হারমোনিয়ামের ১২ টি স্বরের একেকটি স্বর কে একেকটি স্কেল বলা হয়।
আমি পূর্বের টিউনে শুধুমাত্র ১২টি স্বরের নাম শিখিয়েছিলাম কিন্তু কোন স্কেলের নাম কি হবে তা জানাইনি আজ আপনাদেরকে স্কেল গুলোর নাম সমূহ শিখাব।
হারমোনিয়ামের ৩৬ টি পর্দা তিনটি সপ্তকে বিভক্ত।
স্কেল ১২টি সপ্তকভেদে উপরে-নিচে/মোটা-চিকন শব্দ হয়ে থাকে
তাহলে স্কেল×সপ্তক ১২×৩=৩৬
১২টি স্কেলের নাম নিম্নে দেয়া হলোঃ-
ক্রঃ নং | স্কেলের নাম | স্কেলের নাম ও উচ্চারণ বাংলায় |
০১ | C | সি |
০২ | C# | সি শার্প |
০৩ | D | ডি |
০৪ | D# | ডি শার্প |
০৫ | E | ই |
০৬ | F | এফ |
০৭ | F# | এফ শার্প |
০৮ | G | জি |
০৯ | G# | জি শার্প |
১০ | A | এ |
১১ | A# | এ শার্প |
১২ | B | বি |
উপরের ছকের নাম সমূহ এবার নিচের চিত্রে দেখে নিন নাহলে বুঝতে অসুবিধা হবে।
বিশেষ করে আপনি হারমোনিয়ামের সাথে সরাসরি মিলিয়ে নিন তাহলে আপনি যেমন তারাতারি শিখতে পারবেন তেমনি বাজাতেও সক্ষম হবেন।
ধন্যবাদ আজ এপর্যন্তই
আবার কথা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকবেন।
পূর্বের এবং আজকের টিউনে কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন।
আল্লাহ্ হাফেজ।
আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হারমনিতে আগ্রহ নেই। গীটারে আছে। কিন্তু বাজাতে পারি না। শিকছি।।