NU তে চান্স পেয়েছেন? দেখে নি ভর্তি হবার A to Z প্রক্রিয়া ।

 

TipsTune24.Com

 

 

আসসালামু আলাইকুম, কেমন আসেন সবই?। আশা করি ভালো আসেন। আমরা জানি যে গত ১৮ তারিখ NU এর  রেজাল্ট দিসে। আজ আপনাদের দেখাব কি ভাবে অনলাইন এ ভর্তি হবেন।

আসুন দেখি.................................

অনলাইন হতে ভর্তি ফরম উত্তোলনে শিক্ষার্থীর করণীয়:

১। অনলাইনে ভর্তি রোল ও পিন দিয়ে প্রবেশ পূর্বক ফরম পূরন করতে হবে।

২। নিজের তথ্য সঠিক ভাবে পূরণ হয়েছে কিনা নিজেই যাচাই করে নিতে হবে। (বিশেষ করে যদি কেউ বিষয় পরিবর্তন  করতে চায় তাহলে অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করে নিবেন।)

৩। ভর্তি ফরমের প্রিন্ট কপি অবশ্যই রঙ্গিন হতে হবে।

৪। ঠিকানা সঠিক শব্দে লিখা আছে কিনা যাচাই করে নিবেন।

৫। নিজের রোল ও পিন নম্বর সংরক্ষন করে রাখুন।

৬। ভর্তি ফরমের “Applicant’s Signature & Date” অংশে শিক্ষার্থীর নিজের নাম ও

তারিখ, “Guardians Signature & Date” অভিভাবকের স্বাক্ষর লিখতে হবে।

৭। প্রথম মেধা তালিকার ভর্তি ফরম পূরণের শেষ তারিখ আগামী ২৭ জানুয়ারী ২০১৫ পর্যন্ত।

8। প্রথম মেধাতালিকারভর্তি কার্যক্রম শেষ হলেই 2য় মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি ফরম জমাদানে

করণীয়ঃ

*। ভর্তি ফরম উত্তোলনের পর শিক্ষার্থীর নাম ও তারিখ, অভিভাবকের স্বাক্ষরের পর ফরমকে      দুইটি সেটে ভাগ  করতে হবে।

*। দুইটি সেটে আলাদা আলাদা প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করতে হবে।

৩। প্রয়োজনীয় কাগজপত্র:-

ক. আপনার এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার মূল নম্বর পত্র আলাদা নির্দিষ্ট বিভাগে জমা দিতে হবে।

খ. আপনার মূল নম্বর পত্রের ফটোকপি, রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি, স্কুল ও কলেজ কর্তৃক প্রাপ্ত টেষ্টিমোনিয়াল এর

ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি, সদ্য তোলা রঙ্গিন ছবি (প্রয়োজনবোধে, কলেজ নোটিশ উল্লেখ পূর্বক)

গ. এই নকল কাগজ পত্রকে দুই ভাগে দুইটি ভর্তি ফরমে আলাদাভাবে সংযুক্ত করতে হবে।

৪। সংযুক্তকৃত ভর্তি ফরম কলেজ ক্যাশ শাখায় দেখিয়ে ভর্তি রশিদ সংগ্রহ করতে হবে।

৫। সংগ্রহকৃত রশিদে নিজের নাম, ভর্তি রোল, শেসন লিখে কলেজ কর্তৃক নির্ধারিত ব্যাংক শাখায় জমা দিতে হবে।

৬। ব্যাংক থেকে আপনি রশিদের একটি অংশ পাবেন তার ফটোকপি ভর্তি ফরমের উপরে সংযুক্ত করে নির্দিষ্ট বিভাগে

জমা দিতে হবে।

৭। এরপর বিভাগে গিয়ে বিভাগীয় সেমিনার ফি প্রদান করে সংযুক্ত দুইটি ভর্তি পরমের সেট জমা দিলে ভর্তি কার্যক্রম

সম্পন্ন হবে।

ধন্যবাদ

কোন সমস্যা থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন এবং থাকবেন  TechTunes এর সাথে।

পোস্ট টি পূর্বে প্রকাশিত হয়েছিল  TipsTune24.Com এ।

 

 

Level 0

আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simple But Not Simple


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি কি আমার ব্লগে এটা পোস্ট করতে পারি?

