পড়াশোনা হোক প্রিয় অ্যান্ড্রোয়েড এর সাথে [পর্ব-০২] :: সংগ্রহ করুন অ্যাকশন থ্রিলার ধর্মী উপন্যাস সাইমুম সিরিজের ৫৩টি বই নিয়ে অ্যান্ড্রোয়েড অ্যাপস। আপনার অবসর কাটুক বই পড়ার আনন্দে….

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

বই পড়ুয়া অনেকেই আজকাল কাগজের বই এর তুলনায় এগুলোর ডিজিটাল সংস্করণের দিকে ঝুঁকে পড়ছে। ইন্টারনেটে পিডিএফ বইগুলোর ব্যাপক চাহিদা আজকাল পরিলক্ষিত হচ্ছে। কিন্তু অনেক অ্যান্ড্রোয়েড ফোন আছে যার ডিসপ্লে পিডিএফ পড়ার জন্য উপযুক্ত না। এ কারনে সাইমুম সিরিজ এ পর্যন্ত প্রকাশিত তাদের ৫৩টি বই নিয়ে খুব ছোট একটি এপস তৈরী করেছে যার সাহায্যে যেকোন অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীগন খুব সহজে তাদের বইগুলো পড়তে পারবে। আপনাদের কেউ যদি সাইমুম সিরিজ সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি, সাইমুম সিরিজ হলো একটি একশন থ্রিলার ধর্মী বই। যার প্রত্যেকটি পাতায় পাতায় রহস্য লুকিয়ে রয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন দেখা গেছে যে সাইমুমের কোন বই পেলে খাওয়া দাওয়া ভুলে বই আগে শেষ করতাম। আজ যখন আমার এক বন্ধুর কাছ থেকে অ্যাপসটি পেলাম তখন আর শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। তো ডাউনলোড করার আগে অ্যাপসটি বিষয়ে কিছু জেনে নিন।

গ্রাফিক্যাল ইন্টারফেইস এবং সুবিধা সমূহ

অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল দেওয়ার পর যখন চালু করবেন তখন নিম্নোক্তভাবে বইগুলোর নামের সিরিয়াল দেখতে পাবেন। তো আপনার পড়া শুরু করতে আর দেরী কেন?

আপনারা হয়তো বই পড়তে গিয়ে একটি জিনিস ভুল করতে পারেন।বইটি অধ্যায় ভিত্তিক ভাবে সংযোজন করা হয়েছে। একটি অধ্যায় শেষ হয়ে গেলে অন্য একটি অধ্যায়ে যাওয়ার জন্য চিত্রে দেখানো স্থানে ট্যাপ করুন এবং পরবর্তি অধ্যায় নির্বাচন করুন।

আপনি এই অ্যাপসটির সাহায্যে অতিরিক্ত কিছু সুবিধা পাবেন। যেমন ধরুন কোন কোন বই আপনি পড়া শেষ করলেন সেটা জানতে পারবেন, কোন বই কতোটুকু পড়লেন সেটা জানতে পারবেন, আপনি চাইলে কোন বইকে প্রিয় বইয়ের তালিকায় যোগ করতে পারবেন। এছাড়াও আরো কিছু সুবিধা পাবেন যেগুলো এপসটি ব্যবহার করলে আপনি নিজে নিজে বুঝে যাবেন। তো মেনু দেখার জন্য চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।

বিঃদ্রঃ আমার ফোনটি অ্যান্ড্রোয়েড ৪.৪ কিটক্যাট সংস্করণ। আপনাদের ফোনে যদি আলাদাভাবে অপশন আসে তাহলে নিজ দায়িত্বে বুঝে নিবেন।

ডাউনলোড

সামান্য একটা জিনিস নিয়ে অনেক কথা বলে ফেলেছি। আশা করি আপনারা বিরক্তি হননি। আসলে আমি চাই টিউন নিয়ে সব ধরনের টিউডার সন্তুষ্ট থাকুক। কারো মনে সামান্য দ্বিধা আমার টিউনের দুর্বলতা হিসাবে আমার কাছে মনে হয়। তো আর কথা না বাড়িয়ে নিচের লিংক থেকে আপনার অ্যাপসটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন অথবা QR কোডটি ফোন দ্বারা Scan করুন | ৮ মেগাবাইট

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

বেশি বেশি বই পড়ুন আর নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো। আমরা একটি নতুন ওয়েবসাইট খুলেছি যাতে বাংলাদেশের বড় বড় লেখকদের বিখ্যাত বইগুলো পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে। তো, আপনি বসে আপনি বসে থাকবেন কেন? এখনি ডাউনলোড করে নিন আপনার প্রিয় বইটি। জ্ঞানবিকাশ পিডিএফ সমগ্র

Level 0

এপটা নিজে আপলোড না করে অফিসিয়াল প্লে স্টোরের লিঙ্ক শেয়ার করা উচিত।
https://play.google.com/store/apps/details?id=com.niaz.saimum

    দুঃখিত ভাইয়া, সাধারনত প্লে-স্টোর ভিজিট করার সময় হয়না। গুগলিং করে ডাউনলোড করি, আপলোড করি তারপর শেয়ার করি। আপনার পরামর্শ মনে রাখবো। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই, ডাউনলোড দিতেছি, না চললে আপনারে খাইছি কইলাম

খুব ভালো লাগলো……………।। থ্যাংকস

ভালো লাগলো। আমার একটা ওয়েবসাইট আছে যাতে ফ্রিতে ভালো কিছু পিডিএফ বই পাবেন। আমরা প্রায় ১২০০ বই আপলোড করছি। ইচ্ছা হলে একবার ভিজিট করবেন। জ্ঞানবিকাশ পিডিএফ বই

Thx…..a lot