কম্পিউটার পেরিফেরালস্‌ (৬৬৬২)- কম্পিউটার পেরিফেরালস্‌

কম্পিউটার পেরিফেরালস্‌ (৬৬৬২) -সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন! শতভাগ নিশ্চয়তা!!

  • ফেরিফেরালস এর উদাঃ লাইটপেন, পাঞ্চ কার্ড, স্ক্যানার, জয়স্টিক।
  • ইন্টারফেসিং- মাইক্রোপ্রসেসর ও পেরিফেরাল ডিভাইসের মধ্যে প্রতিষ্ঠিত এক ধরনের লজিক্যাল কানেকশান।

computer interface

  • ডিজিটাল ইন্টারফেসিং এর ৩টি অংশ- সিপিইউ, ইন্টারফেসিং ইউনিট, ইনপুট আউটপুট ডিভাইস।
  • ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা- মাইক্রোপ্রসেসর ও পেরফেরালস ডিভাইসের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে তথ্য আদান-প্রদান প্রক্রিয়াকে সহজতর করার প্রয়োজনেই ইন্টারফেসিং করা হয়।
  • ইন্টারাফট- ফোর্স করে চলতি প্রোগ্রামকে সাময়িকভাবে বন্ধ রেখে অন্য কোন প্রোগ্রামকে নির্বাহ করাকে ইন্টারাপ্ট বলে।
  • পেরফেরালস ইন্টারফেস চিপ এর নামঃ ৮২৫৩ PIT, ৮২৫৫ PPI, ৮২৫৭ PDMAC, ৮২৫৯ PIT,
  • পেরিফেরালস ইন্টারফেসিং এর কাজঃ যেকোন দুটি ডিভাইসের মাঝে ডাটা আদান-প্রদান করাই…।।
  • ইন্টারফেসিং এর আদর্শ ইলিমেন্টের নামঃ কন্ট্রোল, স্টেটাস রেজিস্টার, বাফার রেজিস্টার, কন্ট্রোল লজিক, শিফট রেজিস্টার।
  • হান্ডশেকিং- মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরালস ডিভাইসের মধ্যে কন্ট্রোল সিগন্যাল বিনিময়ের মাধ্যমে তথ্য স্থানতর করাকে হ্যান্ডশেকিং বলে।
  • UART- আইসি প্রস্তুতকারক কোম্পানি কর্তৃক উদ্ভাবিত একটি প্রোগ্রামাবেল কমিউনিকেশন ইন্টারফেস। যা সিরিয়াল ডাটাকে অসমতালে ট্রান্সমিশনের কাজে ব্যবহৃত হয়। এর দুটি অংশ- ট্রান্সমিটার এবং রিসিভার।
  • RS-232C= DTE ও DCE এর মধ্যে সংযোগ সাধনের জন্য ব্যবহৃত। দুইটি কানেক্টর ও ২৫টি পিন আছে।
  • UART- Universal Asynchronous Receiver Transmitter. USART- Universal Synchronous Asynchronous Receiver Transmitter.
  • কী বাউন্স- কীবোর্ডের কোন কী-কে প্রেস করা হলে এটি মিলিসেকেন্ডের জন্য লাফালাফি করে। তখন প্রকৃত সংযোগ পাওয়ার পূর্বেই কয়েকবার সংযোগ পেয়ে যায়। এই অবস্থাকে কী-বাউন্স বলে।
  • কী-বোর্ড ইন্টারফেসিং- কীবোর্ড এবং মাইক্রোপ্রসেসর এর মধ্যে সমন্বয় করা হয়, তাই।
  • কীবোর্ড এনকোডার এর কাজ হচ্ছে- কী-কোড উৎপন্ন করা।
  • কীবোর্ড স্ক্যানিং- কী-বোর্ডের সনাক্তকরণ, ডিবাউন্স এবং এনকোডিং কার্যকে বুঝায়।
  • LCD ডিসপ্লে- দুই প্রকার। ডাইনামিক স্ক্যাটিং/রিফ্লেক্টিভ টাইপ ডিসপ্লে ও ফিল্ড ইফেক্ট/ অ্যাবজরবশন টাইপ ডিসপ্লে।
  • CRT- Cathode Ray Tube. এর ৩টি প্রধান অংশ- Electron Gun, Deflecting & Screen.
  • Pixel- Picture Element. মূলত একটি ছবি অনেক গুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডট দ্বারা গঠিত।
  • LCD- Liquid Crystal Display. দুই প্রকার। Dynamic Scattering & Field Effect.
  • LED- Light Emitting Diode. CGA- Color Graphics Adapter.
  • LASER- Light Amplification by Stimulated Emission Radiation.

প্রথম প্রকাশ

Level 0

আমি আসিফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস