আসসালামু আলাইকুম, কেমন আসেন সবই?। আশা করি ভালো আসেন। আমরা জানি যে গত ১৮ তারিখ NU এর রেজাল্ট দিসে। আজ আপনাদের দেখাব কি ভাবে অনলাইন এ ভর্তি হবেন।
আসুন দেখি.................................
অনলাইন হতে ভর্তি ফরম উত্তোলনে শিক্ষার্থীর করণীয়:
১। অনলাইনে ভর্তি রোল ও পিন দিয়ে প্রবেশ পূর্বক ফরম পূরন করতে হবে।
২। নিজের তথ্য সঠিক ভাবে পূরণ হয়েছে কিনা নিজেই যাচাই করে নিতে হবে। (বিশেষ করে যদি কেউ বিষয় পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করে নিবেন।)
৩। ভর্তি ফরমের প্রিন্ট কপি অবশ্যই রঙ্গিন হতে হবে।
৪। ঠিকানা সঠিক শব্দে লিখা আছে কিনা যাচাই করে নিবেন।
৫। নিজের রোল ও পিন নম্বর সংরক্ষন করে রাখুন।
৬। ভর্তি ফরমের “Applicant’s Signature & Date” অংশে শিক্ষার্থীর নিজের নাম ও
তারিখ, “Guardians Signature & Date” অভিভাবকের স্বাক্ষর লিখতে হবে।
৭। প্রথম মেধা তালিকার ভর্তি ফরম পূরণের শেষ তারিখ আগামী ২৭ জানুয়ারী ২০১৫ পর্যন্ত।
8। প্রথম মেধাতালিকারভর্তি কার্যক্রম শেষ হলেই 2য় মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি ফরম জমাদানে
করণীয়ঃ
*। ভর্তি ফরম উত্তোলনের পর শিক্ষার্থীর নাম ও তারিখ, অভিভাবকের স্বাক্ষরের পর ফরমকে দুইটি সেটে ভাগ করতে হবে।
*। দুইটি সেটে আলাদা আলাদা প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করতে হবে।
৩। প্রয়োজনীয় কাগজপত্র:-
ক. আপনার এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার মূল নম্বর পত্র আলাদা নির্দিষ্ট বিভাগে জমা দিতে হবে।
খ. আপনার মূল নম্বর পত্রের ফটোকপি, রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি, স্কুল ও কলেজ কর্তৃক প্রাপ্ত টেষ্টিমোনিয়াল এর
ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি, সদ্য তোলা রঙ্গিন ছবি (প্রয়োজনবোধে, কলেজ নোটিশ উল্লেখ পূর্বক)
গ. এই নকল কাগজ পত্রকে দুই ভাগে দুইটি ভর্তি ফরমে আলাদাভাবে সংযুক্ত করতে হবে।
৪। সংযুক্তকৃত ভর্তি ফরম কলেজ ক্যাশ শাখায় দেখিয়ে ভর্তি রশিদ সংগ্রহ করতে হবে।
৫। সংগ্রহকৃত রশিদে নিজের নাম, ভর্তি রোল, শেসন লিখে কলেজ কর্তৃক নির্ধারিত ব্যাংক শাখায় জমা দিতে হবে।
৬। ব্যাংক থেকে আপনি রশিদের একটি অংশ পাবেন তার ফটোকপি ভর্তি ফরমের উপরে সংযুক্ত করে নির্দিষ্ট বিভাগে
জমা দিতে হবে।
৭। এরপর বিভাগে গিয়ে বিভাগীয় সেমিনার ফি প্রদান করে সংযুক্ত দুইটি ভর্তি পরমের সেট জমা দিলে ভর্তি কার্যক্রম
সম্পন্ন হবে।
ধন্যবাদ
কোন সমস্যা থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন এবং থাকবেন TechTunes এর সাথে।
পোস্ট টি পূর্বে প্রকাশিত হয়েছিল TipsTune24.Com এ।
আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Simple But Not Simple
আমি কি আমার ব্লগে এটা পোস্ট করতে পারি?