ক্যারিয়ার গড়ুন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  যারা S.S.C  বা H.S.C শেষ করে ভাবছেন যে  কোথায়  admit হবেন তারা Aeronautical engineering এ ক্যারিয়ার গড়তে পারেন।

বাংলাদেশে এই sector টা তেমন জনপ্রিয় না,তাই এই এইটা নিয়ে সবাই দ্বিধায় ভুগেন।
বাংলাদেশে Aeronautical Engineering এর জন্য একটা মাত্র সরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর পাশাপাশি অনেকগুলো বেসরকারি প্রতিষঠান ও আছে যারা
Aeronautical engineering course করাই।

এখন সবার চিন্তা একটাই ভালো ইউনিভার্সিটি তে ভর্তি সাথে ভালো বিষয় এ পড়ে ভবিষ্যতে ভালো কিছু করা ।এদের কেউ ডাক্তার,কেউ ইঞ্জিনিয়ার, কেউ পড়বে বিজনেস এ ,কেউ পড়বে ল নিয়ে এ ছাড়াও বিভিন্ন বিষয় ত থাকছেই। কিন্তু আমরা যদি গতানুগতিক বিষয়ে না পড়ে একটু যুগের চাহিদার দিকে লক্ষ্য করে নতুন বিষয় এ পড়ি তবে কেমন হয় ? এবং তা যদি হয় আবার চ্যালেঙ্গিং এবং এডভেঞ্চার তবে আমদের সামনে সুস্পষ্ট ভাবে আসবে এভিয়েশণ ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট। এখন আমরা Aeronautical Engineering & Aircraft Maintenance Engineering and Aviation Management নিয়ে আলোচনা করব :

Aeronautical Engineer বা বিমান প্রকৌশলী তিনি,যে বিমান তৈরিসহ বিমান রক্ষণাবেক্ষণ সম্পর্কে পুর্নাংগ কৌশল জানেন।একজন Aeronautical Engineer প্রধানত দক্ষ হন Aircraft Design ( Airframe ,Power plant, Component etc ) Research and Aircraft Maintenance etc. তারা কাজকরে থাকেন Aircrfat Manufacturing, Engine Manufacturing, Component Production, Design ,Airlines and Training Center, CAA ,Airport Management and University তে।একজন দক্ষ Aeronautical Engineer এর চাহিদা সমগ্র বিশ্বব্যাপী।বাংলাদেশ এ Aviation Industry সমৃদ্ধ না হওয়ায় তাদের Maintenance and Planning এ আসতে হয় । তবে আশা করছি কয়েক বছরের মধ্যে বাংলাদেশ এ Aircraft Manufacturing শুরু করবে তখন আমদের ই একটা বিশাল Aeronautical Engineer এর Resource থাকবে।

Aircraft Maintenance Engineer (AME) বা বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এমন ই একজন ব্যাক্তি যিনি বিমানের রক্ষণাবেক্ষণ প্রকৌশল সম্পর্কে অনেক দক্ষ ও অভিজ্ঞ। AME হওয়া সহজ –কারন কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে Diploma/ B.Sc ডিগ্রি কম্পিলিট করলে ই AME বলা জায় নিজেকে কিন্তু একজন AME হতে হলে তাকে কঠোর পরিশ্রমী ,ধরজসিল ও মেধাবী হতে হবে কারন তাকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আনুমদিত লাইসেন্স পেতে হবে। বাংলাদেশে- বাংলাদেশ সিভিল এভিয়েসন আথরিটি (CAAB) এই AMEL প্রদান করে থাকে। Aircraft Maintenance Engineering License (AMEL)ব্যতীত কোন ইঞ্জিনিয়ার Aircraft ছাড়পত্র বা কোন প্রকার আনুমতি পত্র দিতে পারবেনা বা স্বাক্ষর করতে পারবে না। দায়িত্ব প্রাপ্ত LAME- Licensed Aircraft Maintenance Engineer এর স্বাক্ষর/আনুমতি ব্যতীত বিমান উড্ডয়ন করতে পারবেনা।একজন AME /LAME অনেক চাহিদা সম্পন্ন একজন ব্যক্তি যিনি অনেক পারিশ্রমিক পেয়ে থাকেন বিশ্ব ব্যপি ।বাংলাদেশে AME দের জন্য চাকরির অনেক সুযোগ আছে। AME রা Airlines, MRO, Training Center এছারাও বিভিন্ন Aviation Related Organization এ কাজ করার সুযোগ পেয়ে থাকেন। বর্তমানে EASA- European Aviation Safety Agency এর Aircraft Maintenance Engineering License এর গ্রহন যোগ্যতা অনেক বেশি। EASA Part-66 AMEL দিয়ে কোন ঝামেলা ব্যতীত Europe এর ২৭ টি এবং Non-EU এর ৪টি দেশ এ সহজে জব করা জায়। B.sc/Diploma ডিগ্রি ব্যতীত ও Licensed Aircraft Maintenance Engineer হওয়া সম্ভব যেটা সময় ও অর্থ সাশ্রয়ী ।

Aviation Management এমন ই একটা বিষয় যার চাহিদা Aviation এর প্রতিটি যায়গায়।সাধারণত BBA in Aviation Management/MBA in Aviation Management এর চাহিদা বেশি। Airlines, Aviation Industry, Training Academy, Airport Management, Civil Aviation, University etc. এ রয়েছে চাকরির অনেক সুযোগ ।এ ছাড়া ও অন্য কম্পানি এর Management এ সুযোগ আছা।
সকোলের কাছে আনুরধ থাকবে সঠিক তথ্য দেয়ার জন্য। যেহেতু এটা একটা নতুন ফিল্ড আমাদের দেশে তাই সকলের সঠিক টা জানা দরকার। এবং আপনাদের সাহায্য ছাড়া আমার পক্ষে খনকালে ও সম্ভব না।

Level 0

আমি shuvro biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খরচ কেমন?

6-7 lakhs/4 yrs,r apnar background result vlo thakle tar upor scholarship o pete paren

Level 1

vi kun govment a ace?and exam dite hoy naki?

    @Habib80: MIST- military institute science & technology

    hmm vai admission to govt. a obossoi dite hbe,science r sub. gulote at least GPA 4 thakle form tulte parben

Level 1

thanks.admision test to hoye gece taile apni eto pore post dilen?bujlam na.

Level 0

ভাই লিখেছেন ভালোই। তবে আর্টিকেলটা আগেও পড়েছি। আপনি মনে হয় কপি পেষ্ট করেছেন। আমি নিজে একজন Aircraft Maintenanace র স্টুডেন্ট হিসাবে সবাইকে নিরুৎসাহিৎ করব এই লাইনে না আসার জন্য। বর্তমানে এ লাইনের চাকরীর বাজার খুব সংকুচিত। আর বাংলাদেশ থেকেও এখানে ভালো কিছু করা সম্ভভ নয়। বাংলাদেশের তিনটা -চারটা প্রতিষ্ঠান বাদে বাকী সবগুলাই ভূয়া। লাখ লাখ টাকা বেতনের প্রলোভন দেখিতে কোর্স করিয়ে কয়েকলাখ টাকা হাতিয়ে নেয়াই এদের উদ্দেশ্য।

    @mkhzabed: ager j article ta porecen otau amrai likhesi,jar vorti houar i6a se to sobkhane vlo kore khoj niyei mne hoi vorti hbe,kthai kmn?

Level 0

সিভিল এভিয়েশনের অনুমোদন বিহীন প্রতিষ্ঠান থেকে কোর্স করলে এই কোর্সের একটুও মূল্য নাই। বাংলাদেশে সিভিল এভিয়েশন অনুমোদিত মাত্র দুইটা প্রতিষ্ঠান রয়েছে। প্রথমটি বিমান এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি) অন্যটি এরোনটিক্যাল ইন্সিটিটিউট অব বাংলাদেশ (এ.আই.বি)। আপনি এম.আই.এস.টির কথা বলেছেন..ওটারও সিভিল এভিয়শনের কোন অনুমোদন নেই। এম.আই.এস.টির পাস করা অনেক স্টুডেন্টরা বি.এস.সি করে বসে আছে। অন্যদিকে বিএটিনি বা এ.আই.বির স্টুডেন্টরা ডিপ্লোমা কোর্স করেও বিভিন্ন এয়ার লাইন্সে কাজ করছে।

    @mkhzabed: apni civil aviation approved mne ki bujhen?

