মাঝে মাঝে বাংলাদেশী ওয়েব মাস্টার দের দেখলে ভয় লাগে, মাঝে মাঝে আফসোস লাগে। প্রায় সবার নজর কয়েক টা যায়গায় থেমে গেছে। বিস্তারিত বলিঃ
যাক ক্যাটাগরী গেলো, এবার এ সাইট গুলোর আপডেট নিয়া বলা যাক। ব্লগ বা ট্রিক টিপস সাইট গুলোতে এডমিন সাইট রেডী করার পর প্রথম ৩ দিন দেদারসে পোস্ট করেন, পরের ১ সপ্তাহ টেনে টুনে। পরের ৩ মাস হুট হাট ভুল করে সাইটে ঢুকে পড়লে একটা পোস্ট কোথাও থেকে মেরে দেন । এরপর ? নাই ! আগ্রহ মইরা গেছে, ডোমেইন রিনিউ করার জণ্য ফোন দিলেও পাত্তা নাই।
এবার আমার প্রশ্ন, ক্যান রে ভাই, ভাত খান না ? মাথায় কিচ্ছু নাই ? কেন এই একি ধারার সাইট বানিয়ে ভরিয়ে ফেলতে হবে দুনিয়া। ক্রিয়েটিভিটি বলে কিছু না থাকলে ইন্টারনেট আপনার জন্য না রে ভাই, আচ্ছা মুল ধারা ঠিক রাখেন, সাইটের লুক টা তো ইউনিক কিছু করেন !!!!! একটা খারা কলম নিয়া বসলেও তো ডিজাইন করা যায় যা ইচ্ছে তাই. আচ্ছা বুঝলাম আপনি কম্পিউটার ফ্রিক মানুষ, তো পেইন্ট ওপেন করেন না !!!! নিচের ছবি টা দেখেন, আগে এরকম একটা ডেমো বানায়া নেন, তারপর লুক টাকে সেরকম করেন।
( এটা ব্যাবহার করা হয়ে গেছে, পেইন্ট ওপেন করেন মিয়াভাই )
এবার বলি ভয় কেন পাই,
সাইটে ঢুকতে গেছি, লোডিং, লোডিং, লোডিং ! ওরে বাবারে, সাইট লোড হচ্ছে না আআআআআআআআআআ একটা জাভাস্ক্রিপট লোড হচ্ছে তো এপাসে আরেক টা, উফফফফ জান বেরিয়ে গেলো ঢুকতে ঢুকতে। ঢুকছে রে ! ক্লিক একটা করলাম,পকাত করে একটা পপ আপ ওপেন হইলো ! সেটারে কাটতে যেয়ে আরেক টা পপ ডাউন !!!!যা খুজতে গেছি তা খুজে পাই না, পাইলাম ইয়া বড় বড় ব্যানার ! কি প্যারা রে বাবা। তারপর বিরক্ত হয়ে বের হয়ে আসি সিম্পলী।
ওয়েব মাস্টার দের বলিঃ ভাই রে, একটু শান্তি দেন, এ জ্বালা আর প্রানে নাহি সয় :/ :/ :/
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
জ্যাম যুক্ত এই শহরের কোলাহলে আমরা আসলে কিছু শিখতে চাই না, অন্যের কিছু লাপাত্তা লোভনীয় জিনিসে হুমড়ি খায়, নিজের ভেতর থেকে কিছুই বের করি না। কিন্তু আমরাও পারি নতুন কিছু সৃষ্টি করতে এই সৃষ্টি জগতে। কেন অন্যের মাল নিয়ে আবালের মতো চলা। এই টিউনের সাথে সাথে আমিও বলি, সৃষ্টি করুন সেটা যাইহোক তবে ইউনিক কিছু, দেখবেন আজকে না হোক একদিন মানুষ আপনাকেই খুজবে।
কেন জানি টিউন টা পড়ে শান্তি পাইলাম। শিমুল ভাই ধন্যবাদ। 🙂