আজ আপনাদের এমন কিছু বাংলা শব্দ দেখাব যা ইংরেজি উচ্চারনের সাথে মিল কিন্তু আমরা হর হামেশা বাংলা শব্দ হিসাবে ব্যবহার করি ।

বাংলায় যে আদর মানে স্নেহ

ইংরেজিতে সে  Adore(আডোর) মানে  ভালোবাসা

বিড়াল যে “মিয়াঁও” ডাকে সেটাও কিন্তু ইংরেজি শব্দ

Meow (মিয়াঁও)

সফল এর বিপরীত শব্দ বিফল

আর ইংরেজিতে Befall(বিফল) মানে হল  ঘটা”         

বাংলার বৌ যখন ইংরেজিতে যায় তখন সে হয়ে যায়  bow(বৌ)- তীর ছোঁড়ার যন্ত্র

(তাই আপনার স্বামী বৌ ও বৌ করে ডাকলে বেশি খুশি হবেন না। )

আচ্ছা “মৌমাছি দেখা” ইংরেজি কি হবে?

উত্তরঃ বিচি -?

Bee (বী)- মৌমাছি

See (সী)- দেখা।

আপনি আবার ভুলে ছি ছি বলবেননা। তাহলে কিন্তু সাগর দেখা হয়ে যাবে।

দেখেন Sea (সী)মানে সাগর আবার See (সী) মানে দেখা। অর্থাৎ Sea See  সীসী-ছি ছি মানে সাগর দেখা।  

এবার আপনাদেরকে এমন কিছু শব্দের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলোর একটি অক্ষর পরিবর্তন করে বা সংযোজন করে নতুন শব্দ পাওয়া যায় যেগুলোর অর্থ থাকে সম্পূর্ণ ভিন্ন।  যেমনঃ

See- দেখা

Bee- মৌমাছি


Butter- মাখন

Mutter- বিড়বিড় করা

 

But- কিন্তু

Nut- বাদাম


Sun- সূর্য

Son- পুত্র


Go- যাওয়া

Ago- পূর্বে


There- সেখানে

Here- এখান 

 

Adept – সুদক্ষ

Adapt- খাপ খাওয়ানো 

Adopt-দত্তক নেওয়া।

 

Week- সাপ্তাহ

Weak- দুর্বল 

 

Affect-প্রভাবিত করা।

Effect- ফলাফল 

Zealous-অত্যন্ত আগ্রহশীল

Jealous-ঈর্ষাপ্ররায়ন

  

Advice-উপদেশ।

Advise-পরামর্শ দেওয়া।

 

Assay-উৎকৃষ্টতা

Essay-রচনা।

   

Altar-বেদী।

Alter- পরিবর্তন করা।

 

Allusion- প্রলুব্দ করা।

Illusion- মায়া।

 

Adopt –দত্তক নেওয়া।

Adept- সুদক্ষ ।

Adapt- খাপ খাওয়া।

 

 

Berth- নোঙ্গর ফেলা I

Birth-জন্ম।  

 

Calender-ইস্ত্রি করা।

Calendar-বর্ষপঞ্জি

 

Canvas-তাবু।  

Canvass- পণ্য সরবরাহের ফরমায়েশ।  

 

Car-গাড়ী

Cur-অভদ্র আচরণকারী ব্যক্তি।  

Cite- তলব করা।

Site- স্থান।

 

এইরকম আরও শত শত শব্দ আছে। যা পরবর্তীতে উপস্থাপনের চেষ্টা করব। ভাল থাকবেন।

---------------------------------------------------------------------------------

সেদিন এক ইবুক পড়তে গিয়ে নিজের একটি লিখা ঐ বইতে স্থান ফেল দেখলাম। তারপর নেটে সার্চ দিয়ে কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সন  সহ বেশ কয়েক জায়গায় দেখি লিখাটি প্রকাশিত হয়েছে। বেশ ভাল। লিখাটি কপি মনে করে সবাই ঘন হারে কপি করেছে। শুধু বেচারা লেখকের নাম কপি করা থেকে বাদ পড়েছে। বুঝেন তো  অল্প বিদ্বান মানুষ। আর অল্প বৃদ্ধা sorry বিদ্যা ভয়ংকরী। তাই এইসব পোস্ট থেকে সবসময় নিজেদেরকে নিরাপদ দূরত্বে রাখবেন। ধন্যবাদ।

পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে

আমাদের ফেইসবুক পেইজ। মোবাইল ভার্সন এখানে 

Level 2

আমি মোঃ তারিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্যারি অন

দারুন লিখেছেন । চালিয়ে যান ।

Level 0

A+

ধন্যবাদ আপনাদের সকলকে।