এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৫ এর পরিবর্তিত সময়সূচি জেনে নিন এখান থেকে

হরতালে ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় ও চতুর্থ দিনের আটটি পরীক্ষাও পেছানো হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববারের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা থেকে ১২ টা এবং ১০ ফেব্রুয়ারির পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে টানা অবরোধ ও হরতালের কারণে দুই দফা পেছানোর পর গত ০৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হয় ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

২০১৫ সালের এস.এস.সি পরীক্ষা ২ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। অবরোধের মধ্যেও পরীক্ষা শুরুর ঘোষণা ও দেওয়া হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টানা হরতালের কারণে উক্ত পরীক্ষা ২ তারিখের পরিবর্তে ৬ ফেব্রুয়ারি শুক্রবার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন শুক্রবার হওয়াতে ৬ ফেব্রুয়ারিতে পরীক্ষা এক ঘন্টা এগিয়ে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

২ তারিখের পরীক্ষা ৬ তারিখে পিছিয়ে দেওয়ার ফলে পরীক্ষা শুরু হওয়ার তারিখ গিয়ে দাঁড়ায় ৪ ফেব্রুয়ারি। কিন্তু আবারো হরতাল শুরু হওয়ার কারণে ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। উক্ত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অন্যান্য পরীক্ষার সময়সূচী এখনো পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তিত সময়সূচী নিচে দেওয়া হলোঃ

এসএসসি, দাখিল,দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল পরীক্ষা ২০১৫ এর পরিবর্তিত সময়সূচি পাবেন এখানে

সৌজন্যেঃ লেখাপড়া বিডি

Level New

আমি আল মামুন মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডাক নাম মুন্না। আমি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ সাইট লেখাপড়া বিডির একজন প্রতিষ্ঠাতা এবং ব্লগার হিসেবে কাজ করছি। পড়াশোনা করছি যশোর সরকারী এম. এম. কলেজে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগে। আশা করি নিত্য নতুন সব তথ্য দিয়ে আপনাদের উপকারে আসতে পারব। আমার পরিচালিত ব্লগগুলো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস