আপনার সন্তানকে নিয়ে তো অনেক চিন্তা, ভবিষ্যৎ কি হবে ? জন্মের পরই লক্ষ্য থাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। কিন্তু শিক্ষা জীবন শুরুর পর বুঝতে পারেন সেটা হয়তো বা সম্ভব না। কিন্ত আপনাদের জন্য সুখবর হল, কষ্ট করবেন ৪-৫ মাস, ভবিষ্যৎ হবে উজ্জ্বল । S.S.C এবং H.S.C - তে আপনার সন্তানকে লেখা পড়া করান তার পছন্দের বিভাগে ( Science , Commerce, Arts ) । যে বিভাগে ( Science , Commerce, Arts ) পরলে তার Results ভাল হবে । H.S.C – এর পর ৪-৫ মাস ভাল কোন কোচিং সেন্টারে কোচিং করান , আর তার খেয়াল রাখেন। ভর্তি পরীক্ষা মোটামুটি ভাল হলেই চান্স । কারণ কোন শিক্ষার্থী যদি Science-এ GPA-4.00 পায়, এমন হতে পারে তাকে Commerce বা Arts হলে GPA – 4.50 পেতে পারে। আমরা যতটুকু বিশ্বাস করি Science বিভাগটি একটু বেশি কঠিন অন্যান্য বিভাগ (Commerce, Arts ) থেকে। আর আমাদের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সেক্টরের লেখাপড়া Science Related । তাই স্বাভাবিক ভাবে এই ইনস্টিটিউটে Science বিভাগ থেকে ছাত্র- ছাত্রী ভর্তি করা হয়। সবচেয়ে বড় সুখবর আপনি এখন আপনার সন্তান কে যে বিভাগে ( Science , Commerce, Arts ) S.S.C, H.S.C পড়ান না কেন , তাকে মানব সেবার এক অনন্য ক্ষেত্র , স্বাস্থ্য সেবার ( MBBS, BDS, Nursing, Medical Technology, MATS ) কোর্সে ভর্তি করাতে পারবেন। এমনকি সরকারি চাকরি ও প্রস্তুত। আরও সুসংবাদ “ বয়স নাকি মানুষ কে দমিয়ে রাখতে পারেনা । “ সেই বয়স ও আপনার কোন সমস্যা নয়, ইচ্ছা শক্তি আর মানসিকতা থাকলেই হচ্ছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আপনাকে দিতে শুরু করেছে সেই সুবিধা । Medical Technology ( Laboratory, Dental , Physiotherapy, Radiology & Imaging ) নামে কিছু মেডিকেল Related কোর্স চালু করছে । যেকোন বিভাগে ( Science , Commerce, Arts ) পড়াশুনা করেন না কে, বয়স যাই হোক, পাশ করিয়ে সার্টিফিকেট আপনার হাতে পৌঁছে দেওয়ার দ্বায়িত কারিগরি শিক্ষা বোর্ডের ।
জানিয়ে রাখা প্রয়োজন ১৯৬৩ সাল থেকে State Medical Faculty - এর আওতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি Institute of Health Technology ( I.H.T ) –তে Medical Technology ( Laboratory, Dental , Physiotherapy, Pharmacy, Radiology & Imaging , Radiotherapy ) নামে চালু রয়েছে । যেখানে আপনার একটা Minimum যোগ্যতা প্রয়োজন হয়ঃ অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে ( জীব বিজ্ঞান সহ ) পাশ করতে হবে , এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাকে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। ২০০৯ সাল থেকে সরকারি ২ টি Institute – এ BSc in ( Laboratory, Dental , Physiotherapy, Radiology & Imaging ) কোর্স চালু করা হয়। পাশা পাশি কিছু বেসরকারি Institute – এ BSc কোর্স গুলো চালু আছে। যেখানে শুধু State Medical Faculty - এর আওতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি Institute of Health Technology ( I.H.T ) হতে Diploma পাশ ও H.S.C তে বিজ্ঞান বিভাগ হতে ( জীব বিজ্ঞান সহ ) পাশকৃত ছাত্র – ছাত্রীরা আবেদন করতে পারেন। BSc কোর্স গুলো ঢাকা, রাজশাহী , চট্টগ্রাম ইউনিভার্সিটির Medicine Faculty – এর আওতাধীন ।
আপনাদের জন্য সুখবর হল এখন থেকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ কারা তথাকথিত দাদা চাচারাও 😆 ( Date over or Expired ) এবং S.S.C –তে আপনি মানবিক হন আর অমানবিক হন, BSc করতে পারবেন পাবলিক ইউনিভার্সিটির Medicine Faculty – এর আওতাধীন মানব সেবার সবচেয়ে সুমহান ক্ষেত্র মেডিকেল সেক্টরের প্রান BSc in ( Laboratory, Dental , Physiotherapy, Radiology & Imaging ) Department – এ । যাদের বিভিন্ন Diagnosis – এর উপর ভিত্তি করে একটা রোগীর জীবনের অনেক গুরুত্ব পূর্ণ Decision নিতে হয় একজন চিকিৎসকের। শুধু রোগী নয় একজন সুস্থ্য মানুষেরও জীবনের অনেক কিছু নির্ভর করে , এই Daignosis – এর উপর । মনে করেন আপনি আপনার Full Body Checkup –এর জন্য গেলেন কোন হাসপাতালে । Diagnosis – করে আপনার Report করা হলঃ আপনার HIV হয়েছে।
ভাবুন তো আপনি কোথায় ?
