গতকাল ৩০ ডিসেম্বর JSC,JDC এবং PSC এর ফলাফল প্রকাশ করা হয়েছে।আনেকে ভাল ফয়াফল পেয়েছেন আবার অনেকে খারপ করেছে।আবার কিছু কিছু পরিক্ষার্থী আছে জারা ভাল পরিক্ষা দিয়াছে কিন্তু ভাল ফলাফল পায়নি তাদের জন্য আমার এয় পোস্ট আসাকরি আপনাদের কাজে লাগবে।
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা জাবে।আবেদন করতে মোবাইল এর ম্যাসেজ অপশনে গিয়ে RSC <space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> বিষয় কোড লিখে send করুন 16222 এই নম্বরে।
উদাহরন সরুপঃ-RSC Dha 123456 101 send করুন 16222 নম্বরে।(এখানে 123456 প্রার্থীর রোল নম্বর এবং 101 বিষয় কোড)
ফিরতি SMS -এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে।আবেদনে সম্মত থাকলে ম্যাসেজ অপশন এ গিয়ে RSC <space> Yes <space> PIN Number <space> Contact Number (যে কোনো অপরেটর) লিখে Send করুন 16222 নম্বরে।
উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS- এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলো আলাদা করে লিখতে হবে।যেমন ঃ-বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশন এ গিয়ে RSC <space> Dha <space> Roll Number <space> 101,107 লিখতে হবে।এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।
যে সকল বিষয়ের ২টি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সে সকল বিষয়ে একটি বিষয় কোড (বাংলার জন্য 101,ইংরেজির জন্য 107 এর বিপরিতে দুটি পত্রের জন্য আবেদন হিসেবে গন্য হবে এবং আবেদন ফি হিসেবে ২৫০ টাকা প্রযোজ্য হবে।
৩১-১২-২০১৪ তারিখ থেকে ৬-১-২০১৫ তারিখের মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
পুর্বে প্রকাশিত এখানে Results.com.bd
আমি সবুজ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যারা পরীক্ষায় ফেল করেছে, আবেদন করার পর তাদের খাতা গুলো স্কুলে পাঠায় দিবে। নাকি ম্যাসেজ পাঠাবে।