেকরি না, কারণ একেতো ডুয়েট ছাড়া অন্য কোন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স নেওয়ার কোন সুযোগ নাই যদিও কিছু কিছু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ আছে বলে আমি জানি তারপরেও সব সাবজেক্ট এর জন্য এখন পর্যন্ত উন্মুক্ত করা হয় নাই, আর প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলেও ভালো কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না, আর যদিও হন তাহলে একেতো খরচ আছে সাথে আবার সেই ৪ বছর ধরে বি.এস.সি করতে হবে আর নরমাল কোন ইউনিভার্সিটিতেই ডিপ্লোমাদের জন্য আই.ই.বি আনুমোদন নেই , আর একটা কথা আপনি আপনার ইংলিশের দক্ষতা আপনার অজান্তেই হারিয়ে ফেলবেন তবে এটা আসলে সবার ক্ষেত্রে নয় কারণ অনেকেই আছে ডিপ্লোমা করেছেন কিন্তু ইংলিশে অনর্গল কথা বলতে পারেন তবে এটা হাতে গোনা কয়েকজন হবে যারা সম্পূণ নিজের প্রচেষ্টাতে বিভিন্ন কোর্স ও ইংলিশ ক্লাব এর মাধ্যমে ইংলিশকে ধরে রাখে । ইংলিশে দক্ষতা হারানোর প্রধান কারণ ডিপ্লোমাতে ইংলিশ নামে মাত্র দুইটা সাবজেক্ট থাকে যা ২ বা ৩ সেমিস্টারেই শেষ হয়ে যায় তারপর ৩ বছর শুধু বাংলিশ পড়ানো হয়, কাজ শেখার ব্যাপারে হাতেগোনা কয়েকজন টিচার ব্যাতিত খুব কম টিচার এর কাছ থেকেই সাহায্য পাবেন বলে আশা করা যায়, আর এমন কিছু ইন্সটিটিউট আছে যেখানে চার অথবা পাঁচটি বিভাগের জন্য স্যার আছে মাত্র চার থেকে ছয়জন, ডিপ্লোমা করতে গিয়ে সব পেলেও পাবেন না দক্ষ স্যার ।

আমার এসব কথা শুনে অনেকেই বলতে পারেন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সি.এস.ই এবং ই.টি.ই তে আই.ই.বি অনুমোদন আছে , হ্যা ভাই আছে কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে ইভিনিং শিফট এর জন্য কোন ইউনিভার্সিটিতেই আই.ই.বি অনুমোদন নেই, এবং এশিয়া প্যাসিফিক ও ইউ.আই.ইউ তে আছে কিন্তু এগুলোতে কস্ট অনেক বেশী এবং আপনার জন্য সাবজেক্ট ক্রেডিটও কমানো হবে না । তো কি দরকার আছে ৪ বছর ডিপ্লোমা করে আবার ৪ বছর বি.এস.সি করার শুধু শুধু আপনার জীবন থেকে হারিয়ে যাবে ২টি বছর ।

আর যাদের ইচ্ছা আছে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানোর তাদের ডিপ্লোমাতে আসার কোন প্রয়োজনই নাই কারন ডিপ্লোমাতে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার যতটা সুযোগ আছে তারথেকে হাজারগুন বেশী সুযোগ আছে উচ্চমাধ্যমিক শেষ করে যাওয়ার । আর যদিও ডিপ্লোমা কম্পিলিট করে যান তবে খরচও সেই একই লাগবে এবং সুযোগও সেই একই পাবেন মাঝেদিয়ে আপনার জীবন থেকে হারিয়ে যাবে অতি মূল্যবান ২টি বছর আর যদি কোন আন্দোলন হয় তাহলেতো ৩ বছরও হারিয়ে যেতে পারে ।

আর যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় ইংলিশ পাঠ্যপুস্তককে বাংলিশ পাঠ্যপুস্তকে পরিবর্তন করে পড়ানো হয় সে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা হতে কখনও খুব ভালো কিছু আশা করা সম্ভব না । যার ফলাফল ...... খুব ভালো স্টুডেন্ট হয়ে ডিপ্লোমাতে ভর্তি হচ্ছে আর বের হওয়ার সময় আগে যা ছিল তাও হারিয়ে ফেলছে ।

এখানে না আছে স্টুডেন্টদের কোন দোষ আর না আছে শিক্ষকদের কোন দোষ, এখানে মূল সমস্যাটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থার ।

