টিটি’র বন্ধু বান্ধবগণ কেমন আছেন সবাই?
সকলের জন্য সুস্থ ও সুখের দোয়া রইল
হারমোনিয়াম শিখার ধারাবাহিক টিউনের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম
পূর্বের টিউনগুলোতে আপনাদেরকে আমি হারমোনিয়ামের কিছু সূত্র শিখিয়েছি যা থেকে আপনারা হারমোনিয়াম হাতে নিতে পারবেন আজকে।
এতদিন আপনাদেরকে শুধু সুত্র গুলোই জানিয়েছি আজ আপনার হারমোনিয়াম হাতে নিন হারমোনিয়াম নিয়ে বসুন নিচের চিত্রের মত করে অর্থাৎ পা দুটোকে বামপাশে হেলিয়ে
বসার নিয়মঃ-
দুই পা বাম পাশে হেলিয়ে বসলে অনেকক্ষন সময় ধরে হারমোনিয়াম বাজানো যায় তবে আসন পেতেও বসা যায় কিন্তু এতে করে অল্প সময়েই আপনার পা ঝিঝি ধরে যেতে পারে।
হাতের ব্যবহারঃ-বাম হাত হারমোনিয়ামে বাতাস দেয়ার কাজে ব্যবহার করুন(উপরের চিত্র অনুসরন করুন)।
ডান হাত হারমোনিয়ামের রীড সমূহের উপর রাখুন।
বাজানোঃ-
বাম হাতে হারমোনিয়ামে বাতাস প্রবেশ করানোর জন্য বায়ু যোগান পর্দা সমূহকে টানুন।
ডান হাত দিয়ে যে কোন একটি সপ্তক বেছে নিয়ে সেখান থেকে সূত্র মোতাবেক রীড সমূহ চাপুন।
বাতাস দেয়ার সময় এমনভাবে বাতাস দিবেন না যাতে বাতাসের পরিমাণ বেশি হয়ে যায়।
যতটুকু বাতাস দিবেন ততটুকু পরিমাণ বাজাবেন বা রীড চাপবেন।অতিরিক্ত বাতাস জমা হয়ে গেলে বায়ু যোগান দেয়া পর্দ সমূহ সামনে আসতে চাইবে না।
তখন যে কোন পর্দা চেপে রাখুন এতে জমা থাকা বাতাস বের হয়ে যাবে।
সবসময়ই হারমোনিয়াম ক্লোজ করে রাখার পূর্বে বাতাস জমা আছে কি না তা নিশ্চিত হউন।
জমা থাকলে বাতাস বের করে হারমোনিয়াম ক্লোজ করুন এত হারমোনিয়াম ভাল থাকবে।
ধন্যবাদ কথা হবে পরবর্তী টিউনে।
আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks