আপনি জানেন কি? Did you know?

আপনি জানেন কি?

  • পৃথিবীর ১১% মানুষ বা হাতি।
  • আগস্ট মাস এ বাচ্চা জন্ম নেয়ার হার বেশি।
  • যতটুক পর্যন্ত খাবার আপনার লালার সঙ্গে মিশে না জায় আপনি তার স্বাদ নিতে পারবেন না।
  • মানুষ ঘুমাতে মিনিমাম ৭ মিনিট সময় নেয়।
  • একটা ভালুকের ৪২ টা দাত আছে।
  • উটপাখীর চোখ তার ব্রেন এর চেয়েও বড় !
  • লেবুতে স্ট্রবেরি থেকে বেশি চিনি আছে ! 😮
  • ৮% মানুষের একটা এক্সট্রা পাঁজর আছে।
  • ৮৫% উদ্ভিদ সাগরে পাওয়া গেছে।
  • খরগোশ যষ্টিমধু পছন্দ করে।
  • হাওয়াইয়ান ভাষার মাত্র ১২ টি বর্ণমালা।
  • গলদা চিংড়ির রক্ত বর্ণহীন কিন্তু এটা অক্সিজেন এর সংস্পর্শে এলে নিল হয়ে জায়।
  • armadillo (একটা প্রাণী) ৪টা বাচ্চা দেয়, এবং প্রতিটি একই লিঙ্গের।
  • বল্গাহরিণ কলা পছন্দ করে।
  • মোরগের ম্যক্সিমাম উড়ার রেকর্ড মাত্র ১৩ সেকেন্ড।

কেমন লাগল তা জানাবেন এবং ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটাতো প্র্জুক্তি বিসয়ে লেখালেখির জায়গা অপনি এখানে কেন এগুলো নিয়ে টিউন করেছেন

    @সজল মণ্ডল: আপনি কি এডুকেশন টিউন এর বিভাগ টি দেখেন নি? যদি অন্য বিষয়ে পোস্ট করা না যায় তাহলে বিভাগ খুলা কেন? আপনি প্রযুক্তি বিভাগ বাদে অন্য গুলা বন্দ করে দিন। তাহলে প্রযুক্তি ছাড়া আর কিছু পোস্ট করবনা।

ভালো লিখেছেন ।
তবে হাওয়াইয়ান ভাষা টা শেখার ইচ্ছা আছে ।

    @নীলোৎপল বেদী: কেন? বর্ণমালা কম থাকায় ! মন্তব্যের জন্য ধন্যবাদ।

thanks

ভালো লিখেছেন ।

jantam na