যেখানে ডিপ্লোমার প্রত্যক ডিপার্টমেন্ট এর থাকা উচিত ছিল নিজেস্ব ক্লাব যেখানে ছাত্ররা প্রতিনিয়ত নতুন কিছু প্রজেক্ট বানানোর চেষ্টা করবে সেখানে ক্লাবতো দূরের কথা প্রজেক্ট বানানোর ব্যাপ্যারে যে কেউ অনুপ্রেরণা দিবে সেরকম লোক খুজে পাওয়াও মুশকিল ।

আমার এই টিউন দেখে হয়তো অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাই মনে মনে রাগ হয়েছেন আবার গালিও দিচ্ছেন J কিন্তু ভাই একবার চিন্তা করে দেখুন আপনি ডিপ্লোমা করে কতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন ??

আজকে যে ভাইয়েরা ডুয়েটে পড়ছেন আপনাদের বন্ধুদের দিকে তাকালে দেখবেন তারা আজ বুয়েট,রুয়েট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত ভালো জায়গাতে ৩য় অথবা ফাইনাল ইয়ারে রয়েছে, আপনার বি.এস.সি শেষ হতে হতে তারা হয়তো অনেক উপর পর্যায়ের একটা পজিশনেও চলে যাবে আর আপনার জীবন থেকে অকারনেই হারিয়ে গেছে ২টি বছর ।

৪৯টা সরকারী এবং চারশতাধিক প্রাইভেট পলিটেকনিক ছাত্রদের জন্য একমাত্র ডুয়েট ব্যাতিত অন্য কোন ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষা দেওয়ারই সুযোগ দেওয়া হয় না ।

আসলে এর কারণটা কি  ??

তাহলে কি ডিপ্লোমার স্টুডেন্টরা অন্য কোন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতাও রাখে না  ??

অথচ দেখা যাচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যারা এইচ.এস.সি ভোকেশনাল দিয়েছে তাদেরও যদি পয়েন্ট থাকে তবে তারাও প্রায় সব পাবলিক ইউনিভার্সিটিতে চান্স নিতে পারতেছে তাহলে এখানে ডিপ্লোমার ছাত্ররা কি দোষ করেছে যে তাদেরকে ডুয়েট ব্যাতিত অন্য কোন ইউনিভার্সিটিতে এডমিশন পরীক্ষা দেওয়ারই সুযোগ দেওয়া হয় না  ??

যাই হোক অনেক কথা বলে ফেললাম ,এখন যে ভাইয়ারা এবার এস.এস.সি দিয়েছেন তারা আশা করি এই পোস্ট থেকে বর্তমান ডিপ্লোমা সম্পর্কে একটা ধারনা পেয়েছেন ।

আর এই টিউন দেখে যদি কোন ভাইয়ের মনে কষ্ট লেগে থাকে তাহলে আমি তার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি ......... খোদা হাফেজ ভালো থাকবেন ।

Level New

আমি তৌহিদ ইমাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তৌহিদ ইমাম ২০১৫ সালে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি প্রযুক্তি বিষয়ে জানতে খুব ভালো লাগে । টিটি থেকে অনেক কিছু পেয়েছি আজও অনেক কিছুই পাচ্ছি আর পাওয়াগুলো কাজে লাগিয়ে যদি নিজের দেশের জন্য কিছু করতে পারি তাহলেই উপকৃত হব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ha ha…..Present e , Weak polapain e diploma kamay

    Level New

    @জিসান: আপনার বোঝাতে ভুল আছে , অনেক এ+ পাওয়া ছাত্র আছে যারা এ+ পেয়েও চান্স পায় না, টিউনটি ভালোভবে পড়লেই বুঝতে পারবেন 🙂

একদম সরাসরি প্রিয়তে! লেখাটি পড়ে খুব ভাল লাগলো। বাস্তব তথ্যাদি উপস্থাপন করেছেন। সত্যিই! আমাদের শিক্ষা ব্যবস্থাটা বিশেষ করে কারিগরীর দিকটা আরো আপগ্রেটেড হওয়াটা প্রয়োজন। পরিশেষে আরো এই ধরনের লেখার প্রত্যাশা ব্যক্ত করছি।

    Level New

    @ফেরী ওয়ালা: শুনে ভালো লাগলো 🙂 আসলে আমাদের সবারই উচিত এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামানো 🙂

