যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার ১ম মেধাতালিকায় সুযোগ পেয়েছেন বা পাননি তাদের যা যা করনীয়

১৮ জানুয়ারি বেলা ১২ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার ১ম মেধা তালিকার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রথম মেধা তালিকায় ১,৯৯,১৭০ জনকে আসন বরাদ্দ দেয়া হয়েছে। আসন শূণ্য থাকা সাপেক্ষে পরবর্তীতে ২য় মেধা তালিকা ও এরপর রিলিজ স্লিপ প্রকাশ করা হবে। বিভিন্ন বিষয়ে মোট ২,৬৯,৩৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

jatiyaবিকাল ৪ টার পর থেকে অনলাইনে এই লিঙ্কে ফলাফল পাওয়া যাবে। ইতিমধ্যে এস.এম.এস এ ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফল পেতে NU<space>AT<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

You(******)are assigned Sub Name (Sub code) in the 1st Merit List of Hons Admission 2014-15. – NU Authority

আপনাদের ১৯/০১/২০১৫ থেকে ২৭/০১/২০১৫ এর মধ্যে অনলাইনে ফরম পূরণ করে ভর্তি হতে হবে। ফিরতি এস.এম.এসে যাদের এই ধরনের রিপ্লাই আসবে তারা ১ম মেধা তালিকায় সুযোগ পেয়েছেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন এই লিঙ্কে

You(******)are not in the 1st Merit list of Hons Admission 2014-15.You are advised to follow the next Merit List.if seats are available.-NU Authority.

ফিরতি এস.এম.এসে যাদের এই ধরনের রিপ্লাই আসবে তারা পাস করেছেন, কিন্তু প্রথম ১ম মেধা তালিকায় সুযোগ পান নাই। সুতরাং ২য় মেধা তালিকার ফলাফল এর জন্যে অপেক্ষা করতে হবে। তখন আপনি যে কলেজ এ পরীক্ষা দিয়েছেন সেই কলেজ এর আসন খালি সাপেক্ষে ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে। যদি ওই কলেজ আসন খালি না থাকে তখন রিলিজ স্লিপ এর মাধ্যমে আবার পাঁচটি কলেজ সিলেক্ট করে আবেদন করতে পারবেন। তাই আপাতত আপনাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা দিতেই হচ্ছে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নঃ

প্রশ্নঃ ২য় মেরিট লিস্ট এর ফলাফল কবে দেবে?

উত্তরঃ প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়। ১ম মেধা তালিকার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হবে ২ ফেব্রুয়ারি। এর পর যে কোন দিন ২য় মেধা তালিকা প্রকাশ করতে পারে।

গত বছর ২য় মেধা তালিকা প্রকাশ করেছিল ২০/০২/১৪ তারিখে

প্রশ্নঃ আমি মেধা তলিকায় যে বিষয় পেয়েছি সেটা কি পরিবর্তন (মাইগ্রেশন) করতে পারবো?

উত্তরঃ যারা ১ম পচ্ছন্দের বিষয় পেয়েছ তারা মাইগ্রেশন করতে পারবে না। যারা ২য়, ৩য় পচ্ছন্দের বিষয় পেয়েছ তারা ফরম পূরণ করার সময় অটো মাইগ্রেশন বক্সে টিক চিহ্ন দিলে (আসন খালি থাকা সাপেক্ষে) বিষয় পরিবর্তন করার সুযোগ পাবেন। টিক না দিলে বিষয় পরিবর্তন করতে পারবে না।

পূর্বে প্রকাশিতঃ এই লিঙ্কে

সৌজন্যেঃ লেখাপড়া বিডি

Level New

আমি আল মামুন মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডাক নাম মুন্না। আমি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ সাইট লেখাপড়া বিডির একজন প্রতিষ্ঠাতা এবং ব্লগার হিসেবে কাজ করছি। পড়াশোনা করছি যশোর সরকারী এম. এম. কলেজে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগে। আশা করি নিত্য নতুন সব তথ্য দিয়ে আপনাদের উপকারে আসতে পারব। আমার পরিচালিত ব্লগগুলো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bro tune ti share korar jonno onek dhonnobad.
Asa kori 2nd merit list er tottho tao tune korben.thnx

ধন্যবাদ। আমার কিছু জানার আছে উত্তর দেওয়া যাবে কি ? তাহলে ৩য় মেরিট লিস্ট কি?

