হারমোনিয়াম শিখুন খুব সহজে এবং অল্প সময়ে [পর্ব-০৪]:: হারমোনিয়ামের ১২ (বার)টি স্কেলেরে উচ্চারণ

প্রিয় টেকটিউনস পরিবারের সদস্য সকল আশাকরি কুশলেই আছেন।
হারমোনিয়াম শিখার পর্ব ভিত্তিক টিউনের চতুর্থ টিউনে আপনাদেরকে স্বাগতম।
গত পর্বে আপনাদের শিখিয়ে ছিলাম ১২টি স্কেলের নাম।
আজ আপনাদের শিখাব কোন স্কেলে কোন উচ্চারণ।
আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি সাদা পর্দায় শুদ্ধ স্বর এবং কালো পর্দা সমূহে বিকৃত স্বর সমূহ উচ্চারিত হয়ে থাকে।
যেমনঃ-
শুদ্ধ স্বরে      --> রে
বিকৃত স্বরে  -->  ঋ

আপনাদের সুবিধার্থে নিচে তালিকাসহ স্কেলের নাম এবং স্বরের নাম দেয়া হলো।

 

ক্রঃ নং

স্কেলের নাম

স্কেলের নাম ও উচ্চারণ বাংলায়

হারমোনিয়ামের রীডের রং

উচ্চাররণ বা স্বর

০১Cসিসাদাসা
০২C#সি শার্পকালো
০৩Dডিসাদারে
০৪D#ডি শার্পকালোজ্ঞ
০৫Eসাদাগা
০৬Fএফসাদামা
০৭F#এফ শার্পকালোহ্ম
০৮Gজিসাদাপা
০৯G#জি শার্পকালোদা
১০Aসাদাধা
১১A#এ শার্পকালোণি
১২Bবিসাদানি

যে কোন গান ১২টি স্কেলে তোলা যায় বা গাওয়া যায় শুধু মাত্র পার্থক্য হচ্ছে স্কেল ভিত্তিক উচ্চ স্বর এবং নিম্ন স্বর এ বিষয়ে বিস্তারিত থাকবে পরবর্তী কোন টিউনে।
আজ এ পর্যন্ত কথা হবে পরের টিউনে।
ভাল থাকবেন আশা করি।

Level 0

আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। এই ধরনের টিউন আপনি এই সাইটে করতে পারেন- http://www.nabinpothik.com