হ্যালো টেকটিউন্স,
কেমন আছেন সবাই ? আমি অবশ্য একটু পর আপনারে মন মেজাজ খারাপ করে দিতে পারি, অগ্রীম ক্ষমা চায়া রাখলাম।
গতকাল একটা মুভি দেখলাম “Open Windows” । দেখে আমার মনে পড়লো অনেক দিন আগে “গুগল সব দেখতেছে” টাইপের একটা টিউন করছিলাম। মনে নাই মনে হয় কারো। আজকের টা ঐটার ই আরেক টা পর্ব ধরে নেন।
আপনার সামনে কি ভাই ? ল্যাপটপ , ডেক্সটপ না স্মার্টফোন ?
ক্যামেরা আছে ঐটার ? তাইলে এইবার মন দিয়া দেখেন আমি কি বলি।
আপনার ওয়েবক্যাম বা সেটের ক্যামেরা যখন ওপেন থাকে, তখন আপনি আমি কিভাবে বুঝি ? মনিটরে বা সেটের ডিসপ্লে তে দেখা যায় ক্যামেরা দিয়ে কি দেখা যাচ্ছে, এইতো ?
এইবার একটা স্পাই প্রোগ্রাম এর কথা চিন্তা করেন, যে আপনার ক্যামেরা টা চালু করবে, কিন্তু মনিটরে বা ডিসপ্লে তে কোন সিগনাল দেবে না। বুঝছেন কি ভাই কি কইতেছি ?
আপনার ক্যামেরা টা ওপেন, বাট আপনি টের পাচ্ছেন না, আর কোনভাবে নেটোয়ার্কের সাথে যুক্ত আছেন। মডেম বা সিম যেটা দিয়েই হোক। সেক্ষেত্রে একবার চিন্তা করেন।
অনেক দূরে বসে কোন একজন স্পাই বা লোক আপনার ফোনের বা ওয়েবক্যামের ভেতর দিয়ে আপনাকে দেখতেছে, বিকট ভাবে হাসতেছে হলুদ রঙের দাত বের করে। হুহুহুহাহাহাহা
নারে ভাই,আমি মজা করতেছি না।এই ধরনের তথ্য গুলো প্রায় প্রতিটা উন্নত দেশ ই কালেক্ট করে। আপনার ফোনে কি কি আছে, আপনি কই যান, কি পছন্দ করেন, কার কার সাথে কথা বলেন। আর উপরে যেই অবস্থার কথা বললাম, সেভাবে দিয়ে লাইভ দেখাই যাবে আপনার আশে পাশে কি হইতেছে 😛 😛
ভয় পাইলেন কেউ ভাই ? পাবেন না কেন !!! এক কাজ করেন, একবার ভয়ে ভয়ে তাকান ক্যামেরা টার দিকে। আমি যেইটা বললাম, কথা টা কিন্তু অসম্ভব কিচ্ছু না বিশ্বাস করেন।
আপনার ফোনে একটা ক্যামেরা আছে, আর সেইটা নেটের সাথে কানেক্টেড তার মানে আপনার ক্যামেরার চোখ দিয়ে আশে পাশে দেখা সম্ভব। আপনার ফোনে একটা মাইক্রোফোন আছে, সেইটা দিয়ে আপনার কথা বার্তা শোনা সম্ভব। আরো কত কিছু যে সম্ভব। আপনার স্মার্টফোন টা ধরেন এই মুহুর্তে দুম করে ব্লাস্ট হয়ে কানা হয়ে গেলেন !!! অসম্ভব না তো ।
এগুলা বাজে সত্য, সিক্রেট। অনেকেই জানে, অবহেলা করে। করা উচিত না। আপনারা অনেকে হয়তো জানেন একসময় আমাদের দেশে মোবাইল নাম্বার গুলো ১০ ডিজিটের ছিলো । পরে তা ১১ ডিজিটের করা হয়। তারপর থেকে আমাদের প্রতিটা কথা, এস এম এস রেকর্ড করা হয়। কেন রে ভাই, আমাদের ব্যাক্তিগত বলে কিছু থাকতে নাই ? আমাদের প্রাইভেসী বলে কিছু নাই ? আমরা সবাই অপরাধী যে আমাদের সব কিছু রেকর্ড করে রাখা লাগবে ? আন্দলন করলে এ নিয়েই করা উচিত।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
সহমত I