যাদের মন মত সাবজেক্ট আসেনি তারা কি করতে পারে?

আর যারা ফেইল করছে তাদের ও কি এই একই মেসেজ দেওয়া হয়েছে You are advised to follow the next Merit List.if seats are availabl ?

আর যাদের এই মেসেজ দেওয়া হয়েছে তাদের ২য় মেরিট লিস্ট এ ভর্তি হওয়ার সম্ভবনা কতো টুকু ?

সর্বোপরি অনেকের মধ্যে কাজ করতেছে তারা ভর্তি হতে পারবে কিনা, যারা একদম ভর্তি হতে পারবে নাহ তারা কি ডিগ্রি তে ভর্তি হবে নাকি অন্য কোন কিছু আছে nu তে সেখানে তারা ভর্তি হতে পারে ?

সাধারণত ৩য় মেরিট লিস্ট বলতে রিলিজ স্লিপ বোঝায়। অর্থাৎ আপনি যে কলেজে ফরম তুলেছিলেন সেখানে আসন না থাকার ফলে যে সব কলেজে আসন ফাঁকা থাকবে সেখানে রিলিজ স্লিপ এর জন্যে আবেদন করতে পারবেন।
যাদের মনের মত সাবজেক্ট আসেনি তাদের বিষয় পরিবর্তন করার সুযোগ দেয়। যদি বিষয় পরিবর্তনের জন্যে আবেদন করা হয় তবে আবার পরের মেধা তালিকায় ফলাফল আসবে।
না, যারা ফেইল করেছে তাদের এই ম্যাসেজ আসেনি।
আর যাদের এই মেসেজ দেওয়া হয়েছে তাদের ২য় মেরিট লিস্ট এ ভর্তি হওয়ার সম্ভবনা ৫০/৫০। তবে রিলিজ স্লিপে অন্য কোন কলেজে ভর্তি হতে পারতে এ ব্যাপারে কোন কনফিউশন নেই.
হুম… ডিগ্রি ছাড়াও অন্য অপশন আছে NU তে।

তাহলে যারা ফেল করবে তাদের কি ধরনের মেসেজ আসছে।? আমার পরিচিত যারা ১ম মেধা তালিকায় আসেনাই তাদের সবার তো একই ধরনের মেসেজ আসছে।

আর যাদের এই মেসেজ দেওয়া হয়েছে তাদের ২য় মেরিট লিস্ট এ ভর্তি হওয়ার সম্ভবনা ৫০/৫০। তবে রিলিজ স্লিপে অন্য কোন কলেজে ভর্তি হতে পারতে এ ব্যাপারে কোন কনফিউশন নেই. <<<<< < < এটা শুভ সংবাদ

ডিগ্রি ছাড়াও অন্য অপশন আছে NU তে।< যেমন কি অপশন?

ধন্যবাদ।

আমি ২০১২-২০১৩ সালে অনার্স
ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং রিলিজ
স্লিপ নিয়ে একটি কলেজে ভর্তি হয়ে কয়েক দিন কলেজে গিয়েছি। একটি সমস্যার জন্য আর ঐ কলেজে যাওয়া হয়নি। আমি কি এখন ঐ কলেজ থেকে অন্য কলেজে টান্সফার হতে পারব? দয়াকরে জানালে খুব উপকৃত হতাম।

ধন্যবাদ ৷ভাই আপনার ফেসবুক আউডিটা দেয়ার জন্য অনুরোধ করছি,যেন আমি আপনার সাথে ব্যক্তি গত ভাবে যোগাযোগ করতে পারি ৷
প্লিজ আপনার আইডিটা দিন ৷

vai amar astese………..you are not related to release slip….bujhlam na ki holo………onek valo exam disilam……akhon ki korte pare