প্রবলেম টা খুবি কমন, আর মারাত্ত্বক। কেউ একটা ভালো কিছু লিখছে, অন্য কেউ সেটা কপি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে, কিছু বলতে গেলে আসল লেখক বা ক্রিয়েটর খাচ্ছে গালি সাথে ব্লক। কিন্তু এর কারনে কি কি ক্ষতি হচ্ছে জানেন কি ?
আমরা গুগল কে প্রায় সবাই ই চিনি, না ? আমরা গুগলে সার্চ করি, আমরা গুগলের বিজ্ঞাপন ব্যাবহার করি। আমরা গুগলের ডিভাইস বা সার্ভিস ব্যাবহার করি।এই ধরুন জিমেইল বা এন্ড্রয়েড।হতে পারে ইউটিউব ও। সবি গুগলের।তো গুগল সার্চে সব তথ্য আমাদের দেখায় কেমনে ?
গুগলের একটা আজব ধরনের প্রানী আছে, এটারে গুগলবট বলা হয়, এর কাজ হলো সারাদিন ইন্টারনেটে ঘুরে বেরানো, বিভিন্ন সাইটে থাকা প্রতিটা লাইন, দাড়ি কমা সহ খেয়ে ফেলা, আর পেটে করে নিয়ে গুগলের মুল সার্ভারে যেয়ে জমা করা। মুল সার্ভারে থাকা আরেক ধরনের আজব প্রানী সেগুলো কে প্রসেস করে , একটা নির্দিষ্ট ফরমেটে জমা করে রাখে। এরপর আপনি যখন গুগলে সার্চ করেন, দুম করে আপনার সামনে সব দরকারী তথ্য বের করে দেয়।
এই কাজে গুগল সেরা, অন্যান্য সব সার্চ ইঞ্জিন থেকে, আর সেরা না হলে আপনি আমি হেভি সেক্সি বিং এই সার্চ করতাম। ( আমি বিং এর ডেইলী ইমেজ গুলোকে খুবি পছন্দ করি )।
এখন প্রশ্ন, গুগল কেন সেরা ? কারন গুগল সবার থেকে স্মার্ট। চলেন একটা ছোট পরীক্ষা করি। আপনি কোন একটা কিছু লিখে গুগলে সার্চ করেন। দরকারী কিছু। তারপর সবগুলো রেজাল্ট পরীক্ষা করেন।
একটা ব্যাপার খেয়াল করছেন সেরা তথ্য গুলোই আপনার সামনে আসছে ? একটা রেজাল্টের সাথে আরেক টা রেজাল্টের কোন আক্ষরিক মিল নাই ? ( এখন আমারে বইলেন না, ভাই সবগুলা সাইট ই যে কইতেছে বাংলাদেশের রাজধানী ঢাকা, এগুলা তো মিলে গেলো, কেমনে কি ? )
গুগল এটা পারে এর ওভার স্মার্ট এলগরিদমের কারনে।আর এই এলগরিদম বোঝে
আমার উপরের কথা গুলা বিশ্বাস হইলো না ভাই? আমি আপনারে মিথ্যা কইলে আমারে কেউ এক টাকাও দেবে না এটা বিশ্বাস করেন।
এখন পয়েন্ট হইলো গুগল জানুক গাহ, তাতে আমার কি?
সাইট কি নিজের জন্য বানান ? আমার তো ধারনা ছিলো মাইনষে সাইট বানায় ভিজিটর এর জন্য। এখন আপনি সাইট বানান, আর একটা সাইটের জন্য গুগল ঠিক কতটা ইম্পর্টেন্ট আপনে জানেন না এই কথা আমারে বিশ্বাস করাইতে পারবেন না। না জানলে আবার বলি, ম্যাক্সিমাম বিশাল বড় বড় সাইট গুলা এর ৭০% এর বেশী ভিজিটর পায় গুগল থেকেই।আর গুগল ওয়েব মাস্টার গাইডলাইন (এ নিয়ে আমার ৭০ পেইজের বিশাল একটা লেখা আছে, দেবনে একসময়।) এ খুব ক্লিন করেই বলা আছে খানিক টা টেকনিক্যাল ভাষায়, আমি বাংলাতে বলি “ যাহা করিবেন কপি, তাহা খাইবে ধরা। যাহা খাইবে ধরা তাহারে আমরা পছন্দ করি না “
যাক, আপনি এখন পর্যন্ত না বুঝলে আমার কিছু করার নাই। লাগবে না আপনার সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর, আপনি একাই বিশ্বের সব বড় সাইট থেকেও বড়, এন্ড ভিজিটর দিয়ে ভেসে যাচ্ছে আপনার সাইট। এবার আসি মানুষের ব্যাপার থেকে।
আমি টেকটিউন্সে গেলেই লেখা টা পাচ্ছি, তা আপনার সাইটে যাইয়া কেন খাবো ? আমার কি খাইয়া দাইয়া কাজ কাম নাই রে ভাই ? একি লেখা দেখতে আপনার সাইটে আমি সেকেন্ড টাইম যাবো ? এই কারনে আপনার যেগুলা রেগুলার ভিজিটর, সেগুলাও কয়দিন পরে আর আইবো নাহ।
আরেক টা ব্যাপার গুগল এডসেন্স। কত সাইট এর এডসেন্স ব্যান যে নিজের চোখে দেখলাম এই কারনে। সাইটের এডমিন রা গুগল রে গাইলাইয়া কিছু বাকি রাখে না। গুগল নাকি কোন কারন ছারা তাদের একাউন্ট ব্যান মারছে। পাবলিশার যত বাড়বে, তত গুগলের ই লাভ, কত হাজার হাজার এড না দেখাইয়া ফালায়া রাখতে হয় প্রতি মাসে কোন ধারনা আছে আপনাদের ?
হ্যা, কপি পেস্ট করা কোন সাইটে গুগল তাদের বিজ্ঞাপন ব্যাবহার করতে দেবে না, এটা তাদের প্রথম নীতিমালা গুলোর একটা। সে আপনার সাইটের মান সম্মান যত ভালোই হোক, একটা পাতা কপি পাক না, চোখে পড়ুক, পরদিন কত হাজার ডলার আছে আপনার একাউন্টে, সুন্দর করে নাই হয়ে যাবে।
তো এবার, ভায়া, কোন একটা সাইটে যান, যা যা আছে সুন্দর করে কপি মেরে নিজের নামে চালিয়ে দেন। আমি, গুগল, আপনার ভিজিটর সবাই চোখ বন্ধ করে আপনার সাইট ভিজিট করা শূরু করি।
আমি ফাজলামী ডট কম | ফেইসবুক | টুইটার
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
vai er poreo keu bujbona bangali to sobai , sopno dekhe billgates hoibe kintu dhanda hoilo facebook haking , tune er jonno osongkh thanks vai .