হারমোনিয়াম শিখুন খুব সহজে এবং অল্প সময়ে [পর্ব-০২]:: হারমোনিয়ামের ১২ (বার)টি স্বরের নাম

টিউন বিভাগ এডুটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

টিটি পরিবারের প্রিয় ভাই ও বোনেরা আশাকরি সকলেই ভাল আছেন।

সকলের জন্য দোয়া রইল সুস্থ থাকার।

হারমোনিয়াম শিখার সহজ সূত্র নিয়ে দ্বিতীয় টিউনে আজ আপনাদের জন্য থাকছে ১২টি স্বরের নাম।

তাহলে আসুন জেনে নিই হারমোনিয়ামের ১২ টি স্বরের পরিচয়।

গত পর্বে আপনাদের বলেছিলাম ৩৬টি পর্দার মধ্যে স্বর বা স্কেল আছে ১২টি ৩৬টি পর্দা ৩টি সপ্তককে বিভক্ত তাই ৩৬টি পর্দাকে তিনভাগে ভাগ করে বলেছিলাম যেমনঃ-

ক) ১ম ১২টি স্বর মিলে গঠিত সপ্তককে বলে উদরা সপ্তক

খ) ২য় ১২টি স্বর মিলে গঠিত সপ্তকেকে বলে মুদরা সপ্তক

গ) ৩য় ১২টি স্বর মিলে গঠিত সপ্তকেকে বলে তারা সপ্তক

সাধরণত ২য় বারটি স্বর দিয়েই গান শেখা শুরু হয় অর্থাৎ মুদরা সপ্তক থেকেই শুরু করতে হয়।

১২টি স্বরের মধ্যে ৭টি শুদ্ধ এবং ৫টি বিকৃত স্বর।

শুদ্ধ স্বরগুলো সাদা পর্দায় এবং বিকৃত স্বরগুলো কালো পর্দায় থাকে।

শুদ্ধ স্বর যেমনঃ-     সা - রে - গা - মা - পা - ধা - নি

বিকৃত স্বর যেমনঃ- ঋ - জ্ঞ - হ্ম - দা - ণি

আজ এ পর্যন্তই রইলো আগামী টিউনে থাকবে স্কেলের পরিচয় ও স্কেলের নাম সমূহ

পূর্বের টিউনটি পাবেন এখানে।

হারমোনিয়াম শিখুন খুব সহজে এবং অল্প সময়ে [পর্ব-০১]:: হারমোনিয়াম এর পরিচয়।

Level 0

আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, এরকম একটি টিউন খুজছিলাম।

চালিয়ে জান আমার খুব শিখার ইচ্ছা। ওস্তাদ পচ্ছি না।