ভাই পারলে একটা সাজেশন দিয়েন , প্রাইভেট ইউনিভাসির্টিতে থেকে CSE পড়া ভালো না , NU তে PHYSICS এ পড়া ভালো । আর private university অথবা nu তে কি ফটকপি দিয়ে ভর্তি হতে পারব ।

    @শাহীন তাজ: সেটা প্রাইভেট ইউনিভার্সিটি এর উপর নিরভর করে।
    বাংলাদেশে অনেক ভাল মানের private university আছে। আবার কিছু আছে certificate বিক্রি হয়। তাই ভাল মানের private university তে পরার সামর্থ্য থাকলে NU এর থেকে private university ই ভাল হবে।
    উল্লেখ্যঃ ভাল মানের private university এর cost এক্তু বেশি এ হবে।

ভাই আমাকে কলেজ থেকে একটা ম্যাসেজ এসেছে যে টেলিটক এর মাধ্যমে এসএমএস দিতে ৯৯০০টাকা ফি মারফত| কি করব ভাই?

@মোঃ মাসুদ রানা:

করেন কোন সমস্যা নেই । আমরা তো চাই সবাই জানুক ।

@শাহীন তাজ:
ধন্যবাদ কমেন্ট করার জন্য ।
NU এর মান Pvrt থেকে বেশি । সুতরাং সেটা আপনার ব্যাপার ।

হ্যা আপনি ফটোকপি দিয়ে NU এবং Prvt এ ভর্তি হতে পারবেন ।

@বিজিত দে:
আপনার কথাটা ঠিক বুঝলাম না । একটু ক্লিয়ার করে বলবেন?

ভাই আমি ডিগ্রী ভর্তি হয়েছিলাম কিন্তু এখন অনার্সে চান্স হয়েছে আমি কি অনার্স ভর্তি হতে পারব। আমার মুল মার্কশীটতো কলেজে জমা দেওয়া হয়েগেছে। কলেজ থেকে বলছে ডিগ্রী ভর্তি বাতিল করতে হবে। কিন্তু অনার্স ভর্তি শেষ তারিখ ২৭ জানুয়ারী। আমি এখন কি করতে পারি এব্যাপারে কেউ কি পরামর্শ দিতে পারেন।

    @শাহাবুল আলম: Degree করার সময় document উঠাতে গেলে ভর্তি বাতিল হয় আপনাকে কে বলল।
    এই কথাটা কলেজ আপনাকে মিথ্যা বলছে ছাত্র ধরে রাখার জন্য।
    আসল কথা হল ভর্তি হবার পর আপনি যে কন মুহুরতে আপনার কাগজ উঠাতে পারবেন।
    আর আপনার ভর্তিও বাতিল হবে না। ১০০%।

ভর্তি ফি কত টাকা ভাই ?

আপনার এই পোস্ট তা অনেক উপকারে এসেছে, আশা করি ২য় মেরিট লিস্ট দেওয়ার পর উনাদের কি করণীয় এই ব্যাপারে পোস্ট পাব, আমার একটা প্রশ্ন যারা ২য় মেরিট লিস্ট এ আছে তারা রিলিজ স্লিপ এর মাধ্যমে অন্ন জাগাই কি ভর্তি হতে পারবে, অনেকে খুব হতাশা তে ভুগতেছে,

@শাহাবুল আলম:
আপনি ডিগ্রিতে ভর্তি বাতিল করে দেন । ওটাতো বেশি সময় লাগে না । আর আপনি যখন অর্নাস এ ভর্তিই হবেন তো এখনও ভর্তি বাতিল করেন নি ক্যানো?

@রুবেল হোসেন:
ওটা কলেজ থেকে জেনে নিবেন । যথাসম্ভব 3500TK

@লিমন:
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য । হ্যা তখনও আমি পোস্ট করবো ।

আর হ্যা তারাও পারবে অন্য যায়গায় ভর্তি হতে ।

ধন্যবাদ ৷ভাই আপনার ফেবু আইডিটা দিলে ভালো হবে ৷

ভাই আমি নাটোর এ NS কলেজ এ ADDMISSION দিয়েছিলাম , এখন আমি কি অন্য কোথাও ভর্তি হতে পারব ?

@বেলাল হোসেন:
রিকোয়েস্ট পাঠিয়ে ম্যাসেজ দিয়েন

http://www.fb.com/sagor0011

@শাহীন তাজ:
পারবেন বাট may be এই বছর পারবেন না । এখানে কিছুদিন পরতে হবে ।

Degree করার সময় document উঠাতে গেলে ভর্তি বাতিল হয় আপনাকে কে বলল।
এই কথাটা কলেজ আপনাকে মিথ্যা বলছে ছাত্র ধরে রাখার জন্য।
আসল কথা হল ভর্তি হবার পর আপনি যে কন মুহুরতে আপনার কাগজ উঠাতে পারবেন।
আর আপনার ভর্তিও বাতিল হবে না। ১০০%।

ভাই NU এবং PRIVT এ যদি একই সাথে ভর্তি হয়ে থাকি , তাহলে কি পরবর্তিতে কোনো সমস্যা হতে পারে ?