আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো।
একবার ভাবুন তো ১৬৭৪ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ কি বার ছিল? ২১৯০ সালের মার্চ মাসের প্রথম শনিবার কয় তারিখ হবে? প্রশ্ন পড়ে অনেকেই ভাবছেন এটা কি করে সম্ভব? এত
বছর আগের/পরের ক্যলেন্ডার পাব কই। চিন্তার কোন কারন নেই আমি আপনার জন্য নিয়ে এসেছি সহজ একটি ক্যলেন্ডার যা দিয়ে আপনিচিরজীবন দিন তারিখ হিসাব করতে পারবেন। এতদিন দেখছেন নামাজ, সেহরি, ইফতার ইত্যাদির চিরস্থায়ী সময় সূচী কিন্তু আজ দেখবেন বার /তারিখ বের করার চিরস্থায়ী ক্যলেন্ডার। যা দিয়ে আপনি অতীত /ভবিষ্যৎ যে কোন সালের দিন তারিখ অতি সহজেই বের করতে পারবেন ।
ক্যলেন্ডার পেতে হলে প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন তার পর দেখুন সেখানে দুটি ছক দেয়া আছে প্রথম ছকে আপনি সন অনুযায়ী সাংকেতিক অক্ষর বের করুন, দ্বিতীয় ছকে প্রথম ছক হতে প্রাপ্ত সাংকেতিক অক্ষর অনুযায়ী বার এবং তারিখ বের করুন।
দিন তারিখ বের করার নিয়মঃ প্রথমে সনের ঘর দেখুন তারপর ডান দিকে মাসের নামের সাংকেতিক অক্ষর দেখুন।তারপর দ্বিতীয় ছকে সেই অক্ষরের ক্যালেন্ডার দেখে দিন ও তারিখ বের করুন
যেমন-আপনি ২০২৭ সালের ১৬ ই ডিসেম্বর বের করবেন- প্রথমে সন ২১বের করেন তারপর সোজা ডান দিকে ডিসেম্বর মাসের
সাংকেতিক অক্ষর পেলেন Fএবার নিচের ছকে F এর ক্যলেন্ডারে(বামদিকে) সপ্তাহের দিকে তাকান দেখবেন বৃহস্পতিবার ১৬ ই
ডিসেম্বর। কত সোজা!
তার পরেও ক্যলেন্ডার টি বোঝতে সমস্যা হলে আমালে প্রশ্ন করতে পারেন ফেইসবুকে
আমি মোঃরকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঃ\হা হা হা