অনেক ধন্যবাদ ।।আসে পাশের অনেক গোল্ডেন পাওয়া ছাত্র কে দেখেছি ডিপ্লমা করে ইঞ্জিন* হওয়ার জন্য দৌড় দিছে।।বড়ই বিনেদন পেলাম তাদের কথা চিন্তা করে।।

    Level New

    @নাইমুল ইসলাম শুভ: আসলে ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থাটা বাইরের দেশে যেমন দাম আছে আমাদের দেশে তার একবিন্দুও নেই , আমাদের প্রতিবেশী দেশ ভারত এর ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বুঝতে পারবেন ……… ধন্যবাদ

অনেক ধন্যবাদ ।।আসে পাশের অনেক গোল্ডেন পাওয়া ছাত্র কে দেখেছি ডিপ্লমা করে ইঞ্জিন* হওয়ার জন্য দৌড় দিছে।।বড়ই বিনোদন পেলাম তাদের কথা চিন্তা করে।।

@জিসান:
ভাই,এমন অনেক ছেলেরা আছে যারা গোল্ডেন এ+,এ+ পেয়ে;এমনকি বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট করে তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়।
আর ডিপ্লোম্যাটদের বিএসসি করার জন্য ঢাকার রমনাতে AMEI এর নাম শুনেছেন বা জানেন?
আশা করছি যে জেনে নিবেন।
কাউকে আন্ডারএস্টিমেট করার আগে প্লিজ একটিবার ভেবে নিবেন।

Vaia valo likhsen. peramedical shomporke lekha asa korsi.

এমন অনেক ছেলেরা আছে যারা ডাবল গোল্ডেন এ+,এ+ পেয়ে ভার্সিটিতে চান্স পায় নি এখন স্যারদের পিছনে ঘুরছে পরীক্ষার প্রস্তুতি নেবে বলে। এখন আমার প্রশ্ন তারা কিভাবে ডাবল গোল্ডেন এ+ পেল?
আসল কথায় আসি, আপনারা যারা ডিপ্লোমাকে হেয় করছেন তাদের বলি, আপনারা যানেন কি ডিপ্লোমাতে কি পড়ানো হয়? আপনারা জেনারেলে যা পড়েন ডিপ্লোমাতে তার ৬০% বিষয় পড়ানো হয়। কিন্তু ডিপ্লোমাতে যা পড়ানো হয় তার ১ ভাগও আপনারা চোখে দেখেন না। আপনারা বইতে যেটা পড়েন আমরা সেটা বাস্তবে দেখি।
যাইহোক, আমি বেশি কিছু বলব না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমার মোটেও সুবিধের মনে হয় না।

Level New

@আরিফুল ইসলাম: ভাই আমি কিন্তু কখনো বলিনি যে ডিপ্লোমার পড়া সহজ, কিন্তু ডিপ্লোমার শিক্ষা ব্যবস্থাটাই সম্পূর্ণ বাজে…. যেখানে এইচ.এস.সি (ভোক:) এর ছাত্ররা সব পাবলিক ইউনিভার্সিটিতে চান্স নিতে পারে সেখানে ডিপ্লোমার স্টুডেন্টদের একমাত্র ডুয়েট ব্যতীত অন্য কোথাও চান্স নেওয়ার সুযোগ নেই…. এই হচ্ছে ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা 🙁

Level 2

খুব সুন্দর পোষ্ট , অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ টিউনারকে।

    Level New

    @kabirul: টিউমেন্টের জন্য ধন্যবাদ 🙂

ধন্যবাদ, সুন্দর টিউন অনেক কিছু জানতে পারলাম

    Level New

    @Raihan Khan: টিউমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ রাইহান ভাই 🙂

Level 0

osadaron likhcen bhai..and sobchhe sotti kotha gulu tule dorcen..ami nijeo ekjon diplona eng..but ototuku vul korci and koto tuku jibone picheye porci ei diploma kore ta bole bujanu kotin…asole amader shikka bebostai wrong…tai emon hoy…

Level New

@IT PREMI: ভাইয়া আসলে যারা ডিপ্লোমা পড়ে শুধু তারাই যানে যে কষ্টটা কোথায়…..

যদিও এটি আগের বছরের ইনফরমেশন। তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন ভাই। ধন্যবাদ ভাই।

এবছরের পলিটেকনিক এডমিশনের জন্য আবেদন করুন এখানে
Polytechnic admission 2018 bd