আগামি কাল PSC,JSC এবং JDC এর ফলাফল প্রকাশ করা হবে।আমাদের অনেক ছোট ভাই বোন আছেন যারা PSC,JSC এবং JDC এর পরিক্ষা দিয়েছেন।যানিনা কে কেমন পরিক্ষা দিয়েছে।যাইহোক যে যেমন পরিক্ষা দিয়েছে সে তেমন ফল পাবে। এই বছর দুটি পরীক্ষায় এবার প্রায় ৫২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন অংশ নিয়েছে।
প্রাথমিক শিক্ষা (PSC) এর ফলাফল মোবাইল এ এস এম এস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশোন এ গিয়ে টাইপ করুনঃ-
DPE<space>আপনার থানা অথবা উপজেলার কোড নাম্বার স্পেস রোল নাম্বার তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ।ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন।
উদাহরন সরুপঃ-DPE 22327 435675 and send to 16222
মাদ্রাশা বোর্ড এর জন্যঃ-
EBT<space>আপনার থানা অথবা উপজেলার কোড নাম্বার স্পেস রোল নাম্বার তারপর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ।ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন।
উদাহরন সরুপঃ-EBT 71657 765643 and Send To 16222
জে এস সি ও জে ডি সি এর ফলাফল মোবাইল এ এস এম এস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশোন এ গিয়ে টাইপ করুনঃ-
JSC স্পেস আপনার বোর্ড এর প্রথম তিনটা অক্ষর স্পেস রোল নাম্বার এর পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন।
উদাহরন সরুপঃ- JSC DHA 123456 and Send to 16222
মাদ্রাশা বোর্ড এর জন্যঃ-
JDC স্পেস মাদ্রাশা বোর্ডএর প্রথম তিনটা অক্ষর স্পেস রোল নাম্বার এর পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন
উদাহরন সরুপঃ- JDC MAD 123456 and Send to 16222
বাংলাদেশ এর সকল মোবাইল অপোরেটর থেকে এই এস এম পাঠাতে পারবেন।
সময় পেলে আমার সাইট ঘুরে আসতে পারেন Results.com.bd
আমি সবুজ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thana/Upazila Code Number ( জানা থাকলে শেয়ার করুন )। ইএমআইএস দিয়ে কোথায় পাওয়া যায়? ধন্যবাদ।