National University (NU) Honours Admission Test 2nd Merit List Result 2014-15 প্রকাশ

National University (NU) Honours Admission Test 2nd Merit List Result 2014-15:- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা ০৪/০২/২০১৫ তারিখ বুধবার প্রকাশ করা হবে৷ ২ ফেব্রুয়ারি সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোবাশ্বেরা খানম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো বলা হয় ০৪/০২/২০১৫ তারিখ বুধবার বিকাল ৪টা থেকে এস.এম.এস এ এবং রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল পাওয়া যাবে৷ অনলাইনে ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দেখা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় চলুন জেনে নেওয়া যাক National University (NU) Honours Admission Test 2nd Merit List Result 2014-15 জানার নিয়মসমূহঃ

অনলাইনে National University (NU) Honours Admission Test 2nd Merit List Result 2014-15 জানার নিয়মঃ

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (nu.edu.bd/admissions)গিয়ে আপনার ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন। ফলাফল দেখার বিকল্প লিঙ্ক

মোবাইলে SMS এরমাধ্যমে  National University (NU) Honours Admission Test 2nd Merit List Result 2014-15 জানার নিয়মঃ

NU<space>AT<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে মেসেজ দিয়ে ফল জানা যাবে ।

Level 2

আমি হাসনাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

অফিসিয়াল ভাবে তো কোন ঘোষণা হয়নি

একজন ছাত্র তার ২য় মেরিট লিস্ট এও নাম আসেনি। এখন সে কি রিলিজ স্লিপ এর মাধ্যমে অন্ন কলেজ এ ভর্তি হতে পারবে? সে ক্ষেত্রে তার সম্ভবনা কত টুকু ? সেই ছাত্র খুব ভেঙ্গে পরেছে তার খুব ইচ্ছা সন্মান এ ভর্তি হওয়া যে কোন সাবজেক্ট হলে এ হবে কিন্তু ডিগ্রি পড়ার ইচ্ছা নেই, এখন সে কি রিলিজ স্লিপ এর মাধ্যমে অন্ন কলেজ এ ভর্তি হতে পারবে? সে ক্ষেত্রে তার সম্ভবনা কত টুকু ? কার কাছ থেকে উত্তর আশা করতেছি,

Limon vai er sathe amio jante chacche! help plz
And thnx Tuner

অফিসিয়াল ভাবে তো কোন ঘোষণা হয়নি??????????????