আপনার পরিবার কোথায় ?
আর মান সম্মান তো জীবনের চেয়ে বেশি বড় নয়। ডাক্তার আপনাকে এই Diagnosis - এর উপর ভিত্তি করে চিকিৎসা প্রদান করবে। কিন্তু বলতে পারবে না , আপনার সত্যি সত্যি HIV হয়েছে কি না। হয়তো বা আবার Diagnosis করলে বলতে পারবেন। আর এই সুমহান দ্বায়িত যারা পালন করে তারাই যদি হয় 49---59 , অর্থাৎ শিক্ষা গত যোগ্যতা Commerce, আর Arts এবং লেখা পড়া করার বয়স 35-----45 । 😈
আপনি তো Be Safe ।
আর আপনাকে যদি এই সুযোগ দেয়া হয়। তাহলে চিন্তার কোন কারণ নেই, অদুর ভবিষ্যতে আপনি MBBS/BDS Dr. লিখতে পারবেন নামের আগে। শুধু মনে সাহস আর বুকে বল রাখুন। আপনাকে অথবা আপনার সন্তানকে দিয়ে অবশ্যই হবে !!!!!!!!!!!!!!
আর Job নিয়ে চিন্তার কোন কারণ নেইঃ
সমাজ কল্যান পরিদপ্তরের এক অসাধারণ Circular : Physiotherapy Assistant ( Diploma in Physiotherapy অথবা H.S.C বা সমমান )।
আমাদের দেশে মনে হয় শিক্ষিত Physiotherapist অনেক কম, নয় তো এমন কেন Circular !!!!!!!!!!!!!!
অথচ প্রায় ১৫০০-২০০০ Physiotherapist এখন বেকার। বিভিন্ন সরকারি হাসপাতালের Circular –এ ও তারা ( কারিগরি থেকে পাশকৃত ) Apply করতেছে। কিছু কিছু হাসপাতাল তাদের Reply – ও করতেছে। আর প্রাইভেট হাসপাতাল তো তাদের ( কারিগরি থেকে পাশকৃত ) সাদরে গ্রহন করতেছে । “অল্প তেলে মজমজা ভাঁজা।“ আপনি কি Sure , আপনি Safe , স্বাস্থ্য সেবায়???????????
MBBS, BDS এবং অন্যান্য মেডিকেল Professional– দের জন্য ও এটি হুমকি সরূপ। এই তো শুরু আপনারা ও আর বাহিরে নন। State Medical Faculty ভবনটা আপনাদেরও ( MBBS/BDS) ।
আর ভার্সিটি গুলো হয়তো এক সময় ( খুব শীগ্রই ) তাদের ক , খ , গ , ঘ ও অন্যান্য Unit গুলো ভর্তি পরীক্ষা থেকে তোলে দিবে। কারণ আপনি যদি S.S.C তে Commerce আর Arts নিয়ে ইউনিভার্সিটি গুলোর Medicine Faculty – তে ভর্তি হতে পারেন, তাহলে অন্য Faculty –তে কেন পারবেন না ????????
আশায় বুক বাঁধুন আপনি, আর স্বপ্ন দেখান আপনার সন্তান কে “ হয়তো বা অদূর ভবিষ্যতে MBBS করতে পারবেন বাপ বেটা এক সাথে ।“
Courtesy by: nucleusboyz
ফয়সাল আহমেদ
ও
রফিকুল ইসলাম
আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধৈর্য্য সহকারে পড়লাম। আশায় বুক বাঁধেন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড বর্তমানে অনেকগুলো টেকনোলজি চালাচ্ছে, ২৮টি বা তার থেকে বেশী। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেখলাম তাদের শিক্ষা ব্যবস্থা। অনেকে বাকাশিবো না বলে বাকাতেরা বলে। কারণ নিশ্চয় আছে। এই ধরণের শিক্ষা ব্যবস্থায় যারা আসে তারা কি আসলে প্রকৃত শিক্ষা পায়? যেখানে বাংলাদেশের ১ম সারির মেধাবীরা এমবিবিএস বা বিডিএস করে প্রাকটিস করতে পারেনা বা করতে ভয় পায় সেখানে মানবিক বা অমানবিকরা পারবে কি করে? পারলে ভাল তবে তা আশায় গুড়ে বালি। এই জাতীয় প্রতিষ্ঠানের মালিকদের অবশ্য সোনার চামুচ মুখেই থাকবে কারণ বাকাশিবো তাদের পাশে থাকে।