একটি প্রোজেক্টরের মুল্য কত “আমার সঠিক জানা নেই” কারণ আমি কখনও প্রোজেক্টর কেনার কথা ভাবই নি। কিন্তু কিছু দিন আগে মনে বড় সাধ জাগল কোন কায়দায় কি মোবাইলের ক্যামেরা কে কি প্রোজেক্টরে রুপান্তর করা যায়, প্রচুর পরিমানে গুগল করেও কোন সমাধান পেলাম না। কিন্তু কি করে আজ সন্ধ্যায় বাসায় পড়ে থাকা জুতার বাক্স হাতে নিয়ে মনে হল এটা দিয়ে প্রোজেক্টর বানানো সম্ভব। তাই Apex এর একটি জুতা বাক্স হাতে নিয়ে শুরু করলাম কাজ আর প্রায় ২ ঘন্টার মধ্যেই বাড়ি বসে করে ফেললাম একটি চলন সই প্রোজেক্টর।
সুতরাং আপনারাও তৈরি করেন নিন একটি প্রোজেক্টর।
যে যে উপকরণ গুলো লাগবে,
১। একটি জুতার বাক্স বা ওই মাপের কাগজের বাক্স।
২। ১টি Magnifying glass
৩। ১ টি পেপার ক্লিপ
৪। একটি ছুরি।
৫। টেপ
এবার কাজ শুরু করুন।
ছবির মত করে জুতার বাক্সটির ঠিক মাঝামাঝি বরাবর Magnifying glass এর মাপে একটি ছিদ্র করে নি।
এবার জুতার বাক্সটি খুলে এর ভিতরে Magnifying glass টি ছিদ্র বরাবর টেপ দিয়ে আটকে দিন।
এবার বাক্সে একটা ছোট্ট একটা ছিদ্র করে আপনার মোবাইলের চার্জার এর ক্যাবল টি প্রবেশ করান।
এবার পেপার ক্লিপ টি নিয়ে আপনার মোবাইলের সাইজ অনুযায়ী একটি মোবাইল স্ট্যান্ড বানিয়ে নিন। স্ট্যান্ড বানাতে গিয়ে আমি ৩১ বার ব্যর্থ হয়ে ৩২ বারে সফল হয়েছি।
এবার এই মাত্র তৈরি করা স্ট্যান্ডটি বাক্সের ভিতরে রেখে মোবাইলের ডিসপ্লে টি Magnifying glass এর দিকে মুখ করে রাখুন। Magnifying glass থেকে ফোন এর দূরত্ব প্রয়োজনীয়া বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিন।
এবার বাক্সটি বন্ধ করে Magnifying glass টির মুখ সাদা দেয়ালে ফেলুন আর দেখুন মজা
ব্যস হয়ে গেল প্রোজেক্টর তৈরি এবার বাজার থেকে ছোলা কিনে এনে বাড়ি বসে ছবি উপভোগ করুন।
এই পোস্ট টি সরাসরি কপি পেস্ট করলাম চিত্র সহ পোস্ট টি এখান থেকে দেখতে পারেন
জুতার বাক্স দিয়ে আপনার মোবাইলের জন্য একটি প্রোজেক্টর বানিয়ে নিন।
কারণ টেকটিউন্স এ এটা আমার ২য় পোস্ট, পোস্ট করার নিয়মগুলো এখনও বুঝতে পারি নি, যেমন কিভাবে পোস্টের ভিতরে ছবি পোস্ট করতে হয় এটা জানি না, দয়া করে কেউ জানাবেন। তাই এই পোস্ট এ অনেকগুলো ছবি আছে যে গুলো দিতে পারলাম না,
আমি আলম ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই পিকচার দিন সাথে, এভাবে বুঝতে কষ্ট,,,,,,,