মালায়শিয়া স্টুডেন্ট ভিসার Application Status চেক করার নিয়ম ।যে কোন College / University তে। আশাকরি সবাই দেখবেন।(সতর্কতামুলক পোষ্ট)।

আমি মোঃওবায়দুল, টেকটিউন্স এর পক্ষথেকে যানাই আন্তরিক অভিনন্দন।প্রথমেই বলেনেই কোন ভুল হলে ক্ষমা করবেন।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মালায়শিয়া স্টুডেন্ট ভিসার Application Status চেক করতে হয়।আমরা অনেকেই হয়তো মালায়শিয়া স্টুডেন্ট ভিসায় যওয়ার জন্য অ্যাপ্লই করেছি, কিন্তু আমরা জানিনা যে আমাদের Application এর কাজ কত % হয়েছে।অনেক সময় দেখাযায় যে আমরা যে দালাল বা বড় ভাই এর মাধ্যমে অ্যাপ্লাই করি তারা বলে তোমার ভিসা চলে আসছে তুমি টাকা দাও অথচ আমাদের Application Status এ ১০০% কমপ্লিট হয়নি, এভাবে অনেকেই প্রতারনায় পরে।আমি নিজেও এই প্রতারনার শিকার হয়েছি।

তাই আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই কিভাবে মালায়শিয়া স্টুডেন্ট ভিসার Application Status চেক করতে হয়।যাতে আমাদের সাথে কেউ প্রতারনা না করতে পারে, কেননা আমরা সবাই এখন সচেতন।

আশাকরি আপনারা সবাই Application Status চেক করার নিয়মটা দেখবেন, হয়ত এখন কাজে নালাগতে পারে পরবর্তিতে অবশ্যই কাজে লাগবে।হয়ত আপনার ছোট ভাই, নিকটের কোন আত্বিয়, অথবা বন্দুদের মধ্যে কেউ অ্যাপ্লাই করতে পারে, তখন আপনি তাদেরকে বলতে পারবেন যে কিভাবে মালায়শিয়া স্টুডেন্ট ভিসার Application Status চেক করতে হয়।

যখন Application, EMGS(Education Malaysia Global Service) এ যমা হবে তখন তখন আপনাকে ০% দেখাবে, তারপর ২ থেকে ৭ দিন পর ২০% হবে, তারপর ২ থেকে ৭ দিন পর ৩০% হবে, তারপর ২ থেকে ৭ দিন পর ৫০% হবে, তারপর ২ থেকে ৭ দিন পর ৭০% হবে, তারপর ২ থেকে ১৫ দিন পর ১০০% হবে। ৭০% এর পর ১০০% হতে তুলনামুলক একটু বেশি সময় নেয়। ১০০% হলে আপনার Visa Approval Letter চলে আসবে। তারপর বাংলাদেশে মালায়শিয়ান এ্যম্বাসি থেকে স্টিকার লাগিয়ে, বিমান টিকেট করে চলে যাবেন।

এধরনের আরও টিউন পেতে এই চ্যানেলকে Subscribe করতে ভুলবেন না।

এই লিংক থেকে দেখেনিন (মাত্র ৩ মিনিটের ভিডিও):https://www.youtube.com/watch?v=fx09fVXmp0E&feature=youtu.be

এই চ্যানেলে আরও পাবেন :

১।Google Blogger এ Free Blog Site তৈাইরির পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল।(৫ পর্ব)।

https://www.youtube.com/playlist?list=PLiTcXX0JHI3Ka75x2LxWp_VT9kMQ3-nE3

২।Web Design এর পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল।(৩০ পর্ব)।

https://www.youtube.com/playlist?list=PLiTcXX0JHI3IzVEfq5UDtat7YgoR88gAF

৩। Joomla এর পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল।(৬৭ পর্ব)।

https://www.youtube.com/playlist?list=PLiTcXX0JHI3KeXEa0LjsV3xrIPysE28c-

৪। JavaScript এর পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল।(৪০ পর্ব)।

https://www.youtube.com/playlist?list=PLiTcXX0JHI3K5kKDslyEvYLoHdgAp1tOa

ভিডিও টিউটোরিয়াল আপডেট পেতে এখনি Subscribe করুন।

https://www.facebook.com/obaydul.bd

<<<<<<<<<<<<>>>>>>>ধন্যবাদ সবাইকে<<<<<<<>>>>>>>>>>>

Level 1

আমি MD OBAYDUL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thnx vai.good post

Level 1

Welcome .#Shahid Khan

vai apnr web degin er tutorial gula ki bnglay ???