হারমোনিয়াম শিখুন খুব সহজে এবং অল্প সময়ে [পর্ব-০১]:: হারমোনিয়াম এর পরিচয়।

টিটির প্রিয় ভাই ও বোনেরা কাল আন্তর্জাতি মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফিরাত জানাই। আপনাদের প্রতি রইল মারতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা।

ভাষার মাসে লেখা শুরু করলাম হারমোনিয়াম শিখার সহজ সূত্র নিয়ে পর্ব ভিত্তিক টিউন।

আমার এই টিউনের প্রতিটি পর্বের টিউন পড়লে এবং অনুশীলন করলে আপনারা খুব সহজে এবং অল্প দিনেই হারমোনিয়াম শিখতে পারবেন।

যারা সঙ্গীত বিভাগে এবছর হারমোনিয়াম হাতে নিয়েছেন।

যারা শিল্পকলায় সঙ্গীত বিভাগে এবছর হারমোনিয়াম হাতে নিয়েছেন।

যারা হারমোনিয়াম নতুন শিখছেন।

এবং যাদের বাসায় হারমোনিয়াম আছে কিন্তু শিখতে আগ্রহী তার এই টিউন সমূহ মিসকরবেন না।

>>-----> আজকের পর্বে আপনাদের জানাব হারমোনিয়ামের পরিচয়।

হারমোনিয়ামের ৩৭ টি পর্দা বা রীড থাকে।

৩৭ টি পর্দার মধ্যে সাদা পর্দা ২২টি এবং কালো পর্দা ১৫টি
তন্মধ্যে সর্বশেষ পর্দাটি বাদ দিয়ে স্বর হিসেব করব।

সর্বশেষ পর্দাটি সর্বপ্রথম পর্দার একই নামে বা স্বরে ব্যবহৃত তাই আমরা র্সবশেষ পর্দাটিকে বাদ দিয়ে ৩৬ টি স্বর নিয়ে বিস্তারিতভাবে শিখব।

সর্বশেষ পর্দাটি বাদ দিলে ৩৬টি পর্দা থাকে এই একেকটি পর্দার নাম ও স্বর একেক রকম।

৩৬টি পর্দার মধ্যে স্বর/স্কেল আছে ১২টি সপ্তকেভেদে ১২টি নাম নিয়ে ৩৭টি পর্দা মোটা-চিকন/উপরে-নিচে শব্দ করে থাকে।

৩৬টি পর্দা ৩টি সপ্তককে বিভক্ত তাই ৩৬টি পর্দাকে তিনভাগে ভাগ করব।

৩৬টি পর্দা যদি ৩ভাগে ভাগ করি তাহলে ৩৬÷৩=১২টি স্বর।

ক) ১ম ১২টি স্বর মিলে গঠিত সপ্তককে বলে উদরা সপ্তক।

খ) ২য় ১২টি স্বর মিলে গঠিত সপ্তকেকে বলে মুদরা সপ্তক।

গ) ৩য় ১২টি স্বর মিলে গঠিত সপ্তকেকে বলে তারা সপ্তক।

আজকে এ পর্যন্তই পরবর্তী টিউনে আপনাদের জন্য থাকবে ১২টি স্বরের নাম ও উচ্চারণ।

কোন কিছু ভূল হলে ক্ষমা করবেন। বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন।

Level 0

আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

he he he klanto hoye gelen…….. ami new ami toh holam na……….

kicu na sona pakhi………………….