হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই।
শিক্ষার গুরুত্ব সেই আবহমান কাল ধরেই বিরাজমান। আর এই একটা জিনিস নিয়ে হয়তো কারও মতপার্থক্য নেই। তবে শিক্ষা পদ্ধতি নিয়ে অনেকেই বিরূপ মত দিয়ে যান। বিশেষ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে।
আমাদের দেশে ইচ্ছামতো শিক্ষা নেওয়ার কোন ব্যবস্থা নাই। এমনকি আমার পছন্দের সাবজেক্টও আমার ঠিক করার কোন অধিকার নেই। প্রতিষ্ঠান যে সাবজেক্ট আমার জন্য নির্ধারণ করেছেন সেই সাবজেক্টেই আমাকে পড়তে হবে। এটা এক জনের মনের বিরুদ্ধে করে যে পরিমান ক্ষতি না সে নিজে হয়, তার থেকে ক্ষতি এই দেশ হয়।
কারণ একজন ইচ্ছামতো সাবজেক্টে পড়তে পারলে, নিজের পড়াশোনার সাথে সাথে নিজের ক্রিয়েটিভ ভাবনাগুলোকেও গুরুত্ব দিতে পারে। কিন্তু সেই সুযোগ আমাদের দেশে নেই। আর কখনও হবে বলে আমার তো মনে হয় না। কিন্তু আমরা কি আমাদের মনের সুপ্ত ইচ্ছা মনের ভেতরই চেপে রাখবো।
না! তা আর করতে দেওয়া যাবে না।
অনলাইন এই যুগে আপনাকে সেই সুযোগই দিচ্ছে। আপনি আপনার যে বিষয় জানতে ভালো লাগে, সেই বিষয় নিয়ে আপনি অনলাইনে ফ্রি সময়ে বিশ্বের সেরা শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিতে পারবেন। তাও আবার ফ্রিতে এবং নিজের সময় অনুসারে।
আসুন আজ থেকে আমরা সেই সব দারুণ কিছু ওয়েব স্কুল সম্পর্কে জানবো, যারা আপনাকে দিবে সব ধরণের শিক্ষা। আর আপনি শিক্ষা নিতে পারবেন আপনার মনের মতো পরিবেশে এবং ইচ্ছা মতো টপিকসে। আসুন তাহলে জানতে শুরু করি।
অনলাইন শিক্ষা কার্যক্রমের মধ্যে অনেক জনপ্রিয় Coursera। বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় এবং সংগঠনের সাথে Coursera আছে পার্টনারশিপ। বিভিন্ন বিষয় নিয়ে Coursera এর আছে শতাধিক বিষয়ে ফ্রি শিক্ষা নেওয়ার সুযোগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সাথে Coursera এর আছে দারুণ সংযোগ। বিভিন্ন টপিকসে বা বিষয়ে শিক্ষা নেওয়ার জন্য দারুণ সুযোগ দিতে পারে এই ওয়েব স্কুল। সর্বোপরি আপনাকে Coursera দিতে পারে দারুণ সেই সুযোগ, বিভিন্ন ইন্সটিটিউট এবং স্কুলের হয়ে শিক্ষা নেওয়ার।
উচ্চ শিক্ষা মুলক বিভিন্ন বিশ্ব বিদ্যালয় এবং স্কুলের সাথে যুক্ত হয়ে খান একাডেমী যুগান্তকারী এই ওয়েব শিক্ষা দিচ্ছেন। বাংলাদেশ বংশদ্ভুত এই সালমান খানের অনলাইন স্কুলে নাকি বিল গেটসের ছেলেও পড়াশোনা করছেন। বিভিন্ন ধরণের বিষয় নিয়ে দারুণ সব শেখার এক মাধ্যম খান একাডেমী। আপনার পছন্দের বিষয়ে শেখার দারুণ সুযোগ থাকছে খান একাডেমীতে।
আপনি অনেক বিষয় যা বেশির ভাগ জায়গায় খুজে পাচ্ছেন না সেই সব বিষয় খুজে পেতে সুযোগ দিচ্ছে Open Culture Online Courses। এই অনলাইন শিক্ষা বিষয়ক পোর্টাল ১০০০+ ভিডিও টিউটোরিয়াল নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। এখানে আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং অ্যামেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অপ্রতুল কোর্স সহ আরও অনেক পছন্দের কোর্স আপনি পাবেন এখানে। নিজের কোন বাউন্ডারি নিয়ে আপনাকে এখানে পড়তে হবে না, ইচ্ছামতো যেকোনো পছন্দের বিষয়ে আপনি সমান পদচারনা করতে পারবেন আপনি।
Udemy আপনাকে ভ্যারাইটি বিষয়ে শেখার সুযোগ দিবে, তবে অনেকে এটাকে Coursera সাথে সামঞ্জস্য খুজে পান। আসলে অনেক মিল আছে কোর্স পরিকল্পনায়, তবে হাই কোয়ালিটির কন্টেন্ট নির্ভর বিভিন্ন কোর্স দিয়ে Udemy সেরা। এখানে ফ্রি এবং পেইড দুই ধরণের শিক্ষায় প্রচলিত।
উপরের ৩ টি সাইটের সাথে অনেক মিল রেখে Academic Earth এর কোর্স প্ল্যান সাজানো। তবে বিভিন্ন সোর্স থেকে ভালো ভালো কোর্স প্ল্যানের জন্য এটি জনপ্রিয়। আরেকটা মজার বিষয় Academic Earth আপনাকে স্কুল এবং সাবজেক্ট ভিত্তিক কোর্স প্রদান করে, যা আপনাকে পছন্দ মতো কোর্স খুজে পেতে সহায়তা করবে।
ফ্রি অনলাইন শিক্ষার আরও একটি ভালো মাধ্যম edX। এখানে বিভিন্ন ধরণের কোর্স কারিকুলাম সাজানো আছে। বিভিন্ন স্কুলের সাথে সামঞ্জস্য রেখে এখানে কোর্স প্রোভাইড করা হয় অনেক ইম্প্রেসিভভাবে। প্রত্যেকের চাহিদা মেটাতে এখানে অনেক ধরণের টপিকস বিদ্যমান।
অন্যান্য সাইটের চেয়ে ভিন্ন এই সাইট আপনাকে ভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সাথে সাথে এখান থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। ব্যবসা, প্রযুক্তি এবং স্বাস্থ্য বিষয়ে মূলত এখানে শিক্ষা দেওয়া হয়। যদিও ভাষা নিয়েও শিক্ষা নেওয়ার সুযোগ এখানে আছে। যদি কেউ সার্টিফিকেটের জন্য শিক্ষা নিতে চাই তাহলে Alison এর স্কুলের সাথে মিল রেখেও শিক্ষা কার্যক্রম আছে।
অনলাইন এডুকেশনের জন্য সব থেকে জনপ্রিয় একটি মাধ্যম iTunesU। আপনি অ্যাপেলের বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এখান থেকে বিভিন্ন টপিকস অনুসারে শিক্ষা কার্যক্রম নিতে পারবেন। iPad, iPhone এবং iPod touch ব্যবহারকারীরা খুব সহজে iTunesU অ্যাপের মাধ্যমে শিক্ষা নিতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরি বেজড সাজানো শিক্ষা কার্যক্রম থেকে আপনি আপনার পছন্দের বিষয় সহজে খুজে বের করতে পারবেন। এখানে অনেক ধরণের হাই-কোয়ালিটি ভিডিও পাবেন তবে কিছু ফ্রি আর কিছু কন্টেন্ট পেইড। আরও একটা বিষয় আপনি এন্ড্রোয়েড বা উইন্ডোজ ব্যবহার করলে এই শিক্ষা থেকে বঞ্চিত হবেন।
অনলাইন শিক্ষা আমাদের নতুন অনেক বিষয় যা আপনার পাঠ্য পুস্তক নির্ভর না, কিন্তু আপনার পছন্দ হয় তা আপনি খুব সহজে শিখে নিতে পারবেন। আরও একটা ভালো পদ্ধতি আপনি সময় বা টাকার জন্য আপনার শিক্ষা কার্যক্রম আটকে থাকবে না।
এরকম আরও অনেক সাইট নিয়ে আমি আসছি পরবর্তী সিকুয়ালে। ততক্ষণ সাথেই থাকুন, আর নিতে থাকুন আপনার পছন্দের বিষয়ে শিক্ষার স্বাদ।
একটা জিনিস মনে রাখবেন, ইংরেজিতে একটা প্রবাদ প্রচলিত, আপনি হন সে ফাইভ (৫) ওর নাইনটি ফাইভ (৯৫), শেখার জন্য আপনি সব সময় উপযুক্ত।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে। 🙂
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
very nice tune…….bro