      Level 0

      @shuvro biswas: জী বুঝি দেখেই বলছি। একটু খোজ নিয়ে দেখতে পারেন সিভিল এভিয়েশনের অনুমোদন বিহীন প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কি অবস্থঅ্ এ.এম.ই তে জব করা আর অন্য আট-দশটা সেক্টরে কাজ করা সমান কথা নয়। কোটি কোটি ডলার মুল্যের এয়াক্রোফট কোন এয়ারলাইন্স একজন অনভিজ্ঞ লোকের হাতে ছেড়ে দিবে না। আর সিভিল এভিয়শন অনুমোদিত প্রতিষ্ঠানকে অনেকগুলো শর্ত পূরন করে তারপর অনুমোদন নিতে হয়।

        @mkhzabed: vai shunen,kono course krte hole sei institute r civil aviation approved houar drkr nei,apnake institute degree dibe.
        tobe haa AME r khetre license krte hole approve lge,tobe kono degree r jnno approve houar proyojon nai,asa kori bujhesen.

          @shuvro biswas: AME te gele obossoi apnar license thakte hbe,tasara research ba manufacturing a gele licenese r kono proyojon nei.

    @mkhzabed: MIST also approved institute. You can check the details of this mater on ANO D.7 (4.1.) Page: 60-61.
    Link: http://www.caab.gov.bd/ano/airworpd.pdf

      Level 0

      @মোঃ তানভীর হাসান: এদের কোর্স টাই এপ্রুভ। ইন্সটিটিউট এপ্রুভ না। সব ইন্সটিটিউটেরই কোর্স কারো না কারো এপ্রুভ। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কোর্সটাও সিভিল এভিয়েশন এপ্রুভ। তারমানে এই না যে সব প্রতিষ্ঠান সিভিল এভিয়েশন এপ্রুভ। আপনার ডকুমেন্টের ৬০ পেজের ৩.১ দেখুন কারা কারা এপ্রুভ ট্রেনিং অরগানাইজেশন। @মোঃ তানভীর হাসান

        @mkhzabed: @mkhzabed
        আপনি কি বুঝাতে চাইলেন তাই বুঝতে পারলাম না। আপনি এই লেখাটির শিরোনাম পড়েছেন কি? CAAB তে কোর্স এপ্রুভ থাকলে ইন্সটিটিউট এর আর বাড়তি এপ্রুভাল এর দরকার নাই। LWTR এক্সাম দিতে পারলেই হল।

          Level 0

          @মোঃ তানভীর হাসান: এলডাব্লিউটির তো হাতের মোয়া। চাইলেই পাওয়া পাওয়া যায়। ৩০০দিনের ওয়াকসিট নিশ্চই আপনার ইনস্টিটিউট আপনাকে দিবে না। সেটার জন্য আপনাকে কোন এয়ারলাইন্সে জব করতে হবে। আর এম.আই.এস.টির কয়টা স্টুডেন্ট জবে এ আছে আছে সেটা বললে একটু ভালো হত।

সিভিল এভিএশন এর অনুমতি আছে কিনা আগে যাচাই করে দেখে নিতে হবে। না হলে পড়াশুনা করে লাভ নেই।

Level 0

এদের কোর্স টাই এপ্রুভ। ইন্সটিটিউট এপ্রুভ না। সব ইন্সটিটিউটেরই কোর্স কারো না কারো এপ্রুভ। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কোর্সটাও সিভিল এভিয়েশন এপ্রুভ। তারমানে এই না যে সব প্রতিষ্ঠান সিভিল এভিয়েশন এপ্রুভ। আপনার ডকুমেন্টের ৬০ পেজের ৩.১ দেখুন কারা কারা এপ্রুভ ট্রেনিং অরগানাইজেশন। @মোঃ তানভীর হাসান

@mkhzabed: kotha ghuranor chesta korar dorkar nai. Thanks

vhi sobai k uddesso kore bolsi.ami ai ver hsc exam dilam.akn ami ai subject niye porte agrohi.akn am ak aktu help koren je,ami ki aita niye porbo kina.ar porle kon institute theke porle valo hobe..plz help me..