নিয়ে নিন হারমোনিকা বাংলাদেশ এর সর্বপ্রথম ভিডিও টিউটোরিয়ালটি সম্পূর্ণ ফ্রী! আজ থেকে মাউথ অরগান বাজানো শিখুন আপনিও!

শুভ দিন,

Harmonica Bangladesh এর পক্ষ থেকে স্বাগতম।  আজ আমরা কি শিখব তা  নিয়ে আলোচনা করাই যুক্তিযুক্ত। চলুন মূল আলোচনায় গমন করি।

আমি হয়তো ভাল গান গেতে পারি না, হয়তোবা মানুষকে Impress করার মত ভাল কোনো গুন নেই। কিন্তু কি হয়েছে আজ থেকে আমার Passion হবে একজন দারুণ Mouth Organist হবার। দেখিয়ে দেব সবাইকে যে '''দেখো'''!! কারন গিটার , কি বোর্ড এর মত মাউথ অরগান বাজাতে 'ওস্তাদ' লাগে না!! 😀 বাসায় বসেই শিখতে পারেন...। পারবেন না? তাহলে চলুন আমার সাথে!!

Mouth Organ/Harmonica  বাজানো একটি প্যাশন এবং তা হয়ত আপনার আয়ের ও সোর্স হতে পারে। যেহেতু আমরা আজ প্রথম পরিচয় হয়েছি , একদম শুরু থেকে আলোচনা করাই ভাল হবে।  যদিও অনেক দেশে mouth Organ বাজানো একটি শিল্প কিন্তু আমাদের দেশে আমি এই  Trend এর প্রচলন লক্ষ করি নি। আমার এই বাদ্যযন্ত্র শিখার প্রাথমিক অবস্থা খুব মর্মান্তিক হলেও আপনাদের জন্য তা হবে না আশা করি কারন আজ থেকে আমি তো আছি,তাই না? 😀  চলুন  প্যা প্যা করে না বাজিয়ে সঠিক সুর তুলে অবাক করে দেই আমার আশেপাশের মানুষগুলোকে যাদের কাছে আমি ছিলাম প্রতিভাহীন অর্বাচিন বালক।  হয়ত আপনার জন্মসূত্রে প্রাপ্ত প্রতিভাই আছে এখানে!!

দেশের বৃহত্তর কমিউনিটির জন্য ২০১৩ সালে যাত্রা শুরু করে Harmonica Bangladesh নামে পেইজটি। শুরু থেকেই হারমোনিকা বা মাউথ অরগান সাপোর্টাররা সাপোর্ট দিয়ে আসছেন আমাদের। প্রতিদিন অনেকে টিউটোরিয়াল দেয়ার জন্য আবেদন করেন, কিন্তু সময়ের অভাবে কোনটাই করা হয়নি , কিন্তু প্রদত্ত কথা অনুযায়ী প্রকাশিত হলো আমাদের প্রথম ভিডিও টিউটোরিয়াল! এই টিউটোরিয়ালে আমাদের নিজেদের সম্পর্কে কিছু কথা এবং কিছু বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি উপভোগ করবেন।

টিউটোরিয়ালটি ইউটিউবে আপলোড করা হয়েছে। এটি দেখতে পাবেন এখানে, https://www.youtube.com/watch?v=MIklbPzCqsA

পরবর্তী টিউটোরিয়াল এর নোটিফিকেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 🙂

 

ফেসবুকে আমাদের খুঁজে পেতে ঃ http://facebook.com/jubairsharmonica

ব্যক্তিগত প্রশ্ন থাকলে ঃ http://facebook.com/dshuvro

 

Stay Connected!

Level 0

আমি নেক্সোপিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনটা সংগ্রামের,কিন্তু তার সাথে লড়াই করে বেচে থাকার মাঝেই আছে__জীবনের সার্থকতা ''


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউটোরিয়ালটি ভাল লাগল, আশা করি আরও ভিডিও পাব আমরা। ভাই, ডায়াটনিক হারমনিকা এর দাম কেমন হতে পারে?

ধন্যবাদ 🙂 ডায়াটোনিক ১০ হোল Hohner হারমোনিকা এর দাম হবে প্রায় ১৪০০+ টাকা

Amar akta harmonika a6e. Kono sur cha rai bajai. Amar vison sikte i66a kore.
Tune korar jonno thanks. I will be waiting for next tune.